ETV Bharat / state

'বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায়', আরজি কর কাণ্ডে কটাক্ষ সুকান্তর - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 6:19 PM IST

Updated : Aug 22, 2024, 7:03 PM IST

BJP Swasthya Bhawan Gherao: নারী নির্যাতন, খুন-ধর্ষণ, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উলটোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী নেয় ৷ সেখানেই শুভেন্দু অধিকারীকে আটক করে যে গাড়িতে তোলা হয়েছে পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা।

BJP Swastha Bhaban Abhijan
বিজেপির স্বাস্থ্যভবন অভিযান (নিজস্ব চিত্র)

কলকাতা, 22 অগস্ট: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা ৷ মিছিল শুরুর কিছু পরেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে গাড়িতে তোলা হয় ৷ পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আটক করা হয় বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ৷ আর এরপরই শুভেন্দু অধিকারী পালটা প্রশ্ন তুলেছেন, "সবাইকে স্বাস্থ্য ভবনে যেতে আমাদেরকে বাধা কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি লোকানোর জন্য ?"

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা (ইটিভি ভারত)

বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ-খুন, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উল্টোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী ছিল। আর সেই অভিযান থেকে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ মুখ খুলতে পারে না ৷ তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করানো হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে অনেক অন্যাায় করানো হয়েছে ৷ এই আন্দোলনের সঙ্গে বাংলার দশ কোটি মানুষ আছে ৷ বাংলার মানুষের এই আন্দোলনের পাশে বিজেপি আছে ৷ আমরা অপরাধীর সাজা চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন ৷ তাঁর পদত্যাগ চাইছি ৷ এর থেকে কোনও কম দাবি আমরা মানব না ৷"

বিজেপির মিছিল থেকে এক যোগে এদিন দাবি উঠেছে 'মমতার পদত্যাগ' ৷ সেই মিছিল থেকেই এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এখানে যে পুলিশ আছে তাঁকে বিজেপি চাইলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ৷ আমরা ভাঙচুর করি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় ভাঙচুর করেছিলেন ৷ আমাদের কাছে খবর আছে এই স্বাস্থ্যভবন চালান শ্যামবাবা ৷ কেন তাঁর মেয়ের জন্য পিজি হাসপাতালে পদ তৈরি করতে হয় ৷ কলকাতার পুলিশ কমিশনারের একফোঁচা লজ্জা নেই ৷ তিনি বলেছিলেন বাইরে থেকে কোনও আঘাত লাগেনি ৷ কিন্তু পিএম রিপোর্ট বলছে, 15টি আঘাত ছিল ৷ কেন মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হল সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ৷ গোটা বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় ৷"

তিনি আরও বলেন, "আমি বলছি, আপনি (মুখ্যমন্ত্রী) পদত্যাগ করুন ৷ আমরা স্বাস্থ্যভবন ভাঙব না, অসাধু চক্রকে ভাঙব ৷ কাল বিজেপি রাজ্যের সমস্ত থানায় বিক্ষোভ দেখাবে ৷"

কলকাতা, 22 অগস্ট: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা ৷ মিছিল শুরুর কিছু পরেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে গাড়িতে তোলা হয় ৷ পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আটক করা হয় বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ৷ আর এরপরই শুভেন্দু অধিকারী পালটা প্রশ্ন তুলেছেন, "সবাইকে স্বাস্থ্য ভবনে যেতে আমাদেরকে বাধা কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি লোকানোর জন্য ?"

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা (ইটিভি ভারত)

বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ-খুন, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উল্টোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী ছিল। আর সেই অভিযান থেকে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ মুখ খুলতে পারে না ৷ তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করানো হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে অনেক অন্যাায় করানো হয়েছে ৷ এই আন্দোলনের সঙ্গে বাংলার দশ কোটি মানুষ আছে ৷ বাংলার মানুষের এই আন্দোলনের পাশে বিজেপি আছে ৷ আমরা অপরাধীর সাজা চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন ৷ তাঁর পদত্যাগ চাইছি ৷ এর থেকে কোনও কম দাবি আমরা মানব না ৷"

বিজেপির মিছিল থেকে এক যোগে এদিন দাবি উঠেছে 'মমতার পদত্যাগ' ৷ সেই মিছিল থেকেই এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এখানে যে পুলিশ আছে তাঁকে বিজেপি চাইলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ৷ আমরা ভাঙচুর করি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় ভাঙচুর করেছিলেন ৷ আমাদের কাছে খবর আছে এই স্বাস্থ্যভবন চালান শ্যামবাবা ৷ কেন তাঁর মেয়ের জন্য পিজি হাসপাতালে পদ তৈরি করতে হয় ৷ কলকাতার পুলিশ কমিশনারের একফোঁচা লজ্জা নেই ৷ তিনি বলেছিলেন বাইরে থেকে কোনও আঘাত লাগেনি ৷ কিন্তু পিএম রিপোর্ট বলছে, 15টি আঘাত ছিল ৷ কেন মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হল সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ৷ গোটা বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় ৷"

তিনি আরও বলেন, "আমি বলছি, আপনি (মুখ্যমন্ত্রী) পদত্যাগ করুন ৷ আমরা স্বাস্থ্যভবন ভাঙব না, অসাধু চক্রকে ভাঙব ৷ কাল বিজেপি রাজ্যের সমস্ত থানায় বিক্ষোভ দেখাবে ৷"

Last Updated : Aug 22, 2024, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.