ETV Bharat / state

প্রোমোটারকে বাঁচাতে লঘু ধারায় এফআইআর! আইসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের - HIGH COURT ON POLICE PERSONNEL

প্রোমোটারের সঙ্গে শাসকদলের যোগসাজশ থাকায় তাঁর বিরুদ্ধে এফআইআরে লঘু ধারা প্রয়োগ করা হয়েছে ৷ নিউটাউন থানার ওসিকে নিয়ে কড়া নির্দেশ দিল আদালত ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 8:28 PM IST

কলকাতা, 14 নভেম্বর: প্রোমোটারকে বাঁচাতে চেয়েছেন নিউটাউন থানার আইসি! এবার তাঁর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি, বুধবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

মামলাকারীর অভিযোগ, বিধাননগরের নারায়ণপুর থানা এলাকায় তাঁর তিন কাঠা জমি হঠাৎ দখল হয়ে যায় ৷ সেই জমিতে বোর্ড লাগিয়ে জমি বিক্রি নেই বলে রটিয়েও দেওয়া হয় ৷ সেখানে রাতারাতি সাইকেল গ্যারেজ গড়ে ওঠে ৷ জমির মালিক বাধা দিতে গেলে প্রোমোটার তাঁকে মারধর করেন ৷ এমনকী হুমকি দিয়ে এলাকা ছাড়াও করেন বলে অভিযোগ ৷ তিনি বিষয়টি নিয়ে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর বেশ কিছু দুষ্কৃতী রাজারহাট থানা এলাকায় তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় ৷

প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় এফআইআর করায় প্রশ্নের মুখে নিউ টাউন থানার পুলিশ আধিকারিক (ইটিভি ভারত)

এই ঘটনায় রাজারহাট নিউটাউন থানায় নতুন অভিযোগ দায়ের হয় ৷ হামলাকারীদের তরফেও পাল্টা অভিযোগ দায়ের হয় থানায় ৷ এই অবস্থায় বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করেন জমির মালিক ৷ এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন ৷ পুলিশ আদালতে মামলার যে রিপোর্ট পেশ করে, তাতে অসন্তুষ্ট হন বিচারপতি ৷ তিনি ফের এদিন রিপোর্ট তলব করেন ৷

আদালত কী বলল?

পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিউটাউন থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ পাশাপাশি মামলাকারীকে নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছেন ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঘটনায় পুলিশের পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করেছেন ৷ এমনকী পুলিশ আধিকারিককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন ৷ না-হলে আদালত পদক্ষেপ করবে বলে জানান ৷ বিধাননগর পুলিশ কমিশনারকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নিউটাউন থানার আইসি'র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে আগামী শুনানিতে তা জানাতে হবে আদালতকে ৷ একই সঙ্গে আগামিদিনে বিভাগীয় ডিসিকে মামলাকারীর অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতেও হবে আদালতে ৷

মামলাকারীর আইনজীবী কী বলছেন?

মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "মামলাকারী নিজেদের জমিতে বাড়ি করার অনুমতি পান ৷ কিন্তু লোকাল প্রোমোটার সেই জমি দখল করে নেয় ৷ ইট ছুড়ে মারে মামলাকারীকে ৷ ইটের আঘাতে তার নাক ফেটে রক্তপাত হয় ৷ এর বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর করা হলে অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করা হয় ৷ কারণ, তার সঙ্গে শাসকদলের সঙ্গে যোগসাজশ রয়েছে ৷"

তিনি আরও বলেন, "বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী ৷ এর আগে বিচারপতি পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন ৷ কিন্তু নিউটাউন থানার আইসি যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি ফের রিপোর্ট তলব করেছিলেন ৷ আজ দেখা যায় ফের সেই রিপোর্টই আদালতে দেওয়া হয় ৷ সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে বিচারপতি নির্দেশ দিয়েছেন, নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে ৷ এই বিষয়ে 12 ডিসেম্বর আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে এই ঘটনায় পুলিশ কমিশনার কী পদক্ষেপ করেছেন তাও জানাতে হবে আদালতকে ।"

