ETV Bharat / state

উপনির্বাচনে 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী, হবে ওয়েব কাস্টিংও

শুরু হল মেদিনীপুর উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ৷ 25 তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

MEDINIPUR ASSEMBLY BYELECTION
মেদিনীপুর উপনির্বাচন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 4:01 PM IST

মেদিনীপুর, 18 অক্টোবর: রাজ্যের অন্য় আসনগুলির সঙ্গেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ সেই মর্মে শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ।

এদিনই জেলা নির্বাচনী আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় জানান, এবারে মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীকে 'নো ডিউস সার্টিফিকেট' জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেদিনীপুর উপনির্বাচন (ইটিভি ভারত)

আগামী 13 নভেম্বর ভোট গ্রহণ ৷ ভোটের ফল ঘোষণা 23 নভেম্বর। রাজ্যের আরও পাঁচটি বিধানসভার মতো মেদিনীপুরের উপনির্বাচন প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর নিয়েই মেদিনীপুর বিধানসভা। গতবারে এই বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন বর্তমান সাংসদ জুন মালিয়া। 2024 সালের লোকসভা ভোটে জুন মালিয়া মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটেই সাংসদ হন। ফলে তাঁর আসনটি ফাঁকা হয়। পুজো শেষ হতেই পশ্চিম মেদিনীপুর বিধানসভারও উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

18 অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে 25 অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবারই একগুচ্ছ নির্দেশিকা দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। এদিন রিটার্নিং অফিসার মধুমিতা মুখোপাধ্যায় সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে দেন সাংবাদিকদের হাতে।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 2 লক্ষ 91 হাজার 643 জন। মহিলা ভোটার 1 লক্ষ 48 হাজার 100 জন। পুরুষ ভোটার 1 লক্ষ 43 হাজার 542 জন। এবারে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 304টি। মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা দুটি । সেক্টর 25টি। পুরো বিধানসভায় ঘুরবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম। ওয়েব কাস্টিং, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 100 শতাংশ বুথে।

বয়স 85 বছরের বেশি এমন ভোটার 2607 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন। আগের মতন এবারও VVPAT থাকছে 594টি। এই বিষয়ে সদর মহকুমা শাসক তথা নির্বাচন আধিকারিক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, "আমাদের উপনির্বাচন প্রক্রিয়া শুরু হল 18 তারিখ থেকে। এই নির্বাচন হবে 13 নভেম্বর। তবে এবারে যারা প্রার্থী হবেন তাদের No-Dues সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে হলফনামার সঙ্গে। আমরা পুরোপুরি প্রস্তুত এই নির্বাচনের জন্য।"

মেদিনীপুর, 18 অক্টোবর: রাজ্যের অন্য় আসনগুলির সঙ্গেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে ৷ সেই মর্মে শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ।

এদিনই জেলা নির্বাচনী আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় জানান, এবারে মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীকে 'নো ডিউস সার্টিফিকেট' জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মেদিনীপুর উপনির্বাচন (ইটিভি ভারত)

আগামী 13 নভেম্বর ভোট গ্রহণ ৷ ভোটের ফল ঘোষণা 23 নভেম্বর। রাজ্যের আরও পাঁচটি বিধানসভার মতো মেদিনীপুরের উপনির্বাচন প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর নিয়েই মেদিনীপুর বিধানসভা। গতবারে এই বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন বর্তমান সাংসদ জুন মালিয়া। 2024 সালের লোকসভা ভোটে জুন মালিয়া মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটেই সাংসদ হন। ফলে তাঁর আসনটি ফাঁকা হয়। পুজো শেষ হতেই পশ্চিম মেদিনীপুর বিধানসভারও উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

18 অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে 25 অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবারই একগুচ্ছ নির্দেশিকা দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। এদিন রিটার্নিং অফিসার মধুমিতা মুখোপাধ্যায় সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে দেন সাংবাদিকদের হাতে।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 2 লক্ষ 91 হাজার 643 জন। মহিলা ভোটার 1 লক্ষ 48 হাজার 100 জন। পুরুষ ভোটার 1 লক্ষ 43 হাজার 542 জন। এবারে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 304টি। মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা দুটি । সেক্টর 25টি। পুরো বিধানসভায় ঘুরবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম। ওয়েব কাস্টিং, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 100 শতাংশ বুথে।

বয়স 85 বছরের বেশি এমন ভোটার 2607 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন। আগের মতন এবারও VVPAT থাকছে 594টি। এই বিষয়ে সদর মহকুমা শাসক তথা নির্বাচন আধিকারিক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, "আমাদের উপনির্বাচন প্রক্রিয়া শুরু হল 18 তারিখ থেকে। এই নির্বাচন হবে 13 নভেম্বর। তবে এবারে যারা প্রার্থী হবেন তাদের No-Dues সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে হলফনামার সঙ্গে। আমরা পুরোপুরি প্রস্তুত এই নির্বাচনের জন্য।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.