ETV Bharat / state

মন্দিরবাজারে শ্যুট-আউট, গুলিবিদ্ধ বিজেপি কর্মী; অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Mandirbazar Shootout: সন্দেশখালি এখনও পুরোপুরি শান্ত হয়নি ৷ এর মধ্যে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানা এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটল ৷ গুলিবিদ্ধ যুবক বিজেপি সমর্থিত নির্দল কর্মী বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
মন্দিরবাজারে রাজনৈতিক সংঘর্ষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 1:41 PM IST

Updated : Feb 28, 2024, 2:37 PM IST

মন্দিরবাজার, 28 ফেব্রুয়ারি: বুধের সকালে মন্দিরবাজারে শ্যুট-আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী ৷ সূত্রের খবর, বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের কারণেই এই ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার থানার অন্তর্গত খেলারামপুর ৷ এলাকায় রাতভর বোমাবাজি চলে, গুলি চালানো হয় ৷ সেই সংঘর্ষের ঘটনা চলে বুধবার সকাল পর্যন্ত ৷

তার জেরেই এদিন সকালে গুলিবিদ্ধ হন সাইরাজ মোল্লা (24) নামের এক যুবক ৷ জানা গিয়েছে, ওই যুবকের বুকে একাধিক জায়গায় গুলি লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আহত ওই যুবকের পরিবারের দাবি, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ এদিনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ যুবকের মা বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ তৃণমূল আমাদের টিকিট দেয়নি ৷ তাই আমরা নির্দল হয়ে প্রার্থী হয়েছিলাম ৷ বিজেপি করি বলেই আমাদের উপর এই অত্যাচার করেছে তৃণমূল ৷"

জখম যুবকের রাজনৈতিক পরিচয় তিনি বিজেপি সমর্থিত নির্দল ৷ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় মন্দির বাজার বিশাল পুলিশ বাহিনী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশবাহিনী ৷ এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় অশান্ত করার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই গোষ্ঠী কোন্দল চলছে ৷ তবে তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গণ্ডগোল করেছে ৷ যদিও এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ ৷ অভিযোগ, পালটা অভিযোগে উত্তপ্ত মন্দিরবাজারের খেলারামপুর এলাকা ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল উপপ্রধানকে গুলি করে খুন, এলাকায় উত্তেজনা; অভিযুক্তের বাড়ি ভাঙচুর
  2. নদিয়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

মন্দিরবাজার, 28 ফেব্রুয়ারি: বুধের সকালে মন্দিরবাজারে শ্যুট-আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী ৷ সূত্রের খবর, বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘর্ষের কারণেই এই ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার রাতে রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার থানার অন্তর্গত খেলারামপুর ৷ এলাকায় রাতভর বোমাবাজি চলে, গুলি চালানো হয় ৷ সেই সংঘর্ষের ঘটনা চলে বুধবার সকাল পর্যন্ত ৷

তার জেরেই এদিন সকালে গুলিবিদ্ধ হন সাইরাজ মোল্লা (24) নামের এক যুবক ৷ জানা গিয়েছে, ওই যুবকের বুকে একাধিক জায়গায় গুলি লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আহত ওই যুবকের পরিবারের দাবি, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ এদিনও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে বলে অভিযোগ ৷ গুলিবিদ্ধ যুবকের মা বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ তৃণমূল আমাদের টিকিট দেয়নি ৷ তাই আমরা নির্দল হয়ে প্রার্থী হয়েছিলাম ৷ বিজেপি করি বলেই আমাদের উপর এই অত্যাচার করেছে তৃণমূল ৷"

জখম যুবকের রাজনৈতিক পরিচয় তিনি বিজেপি সমর্থিত নির্দল ৷ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় মন্দির বাজার বিশাল পুলিশ বাহিনী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশবাহিনী ৷ এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করেছে, পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় অশান্ত করার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই গোষ্ঠী কোন্দল চলছে ৷ তবে তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই গণ্ডগোল করেছে ৷ যদিও এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ ৷ অভিযোগ, পালটা অভিযোগে উত্তপ্ত মন্দিরবাজারের খেলারামপুর এলাকা ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল উপপ্রধানকে গুলি করে খুন, এলাকায় উত্তেজনা; অভিযুক্তের বাড়ি ভাঙচুর
  2. নদিয়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
Last Updated : Feb 28, 2024, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.