গঙ্গারামপুর, 17 মার্চ: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী পাচারকারীর । এই ঘটনায় শোরগোল গঙ্গারামপুর থানার মল্লিকপুর সীমান্তবর্তীর বিওপি এলাকায় । যদিও এখনও জানা যায়নি মৃত ব্যক্তির নাম পরিচয় । শনিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে ওই ব্যক্তি । বাধা দিলে বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগ এক বাংলাদেশী পাচারকারীর বিরুদ্ধে । আত্মরক্ষার জন্য বিএসএফ গুলি চালালে মৃত্যু হয় ওই পাচারকারীর । বিএসএফের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় । তারপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় ।
এই ঘটনায় বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে শনিবার দুপুরে বালুরঘাটে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন । নির্বাচনের আগে রোহিঙ্গাদের দিয়ে অনুপ্রবেশ করিয়ে শান্ত জেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি । বিএসএফকে অনুমতি দেওয়া আছে এই ধরনের অশান্তি দেখলে তার প্রতিকার অবশ্যই করবে । সেই কারণেই এই ঘটনা বলে দাবি সুকান্ত মজুমদারের ৷
প্রসঙ্গত, 12 মার্চ বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে জলপাইগুড়ি এলাকায় বিএসএফের হাতে প্রথমে আটক হয় এক বাংলাদেশী নাগরিক ৷ অভিযুক্ত হরিয়ানায় মানব অঙ্গ পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে ৷ এরপর স্থানীয় থানা থেকে গ্রেফতার করা হলে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত এ কথা স্বীকারও করে ৷
আরও পড়ুন :