ETV Bharat / state

Live Updates: চার আসনেই জয়ী তৃণমূল, বিধানসভায় আরও শক্তি বাড়ল শাসকদলের - WB Bypoll Results

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 9:08 AM IST

Updated : Jul 13, 2024, 1:31 PM IST

bypolls result
শুরু হল উপনির্বাচনের ভোট গণনা (ইটিভি ভারত)

চার আসনের উপনির্বাচনের ফলাফল । গত লোকসভা নির্বাচনে এই চার আসনেই অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে একমাত্র মানিকতলা আসনে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল । এবার প্রত্যেক আসনেই বিপুল ভোটে জিতে নিল তৃণমূল ৷ লোকসভা ভোটের পর ফের রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷

LIVE FEED

1:02 PM, 13 Jul 2024 (IST)

তৃণমূলের জয়জয়কার

তিন আসনেই জয়ী তৃণমূল ৷ মানিকতলাতেও বড় ব্যবধানে জয়ের পথে সুপ্তি পাণ্ডে ৷

তৃণমূলের জয়জয়কার (ইটিভি ভারত)

12:50 PM, 13 Jul 2024 (IST)

রানাঘাট দক্ষিণে জিতলেন মুকুটমণি

  • প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ।

12:50 PM, 13 Jul 2024 (IST)

বাগদায় জয়ী মধুপর্ণা

  • বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

12:14 PM, 13 Jul 2024 (IST)

তৃণমূলের জয়জয়কার

চার আসনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা ভোটের পর ফের ভরাডুবি বিজেপির ৷

11:53 AM, 13 Jul 2024 (IST)

ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে

  • বাগদা বিধানসভা উপ-নির্বাচনে 11 রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 30081 ভোটে এগিয়ে ।
ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে (ইটিভি ভারত)

11:48 AM, 13 Jul 2024 (IST)

জয়ের পথে মধুপর্ণা

  • বাগদা বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 26967 ভোটে এগিয়ে ।

11:41 AM, 13 Jul 2024 (IST)

জয়ের পথে কৃষ্ণ কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী 49536 ভোটে এগিয়ে ।

11:28 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে কৃষ্ণ, উৎসব শুরু রায়গঞ্জে

প্রায় 30 হাজার ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী ৷ অকাল হোলি শুরু রায়গঞ্জে ৷

কৃষ্ণ কল্যাণীর বক্তব্য (ইটিভি ভারত)

11:04 AM, 13 Jul 2024 (IST)

ষষ্ঠ রাউন্ড শেষে...

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে 31287 ভোটে

  • তৃণমূল কংগ্রেস: 51678
  • বিজেপি: 20391
  • কংগ্রেস: 13107

10:29 AM, 13 Jul 2024 (IST)

এগোচ্ছেন মুকুটমণি

  • ষষ্ঠ রাউন্ড শেষে প্রায় 20 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী । ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হতেই সবুজ আবিরের ঝড় ৷ উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ।

10:24 AM, 13 Jul 2024 (IST)

ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে

মানিকতলায় 20818 ভোটে এগিয়ে তৃণমূল ৷

ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে (ইটিভি ভারত)

10:23 AM, 13 Jul 2024 (IST)

আরও এগোলেন মধুপর্ণা

বাগদায় পঞ্চম রাউন্ডে 12444 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।

9:50 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে মধুপর্ণা

বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

9:42 AM, 13 Jul 2024 (IST)

আরও এগোলেন কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃতীয় রাউন্ড শেষে 16095 ভোটে এগিয়ে ।

তৃণমূল কংগ্রেস: 28311

বিজেপি: 12216

কংগ্রেস: 5863

9:33 AM, 13 Jul 2024 (IST)

মানিকতলায় এগিয়ে সাধন-জায়া

  • দ্বিতীয় রাউন্ডের শেষে 2251 ভোটে এগিয়ে সুপ্তি পাণ্ডে ৷

9:28 AM, 13 Jul 2024 (IST)

রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল

  • দ্বিতীয় রাউন্ডের শেষে 2 হাজার 161 ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷

9:24 AM, 13 Jul 2024 (IST)

বাগদায় এগিয়ে তৃণমূল

  • বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে দুশো’র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

9:21 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে কৃষ্ণ কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় রাউন্ড 6772 ভোটে এগিয়ে ।

প্রাপ্ত ভোট

তৃণমূল কংগ্রেস: 10066

বিজেপি: 3394

কংগ্রেস: 2185

9:02 AM, 13 Jul 2024 (IST)

কোথায় কত রাউন্ড গণনা ?

