কলকাতা, 24 এপ্রিল: 'টেট পরীক্ষার প্রশ্ন ভুল' মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল কলকাতা হাইকোর্ট ৷ প্রাথমিকের এই টেট পরীক্ষাটি 2017 সালে হয়েছিল ৷ টেট পরীক্ষার বাংলা, এনভায়রনমেন্ট সায়েন্স-সহ বিভিন্ন বিষয়ে 21টি ভুল প্রশ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বুধবার এই অভিযোগ খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ বিশ্বভারতীর উপাচার্য তাঁর পছন্দ মতো সদস্যদের নিয়ে কমিটি গড়তে পারবেন ৷ সেই কমিটি এই ভুল প্রশ্ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ 11 জুন এই মামলার পরবর্তী শুনানি ৷
তবে তার আগে প্রাথমিক শিক্ষা সংসদকে ফের বিতর্কিত উত্তর খতিয়ে দেখতে হবে ৷ প্রশ্ন নিয়ে সংসদের বিশেষজ্ঞদের ও মামলাকারীদের মতামত ওই প্রশ্নের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের কাছে পাঠাতে হবে ৷ অন্যদিকে, বিশ্বভারতীর কমিটি সব দিক পর্যালোচনা করে এক মাসের মধ্যে সঠিক উত্তর কী হওয়া উচিত, সেই ব্যাপারে তাদের মতামত দেবে ৷
11 জুন পরবর্তী শুনানিতে আদালত সেই রিপোর্ট দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে ৷ উল্লেখ্য 2017 সালের টেট পরীক্ষায় 21টি প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ বা সংশয় রয়েছে ৷ সেই দাবিতে এই মামলা দায়ের হয়েছিল ৷
এদিন মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "আমাদের দাবি, মোট 21টি প্রশ্নের উত্তরে ভুল রয়েছে ৷ সেখানে বোর্ড বলছে একটা অপশনের কথা, আমাদের মনে হচ্ছে আরেকটি অপশন সঠিক ৷ তাহলে কীভাবে নম্বর দেওয়া হবে ? 2014 সালেও 6টি প্রশ্নের উত্তরে ভুল ছিল ৷ সেখানে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের রিপোর্ট পাওয়ার পর হাইকোর্ট প্রার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ ফের বিশ্বভারতীর উপাচার্যকেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে এব্যাপারে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পরীক্ষার্থীদের কীভাবে নম্বর দেওয়া হয় সেটাই লক্ষ্যণীয় ৷"
2022 সালের টেট পরীক্ষাতেও প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ সোমবারই কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় 26 হাজার জনের চাকরি বাতিল করেছে ৷
আরও পড়ুন: