দুর্গাপুর, 24 জুলাই: প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামল ছাগল! পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যদের ছাগলের সঙ্গে তুলনা করে ছাগল হাতে রাস্তায় বসে বিক্ষোভ করলেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বুধবার সকালে এই দৃশ্য চোখে পড়ল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে ৷
প্রশাসক মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিজেপির এই পাঁচটি ছাগল নিয়ে পালটা প্রশ্ন করেন, "ওই পাঁচটি ছাগল কে কে ? নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা আর এই রাজ্যের শুভেন্দু অধিকারী কি?"
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর পাঁচ সদস্যকে 'অপদার্থ' বলেন ৷ পাশাপাশি তাঁদের সরিয়ে সেখানে যোগ্যদের বসানোর কথাও জানিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর সেই কথাকে হাতিয়ার করে বিজেপির তরফে পাঁচটি ছাগল নিয়ে অবস্থান বিক্ষোভ করা হল ৷ অবিলম্বে তাঁদের পদত্যাগ দাবি করেছেন বিজেপির নেতা-কর্মীরা ৷
দুর্গাপুর পুরনিগম প্রশাসক মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ প্রসঙ্গে বলেন, "দিদি আমাদের শাসন করবেন ৷ কয়েকজন এখানে এসেছেন, যাঁদের আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই ৷ সামনে ত্রিপল টাঙিয়ে দোকান আর পিছনে ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে দিয়েছে ৷ গোটা শহরটা নোংরা হয়ে গিয়েছে ৷ পুরনিগমের জলের পাইপ লাইন ফাটিয়ে জল চুরি করে নিচ্ছে ৷ হকাররা ফুটপাতের উপর বসে পড়ছে ৷ শহরে নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা বাড়ছে ৷"
হকার উচ্ছেদ নিয়ে ডেপুটি চেয়ারম্যান বলেন, "আমাদেরও হকার উচ্ছেদ করতে খারাপ লাগছে ৷ কিন্তু শহরের পরিবেশকে তো বাঁচাতে হবে ? এটা ডেঙ্গির সময় ৷" এদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন, পাঁচটি ছাগল তথা পাঁচজন নেতা দুর্গাপুর চালাচ্ছেন ৷ তাঁরা এতটাই অপদার্থ যে, দুর্গাপুরের মানুষদের কোনও পরিষেবা দিতে পারছেন না ৷ তাই আমরা এই তথাকথিত নেতাদের বলতে চাইছি, আপনাদের প্রতীকী নিয়ে এসেছি ৷ এরপর আপনাদের জায়গায় পাঁচটি ছাগল বসিয়ে দেব ৷ ডিএমসিতে আগামিদিনে আমরা ভেড়া চাষ করব ৷ কারণ, এই ছাগলরা দুর্গাপুর চালাতে পারছে না ৷"