ETV Bharat / state

'বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায়', আরজি কর কাণ্ডে কটাক্ষ সুকান্তর - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

BJP Swasthya Bhawan Gherao: নারী নির্যাতন, খুন-ধর্ষণ, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উলটোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী নেয় ৷ সেখানেই শুভেন্দু অধিকারীকে আটক করে যে গাড়িতে তোলা হয়েছে পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা।

BJP Swastha Bhaban Abhijan
বিজেপির স্বাস্থ্যভবন অভিযান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 6:19 PM IST

Updated : Aug 22, 2024, 7:03 PM IST

কলকাতা, 22 অগস্ট: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা ৷ মিছিল শুরুর কিছু পরেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে গাড়িতে তোলা হয় ৷ পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আটক করা হয় বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ৷ আর এরপরই শুভেন্দু অধিকারী পালটা প্রশ্ন তুলেছেন, "সবাইকে স্বাস্থ্য ভবনে যেতে আমাদেরকে বাধা কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি লোকানোর জন্য ?"

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা (ইটিভি ভারত)

বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ-খুন, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উল্টোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী ছিল। আর সেই অভিযান থেকে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ মুখ খুলতে পারে না ৷ তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করানো হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে অনেক অন্যাায় করানো হয়েছে ৷ এই আন্দোলনের সঙ্গে বাংলার দশ কোটি মানুষ আছে ৷ বাংলার মানুষের এই আন্দোলনের পাশে বিজেপি আছে ৷ আমরা অপরাধীর সাজা চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন ৷ তাঁর পদত্যাগ চাইছি ৷ এর থেকে কোনও কম দাবি আমরা মানব না ৷"

বিজেপির মিছিল থেকে এক যোগে এদিন দাবি উঠেছে 'মমতার পদত্যাগ' ৷ সেই মিছিল থেকেই এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এখানে যে পুলিশ আছে তাঁকে বিজেপি চাইলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ৷ আমরা ভাঙচুর করি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় ভাঙচুর করেছিলেন ৷ আমাদের কাছে খবর আছে এই স্বাস্থ্যভবন চালান শ্যামবাবা ৷ কেন তাঁর মেয়ের জন্য পিজি হাসপাতালে পদ তৈরি করতে হয় ৷ কলকাতার পুলিশ কমিশনারের একফোঁচা লজ্জা নেই ৷ তিনি বলেছিলেন বাইরে থেকে কোনও আঘাত লাগেনি ৷ কিন্তু পিএম রিপোর্ট বলছে, 15টি আঘাত ছিল ৷ কেন মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হল সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ৷ গোটা বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় ৷"

তিনি আরও বলেন, "আমি বলছি, আপনি (মুখ্যমন্ত্রী) পদত্যাগ করুন ৷ আমরা স্বাস্থ্যভবন ভাঙব না, অসাধু চক্রকে ভাঙব ৷ কাল বিজেপি রাজ্যের সমস্ত থানায় বিক্ষোভ দেখাবে ৷"

কলকাতা, 22 অগস্ট: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা ৷ মিছিল শুরুর কিছু পরেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে গাড়িতে তোলা হয় ৷ পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আটক করা হয় বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ৷ আর এরপরই শুভেন্দু অধিকারী পালটা প্রশ্ন তুলেছেন, "সবাইকে স্বাস্থ্য ভবনে যেতে আমাদেরকে বাধা কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি লোকানোর জন্য ?"

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা (ইটিভি ভারত)

বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ-খুন, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উল্টোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী ছিল। আর সেই অভিযান থেকে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ মুখ খুলতে পারে না ৷ তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করানো হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে অনেক অন্যাায় করানো হয়েছে ৷ এই আন্দোলনের সঙ্গে বাংলার দশ কোটি মানুষ আছে ৷ বাংলার মানুষের এই আন্দোলনের পাশে বিজেপি আছে ৷ আমরা অপরাধীর সাজা চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন ৷ তাঁর পদত্যাগ চাইছি ৷ এর থেকে কোনও কম দাবি আমরা মানব না ৷"

বিজেপির মিছিল থেকে এক যোগে এদিন দাবি উঠেছে 'মমতার পদত্যাগ' ৷ সেই মিছিল থেকেই এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এখানে যে পুলিশ আছে তাঁকে বিজেপি চাইলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ৷ আমরা ভাঙচুর করি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় ভাঙচুর করেছিলেন ৷ আমাদের কাছে খবর আছে এই স্বাস্থ্যভবন চালান শ্যামবাবা ৷ কেন তাঁর মেয়ের জন্য পিজি হাসপাতালে পদ তৈরি করতে হয় ৷ কলকাতার পুলিশ কমিশনারের একফোঁচা লজ্জা নেই ৷ তিনি বলেছিলেন বাইরে থেকে কোনও আঘাত লাগেনি ৷ কিন্তু পিএম রিপোর্ট বলছে, 15টি আঘাত ছিল ৷ কেন মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হল সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ৷ গোটা বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় ৷"

তিনি আরও বলেন, "আমি বলছি, আপনি (মুখ্যমন্ত্রী) পদত্যাগ করুন ৷ আমরা স্বাস্থ্যভবন ভাঙব না, অসাধু চক্রকে ভাঙব ৷ কাল বিজেপি রাজ্যের সমস্ত থানায় বিক্ষোভ দেখাবে ৷"

Last Updated : Aug 22, 2024, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.