জলপাইগুড়ি, 3 জুলাই: সরকারি জমি দখল করে মাছের ভেরি করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে । সেই জমি দখলমুক্ত করে সরকারি বোর্ড লাগাল ব্লক প্রশাসন । জমিতে চলল বুলডোজারও ৷ দখলি জমিতে বেআইনি নির্মাণও ভাঙা হল বুলডোজার দিয়ে ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় ৷
এই বিষয়ে রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় বলেন, "এই জমিটি নিয়ে আমাদের কাছে অভিযোগ ছিল । গাজোলডোবা ভোরের আলো সংলগ্ন এলাকায় 1 একর 33 ডি সরকারি জমি চিহ্নিত করে সরকারের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে । সমস্ত সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জমিতে থাকা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে । রাজগঞ্জ ব্লক জুড়েও আমাদের সরকারি জমি উদ্ধারের কাজ চলছে । ব্লকে যেসব জায়গায় সরকারি জমি দখল করা রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে ।"
তবে ওই জমিটি কার দখলে ছিল তা নিয়ে কোনও কথা বলতে চাননি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক । তিনি জানান, পরবর্তীতে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন শীল শর্মা ওই সরকারি জমি দখল করে ব্যবসা চালাচ্ছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলোর কাছে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ ছিল শিলিগুড়ি পুরনিগমের ওই কাউন্সিলরের বিরুদ্ধে । গত শনিবার প্রশাসনের তরফে সমীক্ষা করে সরকারি জমিটি চিহ্নিত করণ করা হয় ৷ এরপরেই সেই দখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করল ।
যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত তৃণমূল নেতা । রঞ্জন শীল শর্মাকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি । তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "সরকারি জমি যেই দখল করুক কাউকে ছাড়া হবে না । সে যেই হোক না কেন । এই এলাকা শিলিগুড়ি সংলগ্ন হওয়ায় আমাদের চোখের আড়ালে রয়েছে ৷ তাই আমাদের কিছুটা খামতি রয়ে গিয়েছে ৷ ওই এলাকায় ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা ভোটে পিছিয়ে আছি । প্রশাসনকে বলেছি, কেউ অন্যায় করলে কাউকে ছাড়া হবে না । দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না ।"
দখল করা জমি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি বীরেণ মণ্ডল জানান, জমিটি শিলিগুড়ির কাউন্সিলর রঞ্জন শীল শর্মার । তাঁকে দেখাশোনার দায়িত্ব রেখেছেন তিনি । পাঁচ বছর ধরে বীরেণ এখানেই থাকেন । তাঁর কাছ থেকেই সরকারি জমি দখলদারের নাম জানতে পারে ব্লক প্রশাসন ।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার সরকারি জমি দখলের ও অন্যের জমি দখলের অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা দেবশিস প্রামাণিককে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । সেইমতো কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় দখল হয়ে যাওয়া বেশকিছু সরকারি জমি চিহ্নিত করে রাজগঞ্জ ব্লক প্রশাসন । রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় ও অন্যান্য আধিকারিকরা গিয়ে দখলিকৃত জমি উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেয় ।