  • রায়গঞ্জ কেন্দ্রে রয়েছে দু’টি গণনা রুম ৷ এই কেন্দ্রে 10 রাউন্ড গণনা হবে।
  • রানাঘাট দক্ষিণে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 11 রাউন্ড গণনা হবে ।
  • বাগদা কেন্দ্রে দু’টি গণনা রুম রয়েছে ৷ 13 রাউন্ড গণনা হতে পারে ।
  • মানিকতলা বিধানসভা কেন্দ্রে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 20 রাউন্ড গণনা হবে ।
  • বর্তমানে ইভিএম ও পোস্টাল ব্যালট গণনা চলছে।

9:02 AM, 13 Jul 2024 (IST)

নিরাপত্তা

  • গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে রয়েছে 144 ধারা । প্রথম স্তরে অর্থাৎ বাইরের দিকে রয়েছে জেলা পুলিশ। মাঝে রয়েছে রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।

8:58 AM, 13 Jul 2024 (IST)

উত্তরবঙ্গের এক বিধায়ক বলেন...

‘‘উপনির্বাচনে শাসক পেশি শক্তি দেখালেও শেষ হাসি হাসবে বিজেপিই । লোকসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, উপনির্বাচন হওয়া 4 আসনের মধ্যে 3 আসনেই সাধারণ মানুষ বিজেপিকে দু’হাত তুলে সমর্থন জানিয়েছে । আশা করছি একই ধারা বজায় থাকবে উপনির্বাচন হওয়া বিধানসভাগুলিতেও ।’’

8:57 AM, 13 Jul 2024 (IST)

রিজু দত্তের কথায়...

‘‘এবার উপনির্বাচনে চার আসনেই জিতবে শাসক দল । বিজেপি’র ফল কার্যত চার শূন্য হতে চলেছে ।’’

চার আসনের উপনির্বাচনের ফলাফল । গত লোকসভা নির্বাচনে এই চার আসনেই অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে একমাত্র মানিকতলা আসনে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল । এবার প্রত্যেক আসনেই বিপুল ভোটে জিতে নিল তৃণমূল ৷ লোকসভা ভোটের পর ফের রাজ্যে তৃণমূলের জয়জয়কার ৷

LIVE FEED

1:02 PM, 13 Jul 2024 (IST)

তৃণমূলের জয়জয়কার

তিন আসনেই জয়ী তৃণমূল ৷ মানিকতলাতেও বড় ব্যবধানে জয়ের পথে সুপ্তি পাণ্ডে ৷

তৃণমূলের জয়জয়কার (ইটিভি ভারত)

12:50 PM, 13 Jul 2024 (IST)

রানাঘাট দক্ষিণে জিতলেন মুকুটমণি

  • প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ।

12:50 PM, 13 Jul 2024 (IST)

বাগদায় জয়ী মধুপর্ণা

  • বাগদা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

12:14 PM, 13 Jul 2024 (IST)

তৃণমূলের জয়জয়কার

চার আসনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা ভোটের পর ফের ভরাডুবি বিজেপির ৷

11:53 AM, 13 Jul 2024 (IST)

ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে

  • বাগদা বিধানসভা উপ-নির্বাচনে 11 রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 30081 ভোটে এগিয়ে ।
ইতিহাসের পথে ঠাকুরবাড়ির মেয়ে (ইটিভি ভারত)

11:48 AM, 13 Jul 2024 (IST)

জয়ের পথে মধুপর্ণা

  • বাগদা বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর 26967 ভোটে এগিয়ে ।

11:41 AM, 13 Jul 2024 (IST)

জয়ের পথে কৃষ্ণ কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী 49536 ভোটে এগিয়ে ।

11:28 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে কৃষ্ণ, উৎসব শুরু রায়গঞ্জে

প্রায় 30 হাজার ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী ৷ অকাল হোলি শুরু রায়গঞ্জে ৷

কৃষ্ণ কল্যাণীর বক্তব্য (ইটিভি ভারত)

11:04 AM, 13 Jul 2024 (IST)

ষষ্ঠ রাউন্ড শেষে...

রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে 31287 ভোটে

  • তৃণমূল কংগ্রেস: 51678
  • বিজেপি: 20391
  • কংগ্রেস: 13107

10:29 AM, 13 Jul 2024 (IST)

এগোচ্ছেন মুকুটমণি

  • ষষ্ঠ রাউন্ড শেষে প্রায় 20 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী । ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হতেই সবুজ আবিরের ঝড় ৷ উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে। সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ।

10:24 AM, 13 Jul 2024 (IST)

ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে

মানিকতলায় 20818 ভোটে এগিয়ে তৃণমূল ৷

ক্রমশ এগোচ্ছেন সুপ্তি পাণ্ডে (ইটিভি ভারত)

10:23 AM, 13 Jul 2024 (IST)

আরও এগোলেন মধুপর্ণা

বাগদায় পঞ্চম রাউন্ডে 12444 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ।

9:50 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে মধুপর্ণা

বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডেও এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

9:42 AM, 13 Jul 2024 (IST)

আরও এগোলেন কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃতীয় রাউন্ড শেষে 16095 ভোটে এগিয়ে ।

তৃণমূল কংগ্রেস: 28311

বিজেপি: 12216

কংগ্রেস: 5863

9:33 AM, 13 Jul 2024 (IST)

মানিকতলায় এগিয়ে সাধন-জায়া

  • দ্বিতীয় রাউন্ডের শেষে 2251 ভোটে এগিয়ে সুপ্তি পাণ্ডে ৷

9:28 AM, 13 Jul 2024 (IST)

রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল

  • দ্বিতীয় রাউন্ডের শেষে 2 হাজার 161 ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷

9:24 AM, 13 Jul 2024 (IST)

বাগদায় এগিয়ে তৃণমূল

  • বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে দুশো’র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৷

9:21 AM, 13 Jul 2024 (IST)

এগিয়ে কৃষ্ণ কল্যাণী

  • রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় রাউন্ড 6772 ভোটে এগিয়ে ।

প্রাপ্ত ভোট

তৃণমূল কংগ্রেস: 10066

বিজেপি: 3394

কংগ্রেস: 2185

9:02 AM, 13 Jul 2024 (IST)

কোথায় কত রাউন্ড গণনা ?

  • রায়গঞ্জ কেন্দ্রে রয়েছে দু’টি গণনা রুম ৷ এই কেন্দ্রে 10 রাউন্ড গণনা হবে।
  • রানাঘাট দক্ষিণে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 11 রাউন্ড গণনা হবে ।
  • বাগদা কেন্দ্রে দু’টি গণনা রুম রয়েছে ৷ 13 রাউন্ড গণনা হতে পারে ।
  • মানিকতলা বিধানসভা কেন্দ্রে তিনটি গণনা রুম রয়েছে ৷ এখানে 20 রাউন্ড গণনা হবে ।
  • বর্তমানে ইভিএম ও পোস্টাল ব্যালট গণনা চলছে।

9:02 AM, 13 Jul 2024 (IST)

নিরাপত্তা

  • গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে রয়েছে 144 ধারা । প্রথম স্তরে অর্থাৎ বাইরের দিকে রয়েছে জেলা পুলিশ। মাঝে রয়েছে রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।

8:58 AM, 13 Jul 2024 (IST)

উত্তরবঙ্গের এক বিধায়ক বলেন...

‘‘উপনির্বাচনে শাসক পেশি শক্তি দেখালেও শেষ হাসি হাসবে বিজেপিই । লোকসভা নির্বাচনের ফল থেকেই স্পষ্ট, উপনির্বাচন হওয়া 4 আসনের মধ্যে 3 আসনেই সাধারণ মানুষ বিজেপিকে দু’হাত তুলে সমর্থন জানিয়েছে । আশা করছি একই ধারা বজায় থাকবে উপনির্বাচন হওয়া বিধানসভাগুলিতেও ।’’

8:57 AM, 13 Jul 2024 (IST)

রিজু দত্তের কথায়...

‘‘এবার উপনির্বাচনে চার আসনেই জিতবে শাসক দল । বিজেপি’র ফল কার্যত চার শূন্য হতে চলেছে ।’’

Last Updated : Jul 13, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.