কলকাতা, 14 নভেম্বর: প্রোমোটারকে বাঁচাতে চেয়েছেন নিউটাউন থানার আইসি! এবার তাঁর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি, বুধবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।

মামলাকারীর অভিযোগ, বিধাননগরের নারায়ণপুর থানা এলাকায় তাঁর তিন কাঠা জমি হঠাৎ দখল হয়ে যায় ৷ সেই জমিতে বোর্ড লাগিয়ে জমি বিক্রি নেই বলে রটিয়েও দেওয়া হয় ৷ সেখানে রাতারাতি সাইকেল গ্যারেজ গড়ে ওঠে ৷ জমির মালিক বাধা দিতে গেলে প্রোমোটার তাঁকে মারধর করেন ৷ এমনকী হুমকি দিয়ে এলাকা ছাড়াও করেন বলে অভিযোগ ৷ তিনি বিষয়টি নিয়ে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর বেশ কিছু দুষ্কৃতী রাজারহাট থানা এলাকায় তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায় ৷

প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় এফআইআর করায় প্রশ্নের মুখে নিউ টাউন থানার পুলিশ আধিকারিক (ইটিভি ভারত)

এই ঘটনায় রাজারহাট নিউটাউন থানায় নতুন অভিযোগ দায়ের হয় ৷ হামলাকারীদের তরফেও পাল্টা অভিযোগ দায়ের হয় থানায় ৷ এই অবস্থায় বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করেন জমির মালিক ৷ এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন ৷ পুলিশ আদালতে মামলার যে রিপোর্ট পেশ করে, তাতে অসন্তুষ্ট হন বিচারপতি ৷ তিনি ফের এদিন রিপোর্ট তলব করেন ৷

আদালত কী বলল?

পুলিশের জমা দেওয়া রিপোর্ট দেখার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিউটাউন থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷ পাশাপাশি মামলাকারীকে নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছেন ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঘটনায় পুলিশের পদক্ষেপের চূড়ান্ত সমালোচনা করেছেন ৷ এমনকী পুলিশ আধিকারিককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন ৷ না-হলে আদালত পদক্ষেপ করবে বলে জানান ৷ বিধাননগর পুলিশ কমিশনারকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নিউটাউন থানার আইসি'র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে আগামী শুনানিতে তা জানাতে হবে আদালতকে ৷ একই সঙ্গে আগামিদিনে বিভাগীয় ডিসিকে মামলাকারীর অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতেও হবে আদালতে ৷

মামলাকারীর আইনজীবী কী বলছেন?

মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "মামলাকারী নিজেদের জমিতে বাড়ি করার অনুমতি পান ৷ কিন্তু লোকাল প্রোমোটার সেই জমি দখল করে নেয় ৷ ইট ছুড়ে মারে মামলাকারীকে ৷ ইটের আঘাতে তার নাক ফেটে রক্তপাত হয় ৷ এর বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর করা হলে অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করা হয় ৷ কারণ, তার সঙ্গে শাসকদলের সঙ্গে যোগসাজশ রয়েছে ৷"

তিনি আরও বলেন, "বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী ৷ এর আগে বিচারপতি পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন ৷ কিন্তু নিউটাউন থানার আইসি যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি ফের রিপোর্ট তলব করেছিলেন ৷ আজ দেখা যায় ফের সেই রিপোর্টই আদালতে দেওয়া হয় ৷ সেই জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে বিচারপতি নির্দেশ দিয়েছেন, নিউটাউন থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে ৷ এই বিষয়ে 12 ডিসেম্বর আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে এই ঘটনায় পুলিশ কমিশনার কী পদক্ষেপ করেছেন তাও জানাতে হবে আদালতকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.