ETV Bharat / state

ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি, বিতর্ক হতেই উদ্বোধন বাতিল পুরসভার - Rabindranath Statue Controversy - RABINDRANATH STATUE CONTROVERSY

Rabindranath Statue Controversy: বোলপুর পুরসভার তরফে শান্তিনিকেতনে একটি রবীন্দ্রমূর্তি বসানোর পরিকল্পনা করা হয় ৷ উদ্বোধনের দিনক্ষণও ঘোষণা করা হয় ৷ কিন্তু শান্তিনিকেতনের বাফার জোনে কেন মূর্তি বসবে, সেই প্রশ্ন তোলে বিশ্বভারতী ৷ তাদের যুক্তি, ব্রহ্ম আশ্রম বিশ্বভারতীতে মূর্তি পুজো হয় না ৷ তাই বিতর্ক এড়াতে আপাতত রবীন্দ্র মূর্তির উদ্বোধন বাতিল করা হয়েছে পুরসভার তরফে ৷

Rabindranath Statue Controversy
ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি৷ (ইনসেটে) উদ্বোধনের ফলক৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 8:07 PM IST

বোলপুর, 27 জুলাই: কবিগুরুর শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে বিতর্ক ৷ 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় 15 ফুটের রবীন্দ্রমূর্তি বসিয়েছিল বোলপুর পুরসভা ৷ যা নিয়ে ঘোর আপত্তি তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতীর যুক্তি, ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তিপুজো হয় না । স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই প্রকাশ্যে । সেখানে কীভাবে রাজ্য সরকার বাফার জোনে রবীন্দ্রমূর্তি বসায় ? বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক হতেই তড়িঘড়ি বিশেষ কারণ দিয়ে মূর্তি উন্মোচন বন্ধ করে দিল বোলপুর পুরসভা । এই মূর্তি উন্মোচনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর ।

ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি, বিতর্ক হতেই উদ্বোধন বাতিল পুরসভার (ইটিভি ভারত)

বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "ওখানে আগে একটি ছোট রবীন্দ্রমূর্তি ছিল ৷ এটা বড় করে করা হয়েছিল মাত্র ৷ তবে বিশেষ কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করলাম ৷ পরবর্তীতে দেখা যাবে ।"

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে এখানে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন ৷ পরবর্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ৷ দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সংস্কৃতি, পঠন-পাঠন পদ্ধতি ।

Rabindranath Statue Controversy
ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি (নিজস্ব চিত্র)

তাই 2023 সালের 17 সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় । সদ্য ইউনেস্কোর সদস্যরা বিশ্বভারতী কর্তৃপক্ষর সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড হেরিটেজের সীমানা চিহ্নিত করেন ৷ কিন্তু, দেখা গেল বিশ্বভারতী লাগোয়া কবিগুরু মার্কেটে প্রায় 15 ফুটের একটি রবীন্দ্রমূর্তি বসিয়েছে রাজ্য সরকারের বোলপুর পুরসভা ৷ এই কবিগুরু মার্কেট নিয়েও আপত্তি আছে বিশ্বভারতী । বিশ্ববিদ্যালয় লাগোয়া এই মার্কেটে প্রায় 50টি দোকান রয়েছে । আর এতে নষ্ট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের সৌন্দর্যায়ন । যা নিয়ে 7 জুলাই বীরভূম জেলাশাসককে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

তবে রবীন্দ্রমূর্তি নিয়ে বিশ্বভারতীর আপত্তি, ওয়ার্ল্ড হেরিটেজের বাফার জোনের 100 মিটারের কোর এরিয়ার মধ্যে কীভাবে রবীন্দ্রমূর্তি বসায় রাজ্য সরকার ?

প্রসঙ্গত, বিশ্বভারতীতে প্রকাশ্যে স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই । কারণ, শান্তিনিকেতন আশ্রম মূর্তিপুজো বা ব্যক্তিপুজোর বিরুদ্ধে । ওয়ার্ল্ড হেরিটেজের বাফার জোনে রবীন্দ্রমূর্তি বসানোয় বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক তৈরি হয় ৷ বিতর্ক সামাল দিতে তড়িঘড়ি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করল বোলপুর পুরসভা ৷ 28 জুলাই এই রবীন্দ্রমূর্তি উন্মোচন করার কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের । সেই অনুযায়ী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপিয়ে বিলি করেছিল বোলপুর পুরসভা ৷ সেই অনুষ্ঠান বাতিল করা হয় ৷

Rabindranath Statue Controversy
ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তির উদ্বোধনের ফলক (নিজস্ব চিত্র)

কারণ, এর আগেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কর্তৃপক্ষর সঙ্গে রাজ্য সরকারের সংঘর্ষ চরমে পৌঁছাতে দেখা গিয়েছে । বিশ্বভারতীর জমি দখল করে মার্কেট, কখনও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্তোৎসব বাতিল ঘিরেও সংঘাত দেখা গিয়েছিল ৷ ফের সেই সংঘর্ষ এড়াতেই তড়িঘড়ি রবীন্দ্রমূর্তি উন্মোচন অনুষ্ঠান বাতিল করল প্রশাসন ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন, "শান্তিনিকেতন ও বিশ্বভারতী মূর্তিপুজো ও ব‍্যক্তিপুজোর বিরোধী । এখানে আশ্রম প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ বা বিশ্বভারতী প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি প্রকাশ্য স্থানে নেই । আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনের 100 মিটারের কোর এরিয়ার মধ্যে৷ কীভাবে মূর্তি বসে ।"

