ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে মমতার পদত্যাগের দাবি, বিধানসভায় ধরনা বিজেপি বিধায়কদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

BJP Demands CM Resignation: আরজি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি ৷ এই দাবিতে আজ বিধানসভা প্রাঙ্গণে ধরনায় বসেন বিজেপি বিধায়করা ৷ এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
বিধানসভায় ধরনা বিজেপি বিধায়কদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 3:40 PM IST

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বিজেপি ৷ এই দাবিতে বিধানসভা প্রাঙ্গণে আজ ধরনায় বসেন বিজেপি বিধায়করা । চলে অবস্থান বিক্ষোভ ৷ আর সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন সকালে শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা বিধানসভার সিঁড়িতে ধরনায় বসেন । ধরনা কর্মসূচিতে শুরু থেকেই উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ । ছিলেন দক্ষিণবঙ্গের একাধিক বিধায়কও । এদিন বিজেপি বিধায়কদের একটা অংশ, যাঁরা গতকাল এমএলএ হস্টেলে ছিলেন, তাঁরাই আজ দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিধানসভার সিঁড়িতে ধরনায় বসেন । পরবর্তীতে এই ধরনা কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী ।

তিনি জানান, "আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা স্পিকারের কাছে ধরনা ও অবস্থান কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিলাম । স্পিকারের তরফ থেকে 16 তারিখ আমাদের অনুমতি দেওয়া হয় । কিন্তু অধ্যক্ষের অনুমতির অপেক্ষা না-করে এদিন এই ইস্যুতে আমরা অবস্থান করেছি ।" একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, "আগামী সপ্তাহে একদিন নবান্ন, একদিন স্বাস্থ্যভবন এবং একদিন রাজভবনে যাবেন বিজেপি বিধায়করা । মূলত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে ৷"

ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস পালনেরও এদিন বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা । তিনি বলেন, একদিকে যখন আরজি করে নির্যাতিতা ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে গোটা রাজ্যে শোরগোল, তখন কেক কেটে কন্যাশ্রী দিবস পালন করা হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে । যেখানে উপস্থিত রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী । যখন গোটা রাজ্য প্রতিবাদ করছে, তখন তিন হাজার জনকে নিয়ে উৎসব পালন করছেন মুখ্যমন্ত্রী ।"

তাঁর অভিযোগ, উৎসবে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে । মেনু ঠিক করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী । একদিকে বাংলা ও বাঙালি কাঁদছে । দেশের মানুষও এই প্রতিবাদে সামিল হয়েছে । এই পরিস্থিতিতে উৎসব পালনের তীব্র বিরোধিতা করেন শুভেন্দু ৷ এদিন বিরোধী দলনেতা দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে । দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 14 অগস্ট: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বিজেপি ৷ এই দাবিতে বিধানসভা প্রাঙ্গণে আজ ধরনায় বসেন বিজেপি বিধায়করা । চলে অবস্থান বিক্ষোভ ৷ আর সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন সকালে শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা বিধানসভার সিঁড়িতে ধরনায় বসেন । ধরনা কর্মসূচিতে শুরু থেকেই উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ । ছিলেন দক্ষিণবঙ্গের একাধিক বিধায়কও । এদিন বিজেপি বিধায়কদের একটা অংশ, যাঁরা গতকাল এমএলএ হস্টেলে ছিলেন, তাঁরাই আজ দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিধানসভার সিঁড়িতে ধরনায় বসেন । পরবর্তীতে এই ধরনা কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী ।

তিনি জানান, "আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা স্পিকারের কাছে ধরনা ও অবস্থান কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিলাম । স্পিকারের তরফ থেকে 16 তারিখ আমাদের অনুমতি দেওয়া হয় । কিন্তু অধ্যক্ষের অনুমতির অপেক্ষা না-করে এদিন এই ইস্যুতে আমরা অবস্থান করেছি ।" একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, "আগামী সপ্তাহে একদিন নবান্ন, একদিন স্বাস্থ্যভবন এবং একদিন রাজভবনে যাবেন বিজেপি বিধায়করা । মূলত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে ৷"

ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবস পালনেরও এদিন বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা । তিনি বলেন, একদিকে যখন আরজি করে নির্যাতিতা ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে গোটা রাজ্যে শোরগোল, তখন কেক কেটে কন্যাশ্রী দিবস পালন করা হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে । যেখানে উপস্থিত রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী । যখন গোটা রাজ্য প্রতিবাদ করছে, তখন তিন হাজার জনকে নিয়ে উৎসব পালন করছেন মুখ্যমন্ত্রী ।"

তাঁর অভিযোগ, উৎসবে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে । মেনু ঠিক করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী । একদিকে বাংলা ও বাঙালি কাঁদছে । দেশের মানুষও এই প্রতিবাদে সামিল হয়েছে । এই পরিস্থিতিতে উৎসব পালনের তীব্র বিরোধিতা করেন শুভেন্দু ৷ এদিন বিরোধী দলনেতা দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে । দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.