ETV Bharat / state

কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষের পরদিনই উদ্ধার তাজা বোমা, 'পুরুষশূন্য' গোটা গ্রাম

বৃহস্পতিবার রতুয়ার রামপুর গ্রামে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয় ৷ শুক্রবার ওই গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷

bombs recovered in Ratua
রতুয়ায় তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

মালদা, 25 অক্টোবর: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষের পর পুরুষশূন্য গ্রাম ৷ সেই গ্রাম থেকে একাধিক তাজা বোমা উদ্ধার পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ৷

রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আজ সকালে রামপুর গ্রাম থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ সম্ভবত সংঘর্ষে ব্যবহার করার জন্য বোমাগুলি মজুত করা হয়েছিল ৷ এই ঘটনায় সাদিকুল ইসলাম ও মোস্তাফা শেখকে খোঁজা হচ্ছে ৷ তাঁরা দু'জন এলাকা ছেড়ে পালিয়েছে ৷ গ্রামে তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ পিকেট রয়েছে ৷"

bombs recovered in Ratua
বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে চলল বোমা-গুলি, আহত আট

বৃহস্পতিবার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর গোটা রামপুর এলাকায় পুলিশি টহলদারি জারি রয়েছে ৷ দফায় দফায় চলছে তল্লাশি অভিযান ৷ গ্রেফতারির ভয়ে গ্রামছাড়া কংগ্রেস ও তৃণমূল, দুই দলের নেতা-কর্মীরাই ৷ কার্যত পুরুষশূন্য গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ বোমাগুলি কংগ্রেস ও তৃণমূল নেতার বাড়ির পাশ থেকেই পাওয়া গিয়েছে ৷ তবে দুই নেতাই এখন গ্রাম ছেড়ে পালিয়ে রয়েছেন ৷

bombs recovered in Ratua
বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

গত পঞ্চায়েত নির্বাচনের সময় শুরু হওয়া ঝামেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে রামপুর ৷ কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন দু'পক্ষের আটজন ৷ তাঁদের মধ্যে দু'জন এখনও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ সংঘর্ষে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে ৷ গুলিও চলেছে বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দুপুর থেকেই শুরু হয় পুলিশি ধরপাকড় ৷ গ্রেফতারির ভয়ে তখন থেকেই গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন দু'দলের নেতা-কর্মীরা ৷ এমনকি যাঁরা গতকাল সংবাদমাধ্যমে বক্তব্য রেখেছেন, তাঁরাও গা ঢাকা দিয়েছেন ৷ গ্রামে এখন মূলত মহিলারাই রয়েছেন ৷

bombs recovered in Ratua
পাঁচটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

শুক্রবার ওই গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ এর মধ্যে দুটি বোমা উদ্ধার হয়েছে কংগ্রেস নেতা সাদিকুল ইসলামের বাড়ির পিছন থেকে ৷ বাকি তিনটি বোমা পাওয়া গিয়েছে তৃণমূল নেতা মোস্তাফার বাড়ির পাশ থেকে ৷ তবে দুই নেতাই গতকাল থেকে পলাতক ৷

মালদা, 25 অক্টোবর: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষের পর পুরুষশূন্য গ্রাম ৷ সেই গ্রাম থেকে একাধিক তাজা বোমা উদ্ধার পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ৷

রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আজ সকালে রামপুর গ্রাম থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ সম্ভবত সংঘর্ষে ব্যবহার করার জন্য বোমাগুলি মজুত করা হয়েছিল ৷ এই ঘটনায় সাদিকুল ইসলাম ও মোস্তাফা শেখকে খোঁজা হচ্ছে ৷ তাঁরা দু'জন এলাকা ছেড়ে পালিয়েছে ৷ গ্রামে তল্লাশি অভিযান জারি রয়েছে ৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ পিকেট রয়েছে ৷"

bombs recovered in Ratua
বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে চলল বোমা-গুলি, আহত আট

বৃহস্পতিবার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর গোটা রামপুর এলাকায় পুলিশি টহলদারি জারি রয়েছে ৷ দফায় দফায় চলছে তল্লাশি অভিযান ৷ গ্রেফতারির ভয়ে গ্রামছাড়া কংগ্রেস ও তৃণমূল, দুই দলের নেতা-কর্মীরাই ৷ কার্যত পুরুষশূন্য গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ বোমাগুলি কংগ্রেস ও তৃণমূল নেতার বাড়ির পাশ থেকেই পাওয়া গিয়েছে ৷ তবে দুই নেতাই এখন গ্রাম ছেড়ে পালিয়ে রয়েছেন ৷

bombs recovered in Ratua
বাড়ি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

গত পঞ্চায়েত নির্বাচনের সময় শুরু হওয়া ঝামেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে রামপুর ৷ কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন দু'পক্ষের আটজন ৷ তাঁদের মধ্যে দু'জন এখনও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ সংঘর্ষে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে ৷ গুলিও চলেছে বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দুপুর থেকেই শুরু হয় পুলিশি ধরপাকড় ৷ গ্রেফতারির ভয়ে তখন থেকেই গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন দু'দলের নেতা-কর্মীরা ৷ এমনকি যাঁরা গতকাল সংবাদমাধ্যমে বক্তব্য রেখেছেন, তাঁরাও গা ঢাকা দিয়েছেন ৷ গ্রামে এখন মূলত মহিলারাই রয়েছেন ৷

bombs recovered in Ratua
পাঁচটি তাজা বোমা উদ্ধার (নিজস্ব ছবি)

শুক্রবার ওই গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ এর মধ্যে দুটি বোমা উদ্ধার হয়েছে কংগ্রেস নেতা সাদিকুল ইসলামের বাড়ির পিছন থেকে ৷ বাকি তিনটি বোমা পাওয়া গিয়েছে তৃণমূল নেতা মোস্তাফার বাড়ির পাশ থেকে ৷ তবে দুই নেতাই গতকাল থেকে পলাতক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.