ETV Bharat / state

27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে অনুমতি হাইকোর্টের - RG Kar Doctor Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 6:53 PM IST

Nabanna Abhijan protesting RG Kar Incident: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে 27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।

ETV BHARAT
27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের অনুমতি হাইকোর্টের (নিজস্ব চিত্র)

কলকাতা, 23 অগস্ট: আগামী 27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে ।

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আগামী 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ ৷ তবে এই কর্মসূচির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি । তাঁর পাশাপাশি রাজ্য সরকারের তরফেও নবান্ন অভিযানের বিরোধিতা করা হয় ।

শুক্রবার এই মামলার শুনানিতে মামলাকারী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবী জয়দীপ কর বলেন, "নবান্ন অভিযান করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ।" তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অভিযান হলে দ্বিতীয় হুগলি সেতু পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে । ফলে হাওড়ার লোকজন সেদিন কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে অত্যন্ত সমস্যায় পড়বেন । প্রশাসনের বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত বলে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এপ্রসঙ্গে আদালতকে জানান, সমাজ মাধ্যমে একটি পোস্টের ভিত্তিতে এই অভিযানের কথা জানা যাচ্ছে । কারা কীভাবে এই মিছিল করবে সেবিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি ।

তবে দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি হরীশ ট্যান্ডন বলেন, "সুপ্রিম কোর্ট জানিয়েই দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিল বা প্রতিবাদ কেউ করতেই পারে । তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশকে করতেই হবে ।" একথা বলে ওই দিন নবান্ন অভিযানের অনুমতি দেয় আদালত ৷

কলকাতা, 23 অগস্ট: আগামী 27 অগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে ।

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আগামী 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ ৷ তবে এই কর্মসূচির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি । তাঁর পাশাপাশি রাজ্য সরকারের তরফেও নবান্ন অভিযানের বিরোধিতা করা হয় ।

শুক্রবার এই মামলার শুনানিতে মামলাকারী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবী জয়দীপ কর বলেন, "নবান্ন অভিযান করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ।" তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অভিযান হলে দ্বিতীয় হুগলি সেতু পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে । ফলে হাওড়ার লোকজন সেদিন কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে অত্যন্ত সমস্যায় পড়বেন । প্রশাসনের বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত বলে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এপ্রসঙ্গে আদালতকে জানান, সমাজ মাধ্যমে একটি পোস্টের ভিত্তিতে এই অভিযানের কথা জানা যাচ্ছে । কারা কীভাবে এই মিছিল করবে সেবিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি ।

তবে দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি হরীশ ট্যান্ডন বলেন, "সুপ্রিম কোর্ট জানিয়েই দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিল বা প্রতিবাদ কেউ করতেই পারে । তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশকে করতেই হবে ।" একথা বলে ওই দিন নবান্ন অভিযানের অনুমতি দেয় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.