ETV Bharat / state

মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, অডিয়ো ভাইরাল হতেই থানায় অভিযোগ বিজেপির - Viral Audio Controversy of Mahua

Mahua Maitra Viral Audio Controversy: অডিয়োয় দেওয়াল দখলের নির্দেশ ৷ কর্মীদের এহেন নির্দেশিকা দেওয়ার অডিয়ো ভাইরাল হতেই বিপাকে মহুয়া মৈত্র ৷ তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে থানায় অভিযোগ জানাল বিজেপি ৷

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:55 PM IST

মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য

কৃষ্ণনগর, 12 মার্চ: "দেওয়াল দখল করে নিন ৷ মধু বা নিমপাতা দিয়ে হলেও ভোট করাতে হবে ৷ 100 শতাংশ প্রশাসনিক ব্যাকআপ পাবেন ৷ আমি কথা দিচ্ছি ৷" এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ আর বিজেপির দাবি, এই অডিয়োর বক্তা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ তাই মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী ।

প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে অভিযোগ জমা নেয় কোতোয়ালি থানার পুলিশ । মূলত দিনকয়েক আগে একটি অডিয়োয় শোনা যায় মহুয়া মৈত্র দলেরই কর্মীদের বলছেন দেওয়াল দখল করে নিন, নিম পাতা দিয়ে হলেও ভোট করাতে হবে । এই অডিয়ো ভাইরাল হওয়ার পরে শুরু হয় রাজনৈতিক তরজা ।

থানায় অভিযোগ জানায় বিজেপি ৷ তাঁদের দাবি, অডিয়োর বক্তা যদি সত্যিই মহুয়া মৈত্র হন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক ৷ তিনি যেন কোনও জায়গা থেকেই নির্বাচনে লড়তে না পারেন ৷ কারণ তাঁর এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে কীভাবে লোকসভা ভোটে সন্ত্রাস চালাবে তৃণমূল । যেখানে একজন মহিলা প্রার্থী তাঁর দলের কর্মীদের এই নির্দেশিকা দিচ্ছেন ।

এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের আরও জানিয়েছে, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে অবিলম্বে তারা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানাবে ৷ প্রয়োজন হলে সত্যতা যাচাইয়ের জন্য ভাইরাল হওয়া অডিয়োর নমুনা পরীক্ষা করতে হবে । যদি সত্যিই মহুয়া মৈত্র এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে অবিলম্বে তার প্রার্থীপদ বাতিল করার আবেদন জানানো হবে । যদিও এই বিষয়ে কথা বলার জন্য মহুয়া মৈত্রর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি ।

এ বিষয়ে তৃণমূলের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন,"হেরে যাওয়া শুধু বিজেপির সময়ের অপেক্ষা । তাই ওরা আতঙ্কে ভুগছে । বাজারে দুর্নাম ছড়ানোর জন্য নিজেরাই এগুলো তৈরি করে ভাইরাল করছে । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।"

আরও পড়ুন :

  1. সুভাষ-সুকান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিয়ো ক্লিপ; অভিযুক্ত পদ্মেরই বিধায়ক
  2. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
  3. তৃণমূল ছাড়া অন্য দলের হোয়াটস অ্যাপ গ্রুপে থাকা যাবে না, ভাইরাল টিএমসিপি নেতার হুমকির অডিয়ো

মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য

কৃষ্ণনগর, 12 মার্চ: "দেওয়াল দখল করে নিন ৷ মধু বা নিমপাতা দিয়ে হলেও ভোট করাতে হবে ৷ 100 শতাংশ প্রশাসনিক ব্যাকআপ পাবেন ৷ আমি কথা দিচ্ছি ৷" এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ আর বিজেপির দাবি, এই অডিয়োর বক্তা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ তাই মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির রাজ্য মুখপাত্র রাজর্ষি লাহিড়ী ।

প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে অভিযোগ জমা নেয় কোতোয়ালি থানার পুলিশ । মূলত দিনকয়েক আগে একটি অডিয়োয় শোনা যায় মহুয়া মৈত্র দলেরই কর্মীদের বলছেন দেওয়াল দখল করে নিন, নিম পাতা দিয়ে হলেও ভোট করাতে হবে । এই অডিয়ো ভাইরাল হওয়ার পরে শুরু হয় রাজনৈতিক তরজা ।

থানায় অভিযোগ জানায় বিজেপি ৷ তাঁদের দাবি, অডিয়োর বক্তা যদি সত্যিই মহুয়া মৈত্র হন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক ৷ তিনি যেন কোনও জায়গা থেকেই নির্বাচনে লড়তে না পারেন ৷ কারণ তাঁর এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে কীভাবে লোকসভা ভোটে সন্ত্রাস চালাবে তৃণমূল । যেখানে একজন মহিলা প্রার্থী তাঁর দলের কর্মীদের এই নির্দেশিকা দিচ্ছেন ।

এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের আরও জানিয়েছে, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ না করলে অবিলম্বে তারা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানাবে ৷ প্রয়োজন হলে সত্যতা যাচাইয়ের জন্য ভাইরাল হওয়া অডিয়োর নমুনা পরীক্ষা করতে হবে । যদি সত্যিই মহুয়া মৈত্র এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে অবিলম্বে তার প্রার্থীপদ বাতিল করার আবেদন জানানো হবে । যদিও এই বিষয়ে কথা বলার জন্য মহুয়া মৈত্রর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি ।

এ বিষয়ে তৃণমূলের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন,"হেরে যাওয়া শুধু বিজেপির সময়ের অপেক্ষা । তাই ওরা আতঙ্কে ভুগছে । বাজারে দুর্নাম ছড়ানোর জন্য নিজেরাই এগুলো তৈরি করে ভাইরাল করছে । এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।"

আরও পড়ুন :

  1. সুভাষ-সুকান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিয়ো ক্লিপ; অভিযুক্ত পদ্মেরই বিধায়ক
  2. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
  3. তৃণমূল ছাড়া অন্য দলের হোয়াটস অ্যাপ গ্রুপে থাকা যাবে না, ভাইরাল টিএমসিপি নেতার হুমকির অডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.