ETV Bharat / state

নিট-পরীক্ষায় প্রাপ্ত নম্বর 718, 719 ! হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট - CALCUTTA HIGH COURT ON NEET RESULT

Calcutta High Court on NEET result: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট । এনটিএ-কে আগামী 10 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 11:36 AM IST

কলকাতা, 8 জুন: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা 'নিট'এ প্রাপ্ত নম্বর নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট । এই পরীক্ষার নম্বর সংক্রান্ত একটি মামলায় 10 দিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)র কাছে এই বিষয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ । বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ হলফনামায় এজেন্সিকে তাদের বক্তব্য জানতে চেয়েছে ।

মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয় মোট 720 নম্বরে ৷ প্রতিটি প্রশ্নের নম্বর 4 ৷ মামলাকারীদের দাবি, নিটের ফলে দেখা যাচ্ছে 718 বা 719 নম্বর পেয়েছেন বহু পরীক্ষার্থী ৷ প্রতি প্রশ্নের নম্বর 4 হলে কীভাবে এই নম্বর পান পরীক্ষার্থীরা? এই বিষয়েই এনটিএ-র বক্তব্য জানতে চেয়েছে কলকাতার উচ্চ আদালত ৷

উল্লেখ্য, আগামী জুলাই মাস থেকে নিটের কাউন্সেলিং শুরু হবে ৷ ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলার রায়ের উপর কাউন্সেলিংয়ের ফলাফল নির্ভর করছে। আদালতের নির্দেশ, কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কীভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধাতালিকা তৈরি হয়েছে, তা প্রকাশ করতে হবে এনটিএ-কে ৷ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের তথ্য প্রকাশ করা যাবে না ।

উল্লেখ্য, গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফল । এদিকে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, "বিজেপি দেশের যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে । অন্যান্য পরীক্ষার মতোই নিট পরীক্ষাতেও প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়া, দূর্নীতি হয়েছে ।" কংগ্রেসের প্রশ্ন, কীভাবে 67 জন প্রথম স্থানাধিকারী 720-এর মধ্যে 720 নম্বর পান ? নিটের ফলাফলে একটি সেন্টার থেকেই পরীক্ষা দেওয়া 8 জন পরীক্ষার্থী 720-তে 720 পেয়েছেন । সেই নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷

কলকাতা, 8 জুন: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা 'নিট'এ প্রাপ্ত নম্বর নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট । এই পরীক্ষার নম্বর সংক্রান্ত একটি মামলায় 10 দিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)র কাছে এই বিষয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ । বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ হলফনামায় এজেন্সিকে তাদের বক্তব্য জানতে চেয়েছে ।

মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয় মোট 720 নম্বরে ৷ প্রতিটি প্রশ্নের নম্বর 4 ৷ মামলাকারীদের দাবি, নিটের ফলে দেখা যাচ্ছে 718 বা 719 নম্বর পেয়েছেন বহু পরীক্ষার্থী ৷ প্রতি প্রশ্নের নম্বর 4 হলে কীভাবে এই নম্বর পান পরীক্ষার্থীরা? এই বিষয়েই এনটিএ-র বক্তব্য জানতে চেয়েছে কলকাতার উচ্চ আদালত ৷

উল্লেখ্য, আগামী জুলাই মাস থেকে নিটের কাউন্সেলিং শুরু হবে ৷ ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলার রায়ের উপর কাউন্সেলিংয়ের ফলাফল নির্ভর করছে। আদালতের নির্দেশ, কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কীভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধাতালিকা তৈরি হয়েছে, তা প্রকাশ করতে হবে এনটিএ-কে ৷ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের তথ্য প্রকাশ করা যাবে না ।

উল্লেখ্য, গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফল । এদিকে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, "বিজেপি দেশের যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে । অন্যান্য পরীক্ষার মতোই নিট পরীক্ষাতেও প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়া, দূর্নীতি হয়েছে ।" কংগ্রেসের প্রশ্ন, কীভাবে 67 জন প্রথম স্থানাধিকারী 720-এর মধ্যে 720 নম্বর পান ? নিটের ফলাফলে একটি সেন্টার থেকেই পরীক্ষা দেওয়া 8 জন পরীক্ষার্থী 720-তে 720 পেয়েছেন । সেই নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.