কলকাতা, 1 এপ্রিল: সন্দেশখালিতে রাজ্য পুলিশের এক আইপিএস আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এই ঘটনায় বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার ৷ এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি জানিয়েছেন, তিনি এই মামলা শুনতে পারবেন না ৷
কিন্তু, কেন ? আইনজীবী মহলের একাংশের মতে, এক্ষেত্রে আইনি জটিলতা এবং অন্য বেঞ্চের বিচারপতির রায়ে হস্তক্ষেপ করতে হতে পারে ৷ উল্লেখ্য, 2022 সালে বিচারপতি রাজা শেখর মান্থা বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের উপর স্থগিতাদেশ দেন ৷ প্রায় 26টি এফআইআরে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ একই সঙ্গে নির্দেশে বলা হয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে ৷
এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের নির্দেশ বহাল রেখে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় ৷ পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল ৷ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরে যে স্থগিতাদেশ রয়েছে, তা প্রত্যাহার করা আর্জি জানিয়েছিলেন এক ব্যক্তি ৷ কিন্তু, প্রধান বিচারপতিও সেই মামলা শোনেননি ৷
বিচারপতির মামলা থেকে সরে যাওয়ায় অবশ্যই একাধিক প্রশ্ন উঠেছে ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অশান্ত সন্দেশখালিতে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু ৷ সেখানে রাস্তায় বসে প্রতিবাদ দেখান তিনি ৷ অভিযোগ সেই সময় এক শিখ ধর্মাবলম্বি আইপিএস আধিকারিককে শুভেন্দু 'খালিস্তানি' বলেছিলেন ৷ যদিও, সেই অভিযোগ বিরোধী দলনেতা অস্বীকার করেছেন ৷ তবে, রাজ্য সরকার এই অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করতে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ৷ এবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি থেকে সরে গেলেন ব্যক্তিগত কারণে ৷
আরও পড়ুন: