ETV Bharat / state

ফিরহাদের ধর্মীয় বিষয়ে মন্তব্য নিয়ে উত্তপ্ত বিধানসভা, মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির - BJP Protests on Firhad Comment - BJP PROTESTS ON FIRHAD COMMENT

BJP Protests on Firhad Comment: একটি অনুষ্ঠানে গিয়ে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ সেই নিয়ে শুক্রবার হইহট্টগোল হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ বিজেপির তরফে বিধানসভার অন্দরে ও বাইরে বিক্ষোভ দেখানো হয় ৷

BJP Protests on Firhad Comment
বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 1:19 PM IST

Updated : Jul 26, 2024, 1:39 PM IST

কলকাতা, 26 জুলাই: ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতর ও বাইরে ৷ ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু সেই প্রস্তাব ও তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ এর পর গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ পরে বিধানসভার বাইরে এসেও এই নিয়ে সরব হন তাঁরা ৷ শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বরখাস্ত করার দাবি তুলেছেন ৷

উল্লেখ্য, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন, সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার রাজ্য বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও এই নিয়ে মুলতবি প্রস্তাব ও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এরপর অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয় প্রধান বিরোধীদল বিজেপি । গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি । এরপরেও বিধানসভার অধিবেশন চালিয়ে যান অধ্যক্ষ ।

এই অবস্থায় বিধানসভার ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করেন বিজেপি বিধায়করা । পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘একটি ধর্মীয় অনুষ্ঠানে সৌজন্যে তিনি মন্ত্রী হিসেবে গিয়েছিলেন । সেখানেই তিনি এই বিতর্কিত কথা বলেছেন । আমরা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছি, ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে । অধ্যক্ষ বললেন, বিষয়টি পড়তেও দেবেন না । সরকার ও বিধানসভার সঙ্গে এটি সম্পর্ক যুক্ত নয় ।’’

বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গিয়েছিলেন মন্ত্রী ও মেয়র হিসাবে । তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন । তারঁ কোনও অধিকার নেই হিন্দু, শিখ, জৈন, পারসিকদের অপমান করার । এই অবস্থায় আমাদের দাবি ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে । তা না হওয়া পর্যন্ত আমরা বাংলাজুড়ে আন্দোলন করব । আজ গীতা মাথায় নিয়ে মানববন্ধন করলাম আমরা । আগামিদিনে রাজপথে দেখা হবে ।’’

এদিকে যাঁকে নিয়ে এই বিক্ষোভ, সেই ফিরহাদ হাকিমকে এ দিন বিধানসভায় পাওয়া যায়নি । এই বিষয়ে তাঁর মতামতও জানা যায়নি ।

কলকাতা, 26 জুলাই: ধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতর ও বাইরে ৷ ফিরহাদের মন্তব্য নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু সেই প্রস্তাব ও তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ এর পর গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ পরে বিধানসভার বাইরে এসেও এই নিয়ে সরব হন তাঁরা ৷ শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বরখাস্ত করার দাবি তুলেছেন ৷

উল্লেখ্য, একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন, সেই ঘটনার উল্লেখ করে শুক্রবার রাজ্য বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যদিও এই নিয়ে মুলতবি প্রস্তাব ও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এরপর অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয় প্রধান বিরোধীদল বিজেপি । গীতা হাতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি । এরপরেও বিধানসভার অধিবেশন চালিয়ে যান অধ্যক্ষ ।

এই অবস্থায় বিধানসভার ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করেন বিজেপি বিধায়করা । পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘একটি ধর্মীয় অনুষ্ঠানে সৌজন্যে তিনি মন্ত্রী হিসেবে গিয়েছিলেন । সেখানেই তিনি এই বিতর্কিত কথা বলেছেন । আমরা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছি, ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে । অধ্যক্ষ বললেন, বিষয়টি পড়তেও দেবেন না । সরকার ও বিধানসভার সঙ্গে এটি সম্পর্ক যুক্ত নয় ।’’

বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গিয়েছিলেন মন্ত্রী ও মেয়র হিসাবে । তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন । তারঁ কোনও অধিকার নেই হিন্দু, শিখ, জৈন, পারসিকদের অপমান করার । এই অবস্থায় আমাদের দাবি ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে । তা না হওয়া পর্যন্ত আমরা বাংলাজুড়ে আন্দোলন করব । আজ গীতা মাথায় নিয়ে মানববন্ধন করলাম আমরা । আগামিদিনে রাজপথে দেখা হবে ।’’

এদিকে যাঁকে নিয়ে এই বিক্ষোভ, সেই ফিরহাদ হাকিমকে এ দিন বিধানসভায় পাওয়া যায়নি । এই বিষয়ে তাঁর মতামতও জানা যায়নি ।

Last Updated : Jul 26, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.