ETV Bharat / state

শিশিরের বিরুদ্ধে কুণালের মানহানির মামলার বিচারে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের - Calcutta High Court

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 2:35 PM IST

Calcutta High Court: নগর দায়রা আদালতে শিশির অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই মামলার বিচার প্রক্রিয়ায় আগেই স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল আদালত ৷

CALCUTTA HIGH COURT
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

কলকাতা, 27 জুন: প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে তৃণমূল নেতা কুণাল ঘোষের করা মানহানির মামলার বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির সংক্রান্ত এই মামলাটির বিচার আপাতত স্থগিত থাকবে । আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে । ওই মাসের 24 তারিখ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর একটি মন্তব্য নিয়ে মানহানির অভিযোগ তুলে মামলা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিশির অধিকারী । গত ফেব্রুয়ারি মাসে তাঁর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের বিচার স্থগিত করে দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি পেল ।

শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কুণাল ঘোষ । তিনি প্রশ্ন তোলেন জাতীয় নির্বাচন কমিশনে 2009 সালে শিশিরের জমা দেওয়া হলফনামা নিয়ে । কুণালের দাবি, সেখানে শিশির অধিকারী তাঁর মোট সম্পত্তির পরিমাণ 10 লক্ষ টাকা বলে জানান । কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া ঘোষণাপত্রে তাঁর সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকা বলে জানান । আবার 2019 সালে কমিশনে নতুন জমা দেওয়া হলফনামায় দেখা যায় শিশিরের সম্পত্তি 3 কোটির । কী করে এই ওঠাপড়া চলল, তা নিয়ে তদন্ত দাবি করে কেন্দ্রকে চিঠি লেখেন কুণাল । এর পালটা কুণালকে ‘জেলখাটা আসামি’ বলে কটাক্ষ করেন শিশির ।

তা নিয়ে কুণাল ঘোষ নগর দায়রা আদালতে শিশিরের বিরুদ্ধে মানহানির মামলা করেন । নগর দায়রা বিচারক শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন । এর পর হাইকোর্টের দ্বারস্থ হন শিশির ।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগেই নিম্ন আদালতের বিচার পর্বে স্থগিতাদেশ দিয়েছিলেন । এবার বিচারপতি শুভ্রা ঘোষ নিম্ন আদালতের বিচারের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন ৷

কলকাতা, 27 জুন: প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে তৃণমূল নেতা কুণাল ঘোষের করা মানহানির মামলার বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির সংক্রান্ত এই মামলাটির বিচার আপাতত স্থগিত থাকবে । আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে । ওই মাসের 24 তারিখ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর একটি মন্তব্য নিয়ে মানহানির অভিযোগ তুলে মামলা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিশির অধিকারী । গত ফেব্রুয়ারি মাসে তাঁর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের বিচার স্থগিত করে দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি পেল ।

শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কুণাল ঘোষ । তিনি প্রশ্ন তোলেন জাতীয় নির্বাচন কমিশনে 2009 সালে শিশিরের জমা দেওয়া হলফনামা নিয়ে । কুণালের দাবি, সেখানে শিশির অধিকারী তাঁর মোট সম্পত্তির পরিমাণ 10 লক্ষ টাকা বলে জানান । কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া ঘোষণাপত্রে তাঁর সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকা বলে জানান । আবার 2019 সালে কমিশনে নতুন জমা দেওয়া হলফনামায় দেখা যায় শিশিরের সম্পত্তি 3 কোটির । কী করে এই ওঠাপড়া চলল, তা নিয়ে তদন্ত দাবি করে কেন্দ্রকে চিঠি লেখেন কুণাল । এর পালটা কুণালকে ‘জেলখাটা আসামি’ বলে কটাক্ষ করেন শিশির ।

তা নিয়ে কুণাল ঘোষ নগর দায়রা আদালতে শিশিরের বিরুদ্ধে মানহানির মামলা করেন । নগর দায়রা বিচারক শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারি করে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন । এর পর হাইকোর্টের দ্বারস্থ হন শিশির ।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগেই নিম্ন আদালতের বিচার পর্বে স্থগিতাদেশ দিয়েছিলেন । এবার বিচারপতি শুভ্রা ঘোষ নিম্ন আদালতের বিচারের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.