কলকাতা, 1 অক্টোবর: কলকাতা হাইকোর্টে ডিভিসি নিয়ে জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ৷ জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চেয়ে অধীর চৌধুরীর আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ৷ সেই আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি অধীরের আইনজীবীকে দুর্গাপুজোর ছুটির পর মামলা দায়ের করার প্রস্তাব দিয়েছেন ৷
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বন্যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন ৷ তিনি বলেন, ডিভিসি রাজ্য সরকারের প্রতিনিধিদের অন্ধকারে রেখে বাঁধের জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ আর সেই যুক্তিতে মালদা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়া বন্যাকে 'ম্যান মেড বন্যা' বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতার এই অভিযোগের উপযুক্ত তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার আবেদন জানান অধীর চৌধুরী ৷
অধীর তাঁর আবেদনে উল্লেখ করেন, 1984 সালে তৈরি ডিভিসি-র নিয়মে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, তাদের বোর্ডে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একজন করে প্রতিনিধি থাকবেন ৷ বর্তমানে রাজ্য থেকে মোট 2 জন প্রতিনিধি ছিলেন ৷ কিন্তু, গতমাসে জলছাড়ার পর, সেই দুই প্রতিনিধিকে ডিভিসি-র বোর্ড থেকে সরিয়ে নেয় রাজ্য সরকার ৷ সাধারণ মানুষের স্বার্থে ডিভিসি বোর্ডে প্রতিনিধি থাকা প্রয়োজন ৷ প্রতিনিধিদের অনুপস্থিতিতে যদি ডিভিসি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তার দায় কার ?
এই ইস্যুতে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করে শুনানির আর্জি জানিয়েছিলেন অধীর চৌধুরীর আইনজীবী ৷ কিন্তু, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেননি ৷ পুজোর পর মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছেন তাঁরা ৷ উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, রাজ্য সরকারকে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