কলকাতা, 11মে: আগামী 13 মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। কোনওরকম সমস্যা এড়াতে দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার নিরাপত্তা এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার জন্য কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তত বিএসএফ। নির্বাচনী নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার বিএসএফ এডিজি, ইস্টার্ন কমান্ড মুর্শিদাবাদ এবং নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন ।
ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শনের সময় তিনি নির্দেশ দেন, "বিএসএফের সকল কর্ম-কর্তাকে নিজ নিজ জায়গায় সীমান্তের সংঘটিত অপরাধের উপর কড়া নজর রাখতে হবে। ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করার নির্দেশ দেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ইউনিটের বিএসএফ জওয়ানদের পূর্ণ সততার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবারের সফরের সময়, এডিজি ইস্টার্ন কম্যান্ড রবি গান্ধি, দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি আইপিএস আয়ুষমণি তিওয়ারি, বহরমপুরের আঞ্চলিক সদর দফতর পরিদর্শন করেন। পাশাপাশি বর্ডার এলাকার একাধিক রোড ও পদ্মা নদীর নিকটবর্তী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেইসঙ্গে নদী ভাঙনের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেন। রবি গান্ধি 149 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি কানাপাড়া এবং নির্মলচর পরিদর্শন করেন। এডিজি ইস্টার্ন কম্যান্ড জওয়ানদের সীমান্তের অপরাধ দমনে প্রস্তুত হওয়া ও এই সংক্রান্ত চ্যালেঞ্জগুলির সঙ্গে পরিচয় করিয়েছেন।
এদিনই তিনি সংবেদনশীল সীমান্ত চৌকি হারুডাঙা এলাকা পরিদর্শনে যান। যেখানে তাঁকে ব্যাটালিয়ন কমান্ডাররা অশান্ত এলাকা এবং অবৈধ অনুপ্রবেশ ও কার্যকলাপ প্রতিরোধে গৃহীত জোরালো ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। এছাড়াও রবি গান্ধি 146 এবং 86 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি, মেঘনা এবং শিকারীপুর পরিদর্শন করে অপারেশনাল প্রস্তুতি এবং ব্যবস্থাপনার কৌশলগুলি যত্ন সহকারে মূল্যায়ন করেন।
এদিন সংবাদ মাধ্যমকে বিএসএফ-এর এডিজি ইস্টার্ন কম্যান্ড বলেন, "সীমান্তের নিরাপত্তা এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন কমান্ডের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে।" পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সক্রিয় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন তিনি ৷
আরও পড়ুন: