ETV Bharat / state

বিজেপি কর্মীদের উপর হামলা নবদ্বীপে, কাঠগড়ায় তৃণমূল - Attack on BJP Workers

TMC attack on BJP Workers: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ ৷ হাসপাতালে কর্মীদের দেখতে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা।

Attack on BJP Workers
Attack on BJP Workers
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 2:29 PM IST

বিজেপি কর্মীদের উপর হামলা নবদ্বীপে

নবদ্বীপ, 30 এপ্রিল: বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপে ৷ তিন জন বিজেপি কর্মী গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে তাঁদের দেখতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তৃতীয় দফা ভোটের আগে এই ঘটনায় উত্তপ্ত নবদ্বীপ।

জানা গিয়েছে, তাপস দেবনাথ-সহ তিন বিজেপি কর্মী নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গিয়েছিলেন ৷ অভিযোগ, হঠাৎই তাঁদের উপর একদল দুষ্কৃতী এসে চড়াও হয় এবং লোহার শাবল ও অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তিন জনকে। ঘটনাস্থলে গুরুতর জখম হন তাপস দেবনাথ-সহ তিন বিজেপি কর্মী ৷ এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে ৷ সেখানে দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকেরা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।

এই ঘটনার পরই সোমবার রাতে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, "পরিকল্পিতভাবে বিজেপি কর্মী তাপস দেবনাথ-সহ তিন জনের উপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যেভাবে মারধর করা হয়েছে সেখানে পরিষ্কার তাঁদের প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল ।" তাপস দেবনাথ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের 26 নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন ৷ বর্তমানে তিন নম্বর মণ্ডলের সভাপতি তিনি।

জগন্নাথ সরকারের বিস্ফোরক অভিযোগ, "জেলা হাসপাতালে বিজেপি কর্মীরা যন্ত্রণায় কাতড়ালেও চিকিৎসকেররা সঠিকভাবে চিকিৎসা করছে না, প্রশাসনও এ বিষয়ে নির্বিকার।" অন্যদিকে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় সোমবার রাতে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি । দফায় দফাই চলে এই বিক্ষোভ । যদিও এই ঘটনায় তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

এ বিষয়ে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, "এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি বুঝতে পেরেছে এবারে তাদের হার নিশ্চিত। তাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এইসব কর্মকাণ্ড করছে। বিজেপি যত এই নোংরামো করবে, ততই মানুষ তাদের কাছ থেকে সরে আসবে ।"

আরও পড়ুন:

  1. কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির 12 ঘণ্টা বনধ
  2. উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
  3. হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ! বোমা ফেটেছে, দাবি কুণালের

বিজেপি কর্মীদের উপর হামলা নবদ্বীপে

নবদ্বীপ, 30 এপ্রিল: বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নদিয়ার নবদ্বীপে ৷ তিন জন বিজেপি কর্মী গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে তাঁদের দেখতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তৃতীয় দফা ভোটের আগে এই ঘটনায় উত্তপ্ত নবদ্বীপ।

জানা গিয়েছে, তাপস দেবনাথ-সহ তিন বিজেপি কর্মী নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গিয়েছিলেন ৷ অভিযোগ, হঠাৎই তাঁদের উপর একদল দুষ্কৃতী এসে চড়াও হয় এবং লোহার শাবল ও অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তিন জনকে। ঘটনাস্থলে গুরুতর জখম হন তাপস দেবনাথ-সহ তিন বিজেপি কর্মী ৷ এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে ৷ সেখানে দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকেরা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।

এই ঘটনার পরই সোমবার রাতে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, "পরিকল্পিতভাবে বিজেপি কর্মী তাপস দেবনাথ-সহ তিন জনের উপর হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যেভাবে মারধর করা হয়েছে সেখানে পরিষ্কার তাঁদের প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল ।" তাপস দেবনাথ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের 26 নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন ৷ বর্তমানে তিন নম্বর মণ্ডলের সভাপতি তিনি।

জগন্নাথ সরকারের বিস্ফোরক অভিযোগ, "জেলা হাসপাতালে বিজেপি কর্মীরা যন্ত্রণায় কাতড়ালেও চিকিৎসকেররা সঠিকভাবে চিকিৎসা করছে না, প্রশাসনও এ বিষয়ে নির্বিকার।" অন্যদিকে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের ঘটনায় সোমবার রাতে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি । দফায় দফাই চলে এই বিক্ষোভ । যদিও এই ঘটনায় তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

এ বিষয়ে আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, "এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি বুঝতে পেরেছে এবারে তাদের হার নিশ্চিত। তাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এইসব কর্মকাণ্ড করছে। বিজেপি যত এই নোংরামো করবে, ততই মানুষ তাদের কাছ থেকে সরে আসবে ।"

আরও পড়ুন:

  1. কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির 12 ঘণ্টা বনধ
  2. উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
  3. হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ! বোমা ফেটেছে, দাবি কুণালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.