কলকাতা, 15 এপ্রিল: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত জঙ্গিকে বাংলা থেকে গ্রেফতার করেছে এনআইএ ৷ এই ঘটনায় রাজ্যের মানুষদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ কড়া ভাষায় শাসক শিবিরকে আক্রমণ করে তিনি জানান, 'পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়স্থল' হয়ে উঠেছে ৷ সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা ৷
শশী পাঁজা ঝাঁঝালো ভাষায় প্রশ্ন তোলেন, "আপনি জবাব দিন বাংলার প্রাপ্য অর্থ কেন বন্ধ করা হয়েছে? কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে?" তিনি জানান, বাংলার অর্থ বন্ধ করে বাংলার মানুষকে বঞ্চিত করে এখানে এসে বড় বড় ভাষণ দিচ্ছেন । মন্ত্রী আরও বলেন, "তিনি হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কথা বলছেন।" একইসঙ্গে তিনি পালটা আক্রমণ করে বলেন, "অনুরাগ সিং ঠাকুর বিগত দিনগুলিতে আপনার ঘৃণা এবং বিদ্বেষ ভরা বক্তব্য বাংলা তথা দেশের মানুষ শুনেছে। আপনিও সেই দোষে দোষী। আপনার মুখে এসব কথা মানায় না ।"
উল্লেখ্য, সোমবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে এদিন প্রচারে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বাগডোগরা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটালেও তাদের ঘাঁটি এই বাংলা। শুধু তাই নয়, এই তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করে। রাষ্ট্রদ্রোহী, অত্যাচারী, দুর্নীতিবাজদের সুরক্ষা দেয়। এই রাজ্যের তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। মানুষ আর সে সব মেনে নেবে না। এবারের নির্বাচনে বাংলার মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে। তাঁর এই বক্তব্যের পালটা জবাবে সরকারি অনুদানের টাকা নিয়ে কেন্দ্রীয় বৈষম্য, ভোটের আহবে বিভ্রান্তি ছড়ানো নিয়ে অনুরাগের দিকে আঙুল তোলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷
আরও পড়ুন
1. পরিচয় গোপন রাখতে ট্রেনের বদলে বাসই ভরসা জঙ্গিদের, এনআইএ-র নজরে বেসরকারি পরিবহণ সংস্থা
2. রাজ্যে গজিয়ে উঠেছে আল হিন্দ মডিউলের স্লিপার সেল! ধন্দে গোয়েন্দারা
3. ইডি হেফাজতে জোর করে বয়ান লেখানো হয়েছে, ব্যাঙ্কশাল আদালতে অভিযোগ শেখ শাহজাহানের