তিন আসনেই জয়ী তৃণমূল ৷ মানিকতলাতেও বড় ব্যবধানে জয়ের পথে সুপ্তি পাণ্ডে ৷
Live Updates: চার আসনেই জয়ী তৃণমূল, বিধানসভায় আরও শক্তি বাড়ল শাসকদলের - WB Bypoll Results - WB BYPOLL RESULTS
Published : Jul 13, 2024, 9:08 AM IST
|Updated : Jul 13, 2024, 1:31 PM IST
চার আসনের উপনির্বাচনের ফলাফল । গত লোকসভা নির্বাচনে এই চার আসনেই অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে একমাত্র মানিকতলা আসনে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল । এবার প্রত্যেক আসনেই বিপুল ভোটে জিতে নিল তৃণমূল ৷ লোকসভা ভোটের পর ফের রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷
LIVE FEED
তৃণমূলের জয়জয়কার
রানাঘাট দক্ষিণে জিতলেন মুকুটমণি
- প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ।
বাগদায় জয়ী মধুপর্ণা
- বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
তৃণমূলের জয়জয়কার
চার আসনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা ভোটের পর ফের ভরাডুবি বিজেপির ৷
ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে
- বাগদা বিধানসভা উপ-নির্বাচনে 11 রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 30081 ভোটে এগিয়ে ।
জয়ের পথে মধুপর্ণা
- বাগদা বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 26967 ভোটে এগিয়ে ।
জয়ের পথে কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী 49536 ভোটে এগিয়ে ।
এগিয়ে কৃষ্ণ, উৎসব শুরু রায়গঞ্জে
প্রায় 30 হাজার ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী ৷ অকাল হোলি শুরু রায়গঞ্জে ৷
ষষ্ঠ রাউন্ড শেষে...
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে 31287 ভোটে
- তৃণমূল কংগ্রেস: 51678
- বিজেপি: 20391
- কংগ্রেস: 13107
এগোচ্ছেন মুকুটমণি
- ষষ্ঠ রাউন্ড শেষে প্রায় 20 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী । ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হতেই সবুজ আবিরের ঝড় ৷ উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ।
ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে
মানিকতলায় 20818 ভোটে এগিয়ে তৃণমূল ৷
আরও এগোলেন মধুপর্ণা
বাগদায় পঞ্চম রাউন্ডে 12444 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।
এগিয়ে মধুপর্ণা
বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
আরও এগোলেন কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃতীয় রাউন্ড শেষে 16095 ভোটে এগিয়ে ।
তৃণমূল কংগ্রেস: 28311
বিজেপি: 12216
কংগ্রেস: 5863
মানিকতলায় এগিয়ে সাধন-জায়া
- দ্বিতীয় রাউন্ডের শেষে 2251 ভোটে এগিয়ে সুপ্তি পাণ্ডে ৷
রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল
- দ্বিতীয় রাউন্ডের শেষে 2 হাজার 161 ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷
বাগদায় এগিয়ে তৃণমূল
- বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে দুশো’র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
এগিয়ে কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় রাউন্ড 6772 ভোটে এগিয়ে ।
প্রাপ্ত ভোট
তৃণমূল কংগ্রেস: 10066
বিজেপি: 3394
কংগ্রেস: 2185
কোথায় কত রাউন্ড গণনা ?
- রায়গঞ্জ কেন্দ্রে রয়েছে দু’টি গণনা রুম ৷ এই কেন্দ্রে 10 রাউন্ড গণনা হবে।
- রানাঘাট দক্ষিণে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 11 রাউন্ড গণনা হবে ।
- বাগদা কেন্দ্রে দু’টি গণনা রুম রয়েছে ৷ 13 রাউন্ড গণনা হতে পারে ।
- মানিকতলা বিধানসভা কেন্দ্রে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 20 রাউন্ড গণনা হবে ।
- বর্তমানে ইভিএম ও পোস্টাল ব্যালট গণনা চলছে।
নিরাপত্তা
- গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে রয়েছে 144 ধারা । প্রথম স্তরে অর্থাৎ বাইরের দিকে রয়েছে জেলা পুলিশ। মাঝে রয়েছে রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।
উত্তরবঙ্গের এক বিধায়ক বলেন...
‘‘উপনির্বাচনে শাসক পেশি শক্তি দেখালেও শেষ হাসি হাসবে বিজেপিই । লোকসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, উপনির্বাচন হওয়া 4 আসনের মধ্যে 3 আসনেই সাধারণ মানুষ বিজেপিকে দু’হাত তুলে সমর্থন জানিয়েছে । আশা করছি একই ধারা বজায় থাকবে উপনির্বাচন হওয়া বিধানসভাগুলিতেও ।’’
রিজু দত্তের কথায়...
