ETV Bharat / state

বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তে বিএসএফ-পড়ুয়া রাখিবন্ধন উৎসব পালন - BSF Students Raksha Bandhan

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 9:36 PM IST

BSF and Students Celebrate Raksha Bandhan: সীমান্ত এবং বিএসএফের কাজকর্ম নিয়ে পড়ুয়াদের জ্ঞান বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হল ৷ আর সেই উপলক্ষ্যে বিএসএফের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করল একদল স্কুল পড়ুয়া ৷ নদিয়ার হৃদয়পুর সীমান্তে বিএসএফের ক্যাম্পে এই উৎসব পালন করা হয় ৷

BSF and Students Celebrate Raksha Bandhan
সীমান্তে বিএসএফ ও পড়ুয়াদের রাখিবন্ধন উৎসব পালন ৷ (নিজস্ব চিত্র)

নদিয়া, 10 অগস্ট: কাঁটাতারের ওপারে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ ঠিক সেই সময়ে কাঁটাতারের এপারে অর্থাৎ, ভারতীয় ভূখণ্ডে দেখা গেল সৌভ্রতৃত্বের ছবি ৷ বিএসএফের সঙ্গে রাখিবন্ধন উৎসবে সামিল হল একদল স্কুল পড়ুয়া ৷ একে অপরের হাতে রাখি বেঁধে বিশ্বাস, ভরসা ও একে অপরের প্রতি ভালোবাসার বার্তা দিলেন তাঁরা ৷

সীমান্তে রাখিবন্ধ উৎসব পালন (ইটিভি ভারত)

শনিবার নদিয়ার চাপরা থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্তে দেখা গেল সেই দৃশ্য ৷ মূলত, কৃষ্ণনগরের একটি বেসরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সীমান্তবর্তী গ্রামগুলি ঘুরিয়ে দেখানো হয় ৷ সেখানকার মানুষের জীবনযাপন থেকে শুরু করে বিএসএফ কীভাবে দিনরাত সীমান্ত রক্ষা করছে তা পড়ুয়াদের দেখানো হয় ৷ এই সমীক্ষার উপর ভিত্তি করে একটি রিপোর্টও তৈরি করা হবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকা ইন্দিরা সরকার ৷

বিএসএফের ডিআইজি হেডকোয়ার্টার সুজিত কুমার বলেন, "প্রতিবছর বিভিন্ন স্কুলের তরফে আবেদন করা হয় ৷ পড়ুয়াদের সীমান্ত ও এখানকার বাসিন্দাদের জীবনযাত্রা সম্পর্কে জানানোই লক্ষ্য ৷ তাই আমরা মাঝে মধ্যে তাদের অনুমতি দিয়ে থাকি ৷ বিশেষত, 15 অগস্ট ও রাখিবন্ধন উৎসবের সময় এই অনুরোধ বেশি হয় ৷ আমরাও চাই ভবিষ্যৎ প্রজন্ম জানুক, বিএসএফ কী ? ৷ এতে বাহিনীর সম্পর্কে তাদের ধারণা বাড়বে ৷ সঙ্গে সম্মানও বাড়বে ৷ তারা দেশের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে ৷"

উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের কাঁটাতারের ওপাশে বাংলাদেশের ভূখণ্ডে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ হাসিনা সরকারের পতন হয়েছে ৷ বাংলাদেশ অন্তরবর্তী সরকার তৈরি হয়েছে ৷ সবমিলিয়ে এই মুহূর্তে টালমাটাল ওপার বাংলা ৷ সেই আবহে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে তার আঁচ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে ৷ এমনকী বহু বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টাও করছে বলে খবর ৷ এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ ৷ এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আজকের এই রাখিবন্ধন উৎসব, একমুঠো টাটকা বাতাস নিয়ে এল বাহিনীর জন্য ৷

নদিয়া, 10 অগস্ট: কাঁটাতারের ওপারে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ ঠিক সেই সময়ে কাঁটাতারের এপারে অর্থাৎ, ভারতীয় ভূখণ্ডে দেখা গেল সৌভ্রতৃত্বের ছবি ৷ বিএসএফের সঙ্গে রাখিবন্ধন উৎসবে সামিল হল একদল স্কুল পড়ুয়া ৷ একে অপরের হাতে রাখি বেঁধে বিশ্বাস, ভরসা ও একে অপরের প্রতি ভালোবাসার বার্তা দিলেন তাঁরা ৷

সীমান্তে রাখিবন্ধ উৎসব পালন (ইটিভি ভারত)

শনিবার নদিয়ার চাপরা থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্তে দেখা গেল সেই দৃশ্য ৷ মূলত, কৃষ্ণনগরের একটি বেসরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সীমান্তবর্তী গ্রামগুলি ঘুরিয়ে দেখানো হয় ৷ সেখানকার মানুষের জীবনযাপন থেকে শুরু করে বিএসএফ কীভাবে দিনরাত সীমান্ত রক্ষা করছে তা পড়ুয়াদের দেখানো হয় ৷ এই সমীক্ষার উপর ভিত্তি করে একটি রিপোর্টও তৈরি করা হবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকা ইন্দিরা সরকার ৷

বিএসএফের ডিআইজি হেডকোয়ার্টার সুজিত কুমার বলেন, "প্রতিবছর বিভিন্ন স্কুলের তরফে আবেদন করা হয় ৷ পড়ুয়াদের সীমান্ত ও এখানকার বাসিন্দাদের জীবনযাত্রা সম্পর্কে জানানোই লক্ষ্য ৷ তাই আমরা মাঝে মধ্যে তাদের অনুমতি দিয়ে থাকি ৷ বিশেষত, 15 অগস্ট ও রাখিবন্ধন উৎসবের সময় এই অনুরোধ বেশি হয় ৷ আমরাও চাই ভবিষ্যৎ প্রজন্ম জানুক, বিএসএফ কী ? ৷ এতে বাহিনীর সম্পর্কে তাদের ধারণা বাড়বে ৷ সঙ্গে সম্মানও বাড়বে ৷ তারা দেশের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে ৷"

উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের কাঁটাতারের ওপাশে বাংলাদেশের ভূখণ্ডে অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ হাসিনা সরকারের পতন হয়েছে ৷ বাংলাদেশ অন্তরবর্তী সরকার তৈরি হয়েছে ৷ সবমিলিয়ে এই মুহূর্তে টালমাটাল ওপার বাংলা ৷ সেই আবহে সীমান্তে ভারতীয় ভূখণ্ডে তার আঁচ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে ৷ এমনকী বহু বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টাও করছে বলে খবর ৷ এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ ৷ এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আজকের এই রাখিবন্ধন উৎসব, একমুঠো টাটকা বাতাস নিয়ে এল বাহিনীর জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.