কলকাতা, 5 সেপ্টেম্বর: ধর্মতলায় বিজেপির অবস্থান বিক্ষোভের মেয়াদ বৃদ্ধি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 16 সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা এই কর্মসূচি করতে পারবে বলে নির্দেশ হাইকোর্টের।
বৃহস্পতিবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আপত্তি করেছিলেন বিজেপির কর্মসূচি নিয়ে ৷ তিনি অভিযোগ করেন, এই মুহূর্তে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার যেখানে বিজেপি কর্মসূচি করছে সেখানে যানজট সৃষ্টি হচ্ছে গত 7 দিন ধরে বলে। কিন্তু, বিচারপতি রাজ্যের আপত্তি সত্ত্বেও বিজেপিকে তাদের ধরনা কর্মসূচি করতে অনুমতি দিয়েছেন। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ এর আগে নির্দেশ দিয়েছিলেন 29 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করতে পারবে বিজেপি।
ওই নির্দেশে আরও বলা হয়, ধরনায় উপস্থিত থাকতে পারবে এক হাজারের মতো লোক। 20x30 ফুটের স্টেজ করতে পারবে। শান্তিপূর্ণ অবস্থান করতে পারবে তারা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন ধরনা করতে পারবে তারা। সেই নির্দেশই বহাল থাকবে। অন্য আর একটি মামলায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদের বাইক নিয়ে মিছিলের আবেদন জানিয়েছিল একটি সংস্থা। বাগবাজারের নিবেদিতা হাউস থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা।
আগামী 8 সেপ্টেম্বর সকাল 9টা থেকে কর্মসূচি করতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু, বাইক মিছিলের অনুমতি দিল না আদালত। পুলিশ জানায়, সাধারণ মিছিলে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাইক মিছিলে সম্মতি নেই। পুলিশের সেই প্রস্তাবে সায় দিয়েছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশে জানিয়েছেন, পায়ে হেঁটে মিছিল করতে আদালত অনুমতি দিচ্ছে। কোনও বাইক ব্যবহার করা যাবে না।