ETV Bharat / state

সীমান্তে বাল্যবিবাহ রুখল বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট - BSF STOPPED CHILD MARRIAGE

BSF Stopped Child Marriage: বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের তৎপরতায় বন্ধ বাল্যবিবাহ ৷ মঙ্গলবার বসিরহাট থানার ঘোজাডাঙা সীমান্ত লাগোয়া পানিতর গ্রামের ঘটনা। বিএসএফ অধিকারিক বলেন, "শোষণ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও বাল্য বিবাহ প্রতিরোধ অন্যতম কাজ।"

BSF Stopped Child Marriage
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 9:05 AM IST

কলকাতা, 21মে: সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বন্ধ হল বাল্যবিবাহ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বাল্যবিবাহ প্রতিরোধ করল বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU)। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাট থানার ঘোজাডাঙা সীমান্ত লাগোয়া পানিতর গ্রামের ঘটনা। নাবালিকার পরিবারকে সতর্কও করা হয়েছে। 18 বছর সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে । বিএসএফ অধিকারিক বলেন, "শোষণ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও বাল্য বিবাহ প্রতিরোধ অন্যতম কাজ।"

সূত্রের খবর, পানিতরের ব্রাহ্মণপাড়া এলাকায় ছাবিনা খাতুনের (নাম পরিবর্তিত) বিবাহের আসর বসেছিল ৷ বিএসএএফের কাছে গোপন সূত্রে খবর আসে সেখানে বাল্য বিবাহের আয়োজন হচ্ছে ৷ এরপরই ওই গ্রামে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী ৷ বসিরহাট পুলিশ এবং কলকাতার সমাজসেবামূলক বেসরকারি সংস্থার (মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার) সহযোগিতায় বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ) নাবালিকা বিয়েতে হস্তক্ষেপ করে ৷ নাবালিকার সঙ্গে কথা বলে তাঁর বক্তব্য শোনে। পরিবারের কোন কোন সদস্য জোর পূর্বক বিয়ে দিচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এরপরই বিয়ে বন্ধ করে দেয় ৷

পাশিপাশি, জোর করে বিয়ে দিলে অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সতর্ক করেন ৷ মেয়েদের বয়স 18 বছর না-হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া উচিত নয় তা নিয়েও সচেতন করেন । তারা নাবালিকাকে বিয়ে দেওয়ার পুুনরায় প্রচেষ্টা চালিয়ে গেলে সম্ভাব্য আইনি পরিণতি কী হতে পারে সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি এবং জনসংযোগ কর্মকর্তা একে আর্য বলেন, "বিএসএফের এই কাজ প্রশংসনীয়।" সীমান্তের দুর্বল ব্যক্তিদের অধিকার রক্ষার প্রতি বিএসএফ এএইচটিইউ-এর অটল প্রতিশ্রুতিকে তুলে ধরেন তিনি। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের বাল্য বিবাহের বিরুদ্ধে তাঁদের অভিযান চলবে বলেও মনে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. সীমান্তে বিএসএফ-পাচারকারীর গুলির লড়াই, মৃত এক; আহত জওয়ান
  2. রাতের অন্ধকারে গরুপাচারের চেষ্টা রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, পালটা গুলিতে জখম বাংলাদেশী

কলকাতা, 21মে: সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বন্ধ হল বাল্যবিবাহ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বাল্যবিবাহ প্রতিরোধ করল বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU)। মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাট থানার ঘোজাডাঙা সীমান্ত লাগোয়া পানিতর গ্রামের ঘটনা। নাবালিকার পরিবারকে সতর্কও করা হয়েছে। 18 বছর সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে । বিএসএফ অধিকারিক বলেন, "শোষণ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও বাল্য বিবাহ প্রতিরোধ অন্যতম কাজ।"

সূত্রের খবর, পানিতরের ব্রাহ্মণপাড়া এলাকায় ছাবিনা খাতুনের (নাম পরিবর্তিত) বিবাহের আসর বসেছিল ৷ বিএসএএফের কাছে গোপন সূত্রে খবর আসে সেখানে বাল্য বিবাহের আয়োজন হচ্ছে ৷ এরপরই ওই গ্রামে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী ৷ বসিরহাট পুলিশ এবং কলকাতার সমাজসেবামূলক বেসরকারি সংস্থার (মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার) সহযোগিতায় বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ) নাবালিকা বিয়েতে হস্তক্ষেপ করে ৷ নাবালিকার সঙ্গে কথা বলে তাঁর বক্তব্য শোনে। পরিবারের কোন কোন সদস্য জোর পূর্বক বিয়ে দিচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এরপরই বিয়ে বন্ধ করে দেয় ৷

পাশিপাশি, জোর করে বিয়ে দিলে অভিভাবকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সতর্ক করেন ৷ মেয়েদের বয়স 18 বছর না-হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া উচিত নয় তা নিয়েও সচেতন করেন । তারা নাবালিকাকে বিয়ে দেওয়ার পুুনরায় প্রচেষ্টা চালিয়ে গেলে সম্ভাব্য আইনি পরিণতি কী হতে পারে সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি এবং জনসংযোগ কর্মকর্তা একে আর্য বলেন, "বিএসএফের এই কাজ প্রশংসনীয়।" সীমান্তের দুর্বল ব্যক্তিদের অধিকার রক্ষার প্রতি বিএসএফ এএইচটিইউ-এর অটল প্রতিশ্রুতিকে তুলে ধরেন তিনি। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের বাল্য বিবাহের বিরুদ্ধে তাঁদের অভিযান চলবে বলেও মনে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. সীমান্তে বিএসএফ-পাচারকারীর গুলির লড়াই, মৃত এক; আহত জওয়ান
  2. রাতের অন্ধকারে গরুপাচারের চেষ্টা রুখতে গিয়ে আক্রান্ত বিএসএফ, পালটা গুলিতে জখম বাংলাদেশী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.