ETV Bharat / state

উদ্দেশ্যে সাধনে ব্যর্থ চিড়িয়াখানার ব্রেইল বোর্ড ! খামতি যুক্ত বোর্ড নিয়ে প্রশ্ন দৃষ্টিহীনদেরই - Braille Board in Alipore Zoo

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 6:18 PM IST

Braille Board in Alipore Zoo: কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বোর্ড বসানো হয় গত 14 জুলাই ৷ কিন্তু সেই বোর্ড অসম্পূর্ণ বলে অভিযোগ উঠেছে ৷ যাঁদের জন্য় এই ব্যবস্থা করা হয়েছে, তাঁরা বলছেন যে পশু-পাখিদের সম্বন্ধে বলা তো হয়েছে, কিন্তু কোন পশু বা পাখি সম্বন্ধে এই তথ্য তার উল্লেখ নেই ওই বোর্ডে ৷ ফলে আগের মতো অন্যদের সাহায্য় নিয়েই চিড়িয়াখানায় ঘুরতে হচ্ছে দৃষ্টিহীনদের ৷

Braille Board in Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানায় ব্রেইল বোর্ড (নিজস্ব চিত্র)

কলকাতা, 3 অগস্ট: বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীনদের জন্য কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ব্রেইল বোর্ড বসানো হয় । গত 14 জুলাই রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এর উদ্বোধন করেন । দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় ব্রেইল বোর্ড বসানো হয় । কিন্তু, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । নির্দিষ্ট পশু-পাখির বিষয়ে বিস্তারিত তথ্য ওই বোর্ডে থাকলেও কোন পশু-পাখির বিষয়ে তা বলা হচ্ছে, তা ব্রেইল হরফে উল্লেখ নেই । এই কারণেই বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীনদেরই সেই অন্যের সাহায্য নিতে হচ্ছে । তাই তাঁদের কটাক্ষ, "সেই তো পরজীবী হয়ে চিড়িয়াখানা ঘুরতে হবে । উদ্দেশ্যে তো সফল হল না !"

উদ্দেশ্যে সাধনে ব্যর্থ চিড়িয়াখানার ব্রেইল বোর্ড ! খামতি যুক্ত বোর্ড নিয়ে প্রশ্ন দৃষ্টিহীনদেরই (ইটিভি ভারত)

বাঘ, শিপ্পাঞ্জি, জিরাফ মিলিয়ে মোট 20টি পশুপাখির এনক্লোজারের সমানে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । চোখ নিয়ে কাজ করা কলকাতার এক বেসরকারি সংস্থার তরফে এই ব্রেইল বোর্ডগুলো দেওয়া হয়েছে । তাতে প্রত্যেকটিতে একই অবস্থা । এনক্লোজারের সামনে বসানো বোর্ডগুলিতে পশু-পাখির সম্বন্ধে বিস্তারিত তথ্য রয়েছে । কিন্তু, সেটি কোন পশু-পাখি তা 'ব্রেইল হরফে' উল্লেখ করা নেই । ফলে, বোঝাই যাচ্ছে না ওই তথ্যগুলি কোন পশু-পাখির বিষয়ে ।

নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা গৌর হালদার বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন । চিড়িয়াখানায় এই ব্রেইল বোর্ড বসানোতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন । গত 14 জুলাই তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানায় ব্রেইল বোর্ডের উদ্বোধন করা হয় । তিনি ইটিভি ভারত-কে বলেন, "এই বোর্ড পড়ে পশুপাখির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারছি । আগে এই সুযোগ ছিল না । কিন্তু, কোন পশুপাখির খাঁচার সমানে দাঁড়িয়ে আছি, তা জানতে অন্যের সাহায্য নিতে হচ্ছে । পশুপাখি, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কতদিন বাঁচে ইত্যাদি পড়তে পারলেও কোন প্রাণীর বিষয়ে পড়ছি, তা বুঝতে পারছি না । কারণ, ব্রেইল হরফে তা লেখা নেই । আশা রাখি, চিড়িয়াখানা দ্রুত সমস্যার সমাধান করবে ।"

Braille Board in Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানায় জিরাফ (নিজস্ব চিত্র)

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "সমস্যাটি আমরাও খেয়াল করেছি । আসলে আমরা নিজেরা এই বোর্ডগুলি তৈরি করিনি । যে সংস্থা এগুলো দিয়েছে তাঁদেরই ভুল । তবে, আমরা দ্রুত এই সমস্যার সমাধান করবো ।"

উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানায় একশোর কাছাকাছি পশুপাখির খাঁচা বা এনক্লোজার রয়েছে । তার মধ্যে মাত্র 20টিতে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । এই কারণেই মন্ত্রী, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ-সহ বন বিভাগের উপস্থিত আধিকারিকরা ওই বেসরকারি সংস্থাকে বাকি এনক্লোজারের জন্য ব্রেইল বোর্ড ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন ।

কলকাতা, 3 অগস্ট: বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীনদের জন্য কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ব্রেইল বোর্ড বসানো হয় । গত 14 জুলাই রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এর উদ্বোধন করেন । দেশে প্রথম কোনও চিড়িয়াখানায় ব্রেইল বোর্ড বসানো হয় । কিন্তু, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । নির্দিষ্ট পশু-পাখির বিষয়ে বিস্তারিত তথ্য ওই বোর্ডে থাকলেও কোন পশু-পাখির বিষয়ে তা বলা হচ্ছে, তা ব্রেইল হরফে উল্লেখ নেই । এই কারণেই বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীনদেরই সেই অন্যের সাহায্য নিতে হচ্ছে । তাই তাঁদের কটাক্ষ, "সেই তো পরজীবী হয়ে চিড়িয়াখানা ঘুরতে হবে । উদ্দেশ্যে তো সফল হল না !"

উদ্দেশ্যে সাধনে ব্যর্থ চিড়িয়াখানার ব্রেইল বোর্ড ! খামতি যুক্ত বোর্ড নিয়ে প্রশ্ন দৃষ্টিহীনদেরই (ইটিভি ভারত)

বাঘ, শিপ্পাঞ্জি, জিরাফ মিলিয়ে মোট 20টি পশুপাখির এনক্লোজারের সমানে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । চোখ নিয়ে কাজ করা কলকাতার এক বেসরকারি সংস্থার তরফে এই ব্রেইল বোর্ডগুলো দেওয়া হয়েছে । তাতে প্রত্যেকটিতে একই অবস্থা । এনক্লোজারের সামনে বসানো বোর্ডগুলিতে পশু-পাখির সম্বন্ধে বিস্তারিত তথ্য রয়েছে । কিন্তু, সেটি কোন পশু-পাখি তা 'ব্রেইল হরফে' উল্লেখ করা নেই । ফলে, বোঝাই যাচ্ছে না ওই তথ্যগুলি কোন পশু-পাখির বিষয়ে ।

নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা গৌর হালদার বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন । চিড়িয়াখানায় এই ব্রেইল বোর্ড বসানোতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন । গত 14 জুলাই তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানায় ব্রেইল বোর্ডের উদ্বোধন করা হয় । তিনি ইটিভি ভারত-কে বলেন, "এই বোর্ড পড়ে পশুপাখির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারছি । আগে এই সুযোগ ছিল না । কিন্তু, কোন পশুপাখির খাঁচার সমানে দাঁড়িয়ে আছি, তা জানতে অন্যের সাহায্য নিতে হচ্ছে । পশুপাখি, কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কতদিন বাঁচে ইত্যাদি পড়তে পারলেও কোন প্রাণীর বিষয়ে পড়ছি, তা বুঝতে পারছি না । কারণ, ব্রেইল হরফে তা লেখা নেই । আশা রাখি, চিড়িয়াখানা দ্রুত সমস্যার সমাধান করবে ।"

Braille Board in Alipore Zoo
আলিপুর চিড়িয়াখানায় জিরাফ (নিজস্ব চিত্র)

আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "সমস্যাটি আমরাও খেয়াল করেছি । আসলে আমরা নিজেরা এই বোর্ডগুলি তৈরি করিনি । যে সংস্থা এগুলো দিয়েছে তাঁদেরই ভুল । তবে, আমরা দ্রুত এই সমস্যার সমাধান করবো ।"

উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানায় একশোর কাছাকাছি পশুপাখির খাঁচা বা এনক্লোজার রয়েছে । তার মধ্যে মাত্র 20টিতে এই ব্রেইল বোর্ড বসানো হয়েছে । এই কারণেই মন্ত্রী, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ-সহ বন বিভাগের উপস্থিত আধিকারিকরা ওই বেসরকারি সংস্থাকে বাকি এনক্লোজারের জন্য ব্রেইল বোর্ড ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.