যদিও, প্রথমে কবিগুরু মার্কেট কমিটির সভাপতি আমিনুল হুদা বলেন, "আমরা রাজ্য সরকারের জায়গায় রবীন্দ্রনাথকে সম্মান জানাতে মূর্তি বসিয়েছি । পুজো করতে তো নয় ৷ বিশ্বভারতী আগে বাফার জোনের ম্যাপ দেখাক ।"

বোলপুর, 27 জুলাই: কবিগুরুর শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে বিতর্ক ৷ 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় 15 ফুটের রবীন্দ্রমূর্তি বসিয়েছিল বোলপুর পুরসভা ৷ যা নিয়ে ঘোর আপত্তি তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতীর যুক্তি, ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তিপুজো হয় না । স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই প্রকাশ্যে । সেখানে কীভাবে রাজ্য সরকার বাফার জোনে রবীন্দ্রমূর্তি বসায় ? বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক হতেই তড়িঘড়ি বিশেষ কারণ দিয়ে মূর্তি উন্মোচন বন্ধ করে দিল বোলপুর পুরসভা । এই মূর্তি উন্মোচনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর ।

ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি, বিতর্ক হতেই উদ্বোধন বাতিল পুরসভার (ইটিভি ভারত)

বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "ওখানে আগে একটি ছোট রবীন্দ্রমূর্তি ছিল ৷ এটা বড় করে করা হয়েছিল মাত্র ৷ তবে বিশেষ কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করলাম ৷ পরবর্তীতে দেখা যাবে ।"

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে এখানে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন ৷ পরবর্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ৷ দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সংস্কৃতি, পঠন-পাঠন পদ্ধতি ।

Rabindranath Statue Controversy
ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তি (নিজস্ব চিত্র)

তাই 2023 সালের 17 সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় । সদ্য ইউনেস্কোর সদস্যরা বিশ্বভারতী কর্তৃপক্ষর সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড হেরিটেজের সীমানা চিহ্নিত করেন ৷ কিন্তু, দেখা গেল বিশ্বভারতী লাগোয়া কবিগুরু মার্কেটে প্রায় 15 ফুটের একটি রবীন্দ্রমূর্তি বসিয়েছে রাজ্য সরকারের বোলপুর পুরসভা ৷ এই কবিগুরু মার্কেট নিয়েও আপত্তি আছে বিশ্বভারতী । বিশ্ববিদ্যালয় লাগোয়া এই মার্কেটে প্রায় 50টি দোকান রয়েছে । আর এতে নষ্ট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের সৌন্দর্যায়ন । যা নিয়ে 7 জুলাই বীরভূম জেলাশাসককে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

তবে রবীন্দ্রমূর্তি নিয়ে বিশ্বভারতীর আপত্তি, ওয়ার্ল্ড হেরিটেজের বাফার জোনের 100 মিটারের কোর এরিয়ার মধ্যে কীভাবে রবীন্দ্রমূর্তি বসায় রাজ্য সরকার ?

প্রসঙ্গত, বিশ্বভারতীতে প্রকাশ্যে স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই । কারণ, শান্তিনিকেতন আশ্রম মূর্তিপুজো বা ব্যক্তিপুজোর বিরুদ্ধে । ওয়ার্ল্ড হেরিটেজের বাফার জোনে রবীন্দ্রমূর্তি বসানোয় বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক তৈরি হয় ৷ বিতর্ক সামাল দিতে তড়িঘড়ি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করল বোলপুর পুরসভা ৷ 28 জুলাই এই রবীন্দ্রমূর্তি উন্মোচন করার কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের । সেই অনুযায়ী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপিয়ে বিলি করেছিল বোলপুর পুরসভা ৷ সেই অনুষ্ঠান বাতিল করা হয় ৷

Rabindranath Statue Controversy
ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর বাফার জোনে রবীন্দ্রমূর্তির উদ্বোধনের ফলক (নিজস্ব চিত্র)

কারণ, এর আগেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী কর্তৃপক্ষর সঙ্গে রাজ্য সরকারের সংঘর্ষ চরমে পৌঁছাতে দেখা গিয়েছে । বিশ্বভারতীর জমি দখল করে মার্কেট, কখনও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্তোৎসব বাতিল ঘিরেও সংঘাত দেখা গিয়েছিল ৷ ফের সেই সংঘর্ষ এড়াতেই তড়িঘড়ি রবীন্দ্রমূর্তি উন্মোচন অনুষ্ঠান বাতিল করল প্রশাসন ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন, "শান্তিনিকেতন ও বিশ্বভারতী মূর্তিপুজো ও ব‍্যক্তিপুজোর বিরোধী । এখানে আশ্রম প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ বা বিশ্বভারতী প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি প্রকাশ্য স্থানে নেই । আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনের 100 মিটারের কোর এরিয়ার মধ্যে৷ কীভাবে মূর্তি বসে ।"

যদিও, প্রথমে কবিগুরু মার্কেট কমিটির সভাপতি আমিনুল হুদা বলেন, "আমরা রাজ্য সরকারের জায়গায় রবীন্দ্রনাথকে সম্মান জানাতে মূর্তি বসিয়েছি । পুজো করতে তো নয় ৷ বিশ্বভারতী আগে বাফার জোনের ম্যাপ দেখাক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.