কলকাতা, 13 মার্চ: প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ! আর এই অভিযোগে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷ 2012, 2014 ও 2017 সালের পর 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নেও ভুল ছিল ৷ এই অভিযোগে মামলা দায়ের হল হাইকোর্টে ৷ আদালত অবশ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে বুধবার এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে ৷ তা না হলে আদালত নিজেই হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছে ৷
মামলাকারীদের অভিযোগ, 2022 সালের টেট পরীক্ষায় 15টি প্রশ্ন ভুল রয়েছে ৷ কোনও ক্ষেত্রে প্রশ্ন ভুল, কোনও ক্ষেত্রে যে উত্তর পর্ষদ ঠিক করে দিয়েছে, সেগুলি ভুল বলে অভিযোগ করা হয়েছে ৷ এর আগে তিনবার টেট পরীক্ষা হয়েছে ৷ সেখানেও ভুল প্রশ্নের অভিযোগে মামলা হয় ৷
তবে 2014 সালের টেট পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তরে ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, প্রার্থীদের 6 নম্বর দেওয়ার পর তাঁরা যোগ্য বিবেচিত হলে তাঁদের চাকরি দিতে হবে ৷ সেই নম্বর দেওয়া এবং কিছু প্রার্থীকে চাকরি দেওয়াকে কেন্দ্র করেও বেনিয়ম করা হয়েছে দাবি করে ফের হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ শেষ পর্যন্ত পুরো নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যায় এবং এখন নিয়োগ প্রক্রিয়া সিবিআই তদন্তের অধীন ৷
2022 সালের 13 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ পরীক্ষার পরপরই টেটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছিল ৷ যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল ৷ তবে ভবিষ্যতে যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । এদিকে এই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: