ETV Bharat / state

85 হাজারে হয় না, 10 লাখ করে দিন; দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যকে খোঁচা হাইকোর্টের - Cal HC on Durga Puja Grant - CAL HC ON DURGA PUJA GRANT

Cal HC on Durga Puja Grant: দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে রাজ্যকে বিঁধলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ অনুদানের হিসেব দেওয়া সংক্রান্ত মামলায় তিনি বলেন, 85 হাজারে হয় না, আপনারা 10 লাখ করে দিন ৷

ETV BHARAT
দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যকে খোঁচা হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 2:12 PM IST

Updated : Sep 23, 2024, 2:33 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে দেওয়া অনুদান নিয়ে রাজ্যকে বিঁধলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ ক্লাবপিছু রাজ্য সরকার যে পুজোর অনুদান দেয়, তা নিয়ে বিদ্রুপের সুরে তিনি বলেন, "85 হাজারে হয় না ৷ আপনারা 10 লক্ষ টাকা করে দিন ৷" অনুদানের খরচের হিসাব পুজো কমিটিগুলি ঠিকঠাক দিচ্ছে কি না, তা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অ্যাডভোকেট জেনারেলকে কটাক্ষের সুরে বলেন, "85 হাজারে হয় না । আপনারা 10 লক্ষ টাকা করে দিন ৷" তিনি আরও বলেন, রাজ্য ইতিমধ্যেই টাকা বিলি করে ফেলেছে, ঠিক আছে । কিন্তু বহুক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না । যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের যে মাসিক ভাতা দেওয়া হয়, তা পর্যাপ্ত নয় । সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন । এরকম বহু বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে, সেগুলোও রাজ্যের বিবেচনা করা উচিত ।

এদিন আইনজীবী নন্দিনী মিত্র মামলাকারীর তরফে বলেন, সিএজি রিপোর্ট অন্তত আদালতে পেশ করতে নির্দেশ দিক আদালত । আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে জনগণের টাকা খরচের কোনও হিসেব দেখানো হয় না । কোনও পুজো কমিটি তাদের টাকা খরচের কোনও হিসেব দেয়নি বিগত বছরগুলিতে । এ ব্যাপারে সিএজিকে খরচের হিসেব খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত । আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, "প্রত্যেক বছর পাবলিক মানি অপচয় করা হচ্ছে দুর্গাপুজো কমিটিগুলিকে দিয়ে । অবিলম্বে তা বন্ধ করা দরকার ।"

উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের সব পুজো কমিটিকে এ বছর 85 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে । আগে ক্লাবপিছু দেওয়া হত 75 হাজার টাকা । আগামী বছর এই টাকার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি । এর আগেও তিনি আদালতে মামলা করে দাবি করেছিলেন যে, জনগণের টাকা এইভাবে পুজোয় অনুদান দেওয়া যায় না । একইসঙ্গে টাকা কীভাবে খরচ করা হয়, তা খতিয়ে দেখতে আর্জি জানিয়েছিলেন তিনি ।

হাইকোর্ট আগেই সিএজিকে টাকা খরচের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল । কিন্তু রাজ্য সেই রিপোর্ট আদালতে সময়মতো পেশ করেনি বলে অভিযোগ ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে দেওয়া অনুদান নিয়ে রাজ্যকে বিঁধলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ ক্লাবপিছু রাজ্য সরকার যে পুজোর অনুদান দেয়, তা নিয়ে বিদ্রুপের সুরে তিনি বলেন, "85 হাজারে হয় না ৷ আপনারা 10 লক্ষ টাকা করে দিন ৷" অনুদানের খরচের হিসাব পুজো কমিটিগুলি ঠিকঠাক দিচ্ছে কি না, তা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অ্যাডভোকেট জেনারেলকে কটাক্ষের সুরে বলেন, "85 হাজারে হয় না । আপনারা 10 লক্ষ টাকা করে দিন ৷" তিনি আরও বলেন, রাজ্য ইতিমধ্যেই টাকা বিলি করে ফেলেছে, ঠিক আছে । কিন্তু বহুক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না । যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের যে মাসিক ভাতা দেওয়া হয়, তা পর্যাপ্ত নয় । সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন । এরকম বহু বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে, সেগুলোও রাজ্যের বিবেচনা করা উচিত ।

এদিন আইনজীবী নন্দিনী মিত্র মামলাকারীর তরফে বলেন, সিএজি রিপোর্ট অন্তত আদালতে পেশ করতে নির্দেশ দিক আদালত । আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে জনগণের টাকা খরচের কোনও হিসেব দেখানো হয় না । কোনও পুজো কমিটি তাদের টাকা খরচের কোনও হিসেব দেয়নি বিগত বছরগুলিতে । এ ব্যাপারে সিএজিকে খরচের হিসেব খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত । আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, "প্রত্যেক বছর পাবলিক মানি অপচয় করা হচ্ছে দুর্গাপুজো কমিটিগুলিকে দিয়ে । অবিলম্বে তা বন্ধ করা দরকার ।"

উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের সব পুজো কমিটিকে এ বছর 85 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে । আগে ক্লাবপিছু দেওয়া হত 75 হাজার টাকা । আগামী বছর এই টাকার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি । এর আগেও তিনি আদালতে মামলা করে দাবি করেছিলেন যে, জনগণের টাকা এইভাবে পুজোয় অনুদান দেওয়া যায় না । একইসঙ্গে টাকা কীভাবে খরচ করা হয়, তা খতিয়ে দেখতে আর্জি জানিয়েছিলেন তিনি ।

হাইকোর্ট আগেই সিএজিকে টাকা খরচের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল । কিন্তু রাজ্য সেই রিপোর্ট আদালতে সময়মতো পেশ করেনি বলে অভিযোগ ।

Last Updated : Sep 23, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.