ETV Bharat / state

বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে, মামলাকারীকে জরিমানা - Cal HC on Bangla Bandh

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 12:06 PM IST

Updated : Aug 28, 2024, 7:25 PM IST

Calcutta High Court: বিজেপির ডাকা বাংলা বনধের বিরোধিতা করে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ মামলাকারীকে জরিমানাও করা হয়েছে ৷

ETV BHARAT
বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্ট (নিজস্ব চিত্র)

কলকাতা, 28 অগস্ট: বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মামলা শুনলেনই না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ।

মামলাকারী সঞ্জয় দাস এর আগে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে আবেদন জানিয়েছিলেন । সেই জন্য প্রধান বিচারপতি সঞ্জয় দাসকে 50 হাজার টাকা জরিমানাও করেছেন । ভবিষ্যতে তিনি আর কোনও জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি ।

গতকাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ গোটা রাজ্যজুড়ে বনধ ডেকেছে বিজেপি । তার বিরোধিতা করে আজ মামলা করেন সঞ্জয় দাস নামে এক ব্যক্তি । প্রধান বিচারপতি এদিন মামলার শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, "আমি মামলা শুনবই না । মামলা খারিজ করে দিচ্ছি জরিমান-সহ ।"

বনধ সংক্রান্ত মামলাটির শুনানির ঠিক আগেই পেশায় আইনজীবী সঞ্জয় দাসের অন্য একটি মামলা ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চেই ৷ কয়েক মাস আগে পুলিশি সক্রিয়তা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি মামলা সরাতে আবেদন জানিয়েছিলেন সঞ্জয় দাস । কারণ সঞ্জয় দাসের বক্তব্য ছিল, বিচারপতি অমৃতা সিনহার স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, তিনি তাঁর প্রভাব খাটিয়ে সল্টলেকের একটি সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় প্রচুর টাকা নিয়েছেন । যদিও সেই অভিযোগ আদালতে টেকেনি । মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে শীর্ষ আদালত ।

সেই মামলাটি এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠলে ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি মামলাকারীকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । প্রধান বিচারপতি মামলাকারীকে বলেন, আগে জনস্বার্থ মামলা কাকে বলে সেই বিষয়ে পড়াশোনা করে আসুন আইনজীবী । একইসঙ্গে ভবিষ্যতে তিনি যাতে এমন মামলা না-করতে পারেন, সেজন্য তাঁর মামলা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা হাইকোর্ট ।

এই মামলাটির পরই বনধ সংক্রান্ত মামলার শুনানি ছিল । এই মামলাটিও দায়ের করেন সঞ্জয় দাস । গতকাল সন্ধ্যায় জরুরি ভিত্তিতে এই মামলা তিনি দায়ের করেছিলেন । প্রধান বিচারপতি মামলাটি দেখার পর সঙ্গে সঙ্গে বাতিল করেন ।

কলকাতা, 28 অগস্ট: বনধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ মামলা শুনলেনই না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ।

মামলাকারী সঞ্জয় দাস এর আগে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে আবেদন জানিয়েছিলেন । সেই জন্য প্রধান বিচারপতি সঞ্জয় দাসকে 50 হাজার টাকা জরিমানাও করেছেন । ভবিষ্যতে তিনি আর কোনও জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি ।

গতকাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ গোটা রাজ্যজুড়ে বনধ ডেকেছে বিজেপি । তার বিরোধিতা করে আজ মামলা করেন সঞ্জয় দাস নামে এক ব্যক্তি । প্রধান বিচারপতি এদিন মামলার শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, "আমি মামলা শুনবই না । মামলা খারিজ করে দিচ্ছি জরিমান-সহ ।"

বনধ সংক্রান্ত মামলাটির শুনানির ঠিক আগেই পেশায় আইনজীবী সঞ্জয় দাসের অন্য একটি মামলা ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চেই ৷ কয়েক মাস আগে পুলিশি সক্রিয়তা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি মামলা সরাতে আবেদন জানিয়েছিলেন সঞ্জয় দাস । কারণ সঞ্জয় দাসের বক্তব্য ছিল, বিচারপতি অমৃতা সিনহার স্বামী, যিনি পেশায় একজন আইনজীবী, তিনি তাঁর প্রভাব খাটিয়ে সল্টলেকের একটি সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় প্রচুর টাকা নিয়েছেন । যদিও সেই অভিযোগ আদালতে টেকেনি । মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে শীর্ষ আদালত ।

সেই মামলাটি এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠলে ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি মামলাকারীকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । প্রধান বিচারপতি মামলাকারীকে বলেন, আগে জনস্বার্থ মামলা কাকে বলে সেই বিষয়ে পড়াশোনা করে আসুন আইনজীবী । একইসঙ্গে ভবিষ্যতে তিনি যাতে এমন মামলা না-করতে পারেন, সেজন্য তাঁর মামলা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা হাইকোর্ট ।

এই মামলাটির পরই বনধ সংক্রান্ত মামলার শুনানি ছিল । এই মামলাটিও দায়ের করেন সঞ্জয় দাস । গতকাল সন্ধ্যায় জরুরি ভিত্তিতে এই মামলা তিনি দায়ের করেছিলেন । প্রধান বিচারপতি মামলাটি দেখার পর সঙ্গে সঙ্গে বাতিল করেন ।

Last Updated : Aug 28, 2024, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.