‘‘এবার উপনির্বাচনে চার আসনেই জিতবে শাসক দল । বিজেপি’র ফল কার্যত চার শূন্য হতে চলেছে ।’’
চার আসনের উপনির্বাচনের ফলাফল । গত লোকসভা নির্বাচনে এই চার আসনেই অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে একমাত্র মানিকতলা আসনে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল । এবার প্রত্যেক আসনেই বিপুল ভোটে জিতে নিল তৃণমূল ৷ লোকসভা ভোটের পর ফের রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷
LIVE FEED
তৃণমূলের জয়জয়কার
তিন আসনেই জয়ী তৃণমূল ৷ মানিকতলাতেও বড় ব্যবধানে জয়ের পথে সুপ্তি পাণ্ডে ৷
রানাঘাট দক্ষিণে জিতলেন মুকুটমণি
- প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ।
বাগদায় জয়ী মধুপর্ণা
- বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
তৃণমূলের জয়জয়কার
চার আসনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা ভোটের পর ফের ভরাডুবি বিজেপির ৷
ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে
- বাগদা বিধানসভা উপ-নির্বাচনে 11 রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 30081 ভোটে এগিয়ে ।
জয়ের পথে মধুপর্ণা
- বাগদা বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 26967 ভোটে এগিয়ে ।
জয়ের পথে কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী 49536 ভোটে এগিয়ে ।
এগিয়ে কৃষ্ণ, উৎসব শুরু রায়গঞ্জে
প্রায় 30 হাজার ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী ৷ অকাল হোলি শুরু রায়গঞ্জে ৷
ষষ্ঠ রাউন্ড শেষে...
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে 31287 ভোটে
- তৃণমূল কংগ্রেস: 51678
- বিজেপি: 20391
- কংগ্রেস: 13107
এগোচ্ছেন মুকুটমণি
- ষষ্ঠ রাউন্ড শেষে প্রায় 20 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী । ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হতেই সবুজ আবিরের ঝড় ৷ উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ।
ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে
মানিকতলায় 20818 ভোটে এগিয়ে তৃণমূল ৷
আরও এগোলেন মধুপর্ণা
বাগদায় পঞ্চম রাউন্ডে 12444 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।
এগিয়ে মধুপর্ণা
বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
আরও এগোলেন কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃতীয় রাউন্ড শেষে 16095 ভোটে এগিয়ে ।
তৃণমূল কংগ্রেস: 28311
বিজেপি: 12216
কংগ্রেস: 5863
মানিকতলায় এগিয়ে সাধন-জায়া
- দ্বিতীয় রাউন্ডের শেষে 2251 ভোটে এগিয়ে সুপ্তি পাণ্ডে ৷
রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল
- দ্বিতীয় রাউন্ডের শেষে 2 হাজার 161 ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷
বাগদায় এগিয়ে তৃণমূল
- বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে দুশো’র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷
এগিয়ে কৃষ্ণ কল্যাণী
- রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় রাউন্ড 6772 ভোটে এগিয়ে ।
প্রাপ্ত ভোট
তৃণমূল কংগ্রেস: 10066
বিজেপি: 3394
কংগ্রেস: 2185
কোথায় কত রাউন্ড গণনা ?
- রায়গঞ্জ কেন্দ্রে রয়েছে দু’টি গণনা রুম ৷ এই কেন্দ্রে 10 রাউন্ড গণনা হবে।
- রানাঘাট দক্ষিণে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 11 রাউন্ড গণনা হবে ।
- বাগদা কেন্দ্রে দু’টি গণনা রুম রয়েছে ৷ 13 রাউন্ড গণনা হতে পারে ।
- মানিকতলা বিধানসভা কেন্দ্রে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 20 রাউন্ড গণনা হবে ।
- বর্তমানে ইভিএম ও পোস্টাল ব্যালট গণনা চলছে।
নিরাপত্তা
- গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে রয়েছে 144 ধারা । প্রথম স্তরে অর্থাৎ বাইরের দিকে রয়েছে জেলা পুলিশ। মাঝে রয়েছে রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।
উত্তরবঙ্গের এক বিধায়ক বলেন...
‘‘উপনির্বাচনে শাসক পেশি শক্তি দেখালেও শেষ হাসি হাসবে বিজেপিই । লোকসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, উপনির্বাচন হওয়া 4 আসনের মধ্যে 3 আসনেই সাধারণ মানুষ বিজেপিকে দু’হাত তুলে সমর্থন জানিয়েছে । আশা করছি একই ধারা বজায় থাকবে উপনির্বাচন হওয়া বিধানসভাগুলিতেও ।’’
রিজু দত্তের কথায়...
‘‘এবার উপনির্বাচনে চার আসনেই জিতবে শাসক দল । বিজেপি’র ফল কার্যত চার শূন্য হতে চলেছে ।’’