ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষে ভাঙড় হাইস্কুলে বোমা বিস্ফোরণ, আতঙ্কিত পড়ুয়ারা - ভাঙড় হাইস্কুল

Bomb Blast in Bhangar: মঙ্গলবার ছিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা ৷ এই পরীক্ষা শেষে ভাঙড় হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়া থেকে অভিভাবকরা ৷ কলকাতা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

Bomb Blast in Bhangar
ভাঙড় হাইস্কুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 7:33 PM IST

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষে ভাঙড় হাইস্কুলে বোমা বিস্ফোরণ

ভাঙড়, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল । এই স্কুলে এবারে কাঁঠালিয়া হাইস্কুল ও কারবালা হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে । এ দিন স্কুলের বাথরুম থেকে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ ৷ ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা । স্কুলের মধ্যে এমন ঘটনায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা । বোমা বিস্ফোরণের কারণ খুঁজতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলের ছাত্র সাইজাত সিদ্দিকী বলে, "আমি যখন বাথরুমে এসে বোমা দেখতে পাই । আমি তড়িঘড়ি শিক্ষকদের গিয়ে খবরটি দিই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা । পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে ফেটে ওঠে বোমাটি ।" স্থানীয় বাসিন্দা সেলিমা বিবির কথায়, "উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে হঠাতই বিকট আওয়াজ আসে স্কুলের ভেতর থেকে । তারপর শুনতে পাই যে স্কুলের মধ্যে বোমা ফেটেছে ৷ ঘটনাস্থলে পুলিশ আসে । তবে এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত ।"

এ বিষয়ে জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, "ভাঙড় ব্লক পশ্চিমবঙ্গের মিনি পাকিস্তান ৷ এখানে তৃণমূলের নেতাদের নানা কার্যকলাপ চলে । এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে বোমা বন্দুকের রাজনীতিকরণ হয় । বোমা ফ্যাক্টরি থেকে শুরু করে ভাঙড় ব্লক জুড়ে অবস্থিত জঙ্গির ঘাঁটি । প্রশাসনের নজর এড়িয়ে সমস্ত বেআইনি কার্যকলাপ করা হয় । ভাঙড় হাইস্কুলে আজ যে বোমা বিস্ফোরণ ঘটেছে সে আর নতুন কিছু নয় । এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত থাকুক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ ৷ তাই আবেদন জানাই আমরা ।"

আরও পড়ুন:

  1. ভাঙড়ে মহিলাদের বিউটিশিয়ান ও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে লালবাজার
  2. ভাঙড়ে থানা এলাকা পরিদর্শনে কলকাতা পুলিশের নগরপাল ও গোয়েন্দা প্রধান
  3. আরাবুলের গ্রেফতারির পর উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে উদ্ধার বোমা

উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষে ভাঙড় হাইস্কুলে বোমা বিস্ফোরণ

ভাঙড়, 27 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই মঙ্গলবার দুপুরে বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল । এই স্কুলে এবারে কাঁঠালিয়া হাইস্কুল ও কারবালা হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে । এ দিন স্কুলের বাথরুম থেকে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ ৷ ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা । স্কুলের মধ্যে এমন ঘটনায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা । বোমা বিস্ফোরণের কারণ খুঁজতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলের ছাত্র সাইজাত সিদ্দিকী বলে, "আমি যখন বাথরুমে এসে বোমা দেখতে পাই । আমি তড়িঘড়ি শিক্ষকদের গিয়ে খবরটি দিই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা । পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে ফেটে ওঠে বোমাটি ।" স্থানীয় বাসিন্দা সেলিমা বিবির কথায়, "উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে হঠাতই বিকট আওয়াজ আসে স্কুলের ভেতর থেকে । তারপর শুনতে পাই যে স্কুলের মধ্যে বোমা ফেটেছে ৷ ঘটনাস্থলে পুলিশ আসে । তবে এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত ।"

এ বিষয়ে জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, "ভাঙড় ব্লক পশ্চিমবঙ্গের মিনি পাকিস্তান ৷ এখানে তৃণমূলের নেতাদের নানা কার্যকলাপ চলে । এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে বোমা বন্দুকের রাজনীতিকরণ হয় । বোমা ফ্যাক্টরি থেকে শুরু করে ভাঙড় ব্লক জুড়ে অবস্থিত জঙ্গির ঘাঁটি । প্রশাসনের নজর এড়িয়ে সমস্ত বেআইনি কার্যকলাপ করা হয় । ভাঙড় হাইস্কুলে আজ যে বোমা বিস্ফোরণ ঘটেছে সে আর নতুন কিছু নয় । এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত থাকুক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ ৷ তাই আবেদন জানাই আমরা ।"

আরও পড়ুন:

  1. ভাঙড়ে মহিলাদের বিউটিশিয়ান ও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে লালবাজার
  2. ভাঙড়ে থানা এলাকা পরিদর্শনে কলকাতা পুলিশের নগরপাল ও গোয়েন্দা প্রধান
  3. আরাবুলের গ্রেফতারির পর উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে উদ্ধার বোমা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.