আসানসোল, 9 অক্টোবর: পুজো উদ্বোধনে গিয়েও প্রতিবাদী অগ্নিমিত্রা পাল । এই বিজেপি বিধায়ক বললেন, "মুখ্যমন্ত্রী যতই বলুন, আমরা উৎসবে ফিরছি না ৷"
পঞ্চমীর রাতে তাঁর নিজস্ব বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের নরসিংবাঁধ দুবেপাড়া অঞ্চলে একটি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি এবং এরপর অন্ডালেও আরেকটি দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি । তার মাঝেই জানালেন যে উৎসবে ফিরবেন না ৷
আরজি কর-কাণ্ডের পর গোটা রাজ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবেও কেমন যেন একটা থমথমে ভাব ৷ বাঙালিরা মেতে উঠতে পারেনি শারদ উৎসবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন, ‘উৎসবে ফিরুন’ । কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে প্রতিবাদের ঝড় ।
এবার দুর্গাপুজোর উদ্বোধনে এসেও আরজি কর-কাণ্ড, জয়নগর-কাণ্ড নিয়ে রাজ্যের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । পঞ্চমীর রাতে পশ্চিম বর্ধমানের বার্নপুরের নরসিংবাঁধ অঞ্চলে একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে আসেন তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, "মা এসেছেন তাই ভক্তি ভরে তাঁর পুজো করব আমরা ৷ কিন্তু আমরা উৎসবে ফিরছি না ৷ মুখ্যমন্ত্রী যতই বলুন, আমরা উৎসবে ফিরব না । যতক্ষণ না পর্যন্ত আমাদের অভয়া বিচার না পায় আমরা প্রতিবাদ চালিয়ে যাব ।’’
এই প্রতিবাদ শুধু আরজি কর বা জয়নগরের জন্য নয়, রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিটি ঘটনার জন্য, এমনটাই মঙ্গলবার রাতে জানিয়েছেন তিনি ৷ অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘তবে শুধু আর জি করের অভয়াই নয় । এই রাজ্যে যে সমস্ত নারীরা নিগৃহীত হয়েছেন তাঁদের প্রত্যেকের বিচারের দাবি আমাদের থাকবে । আর মায়ের কাছে প্রার্থনা থাকবে যাতে এ রাজ্যে নারীরা সুরক্ষিত থাকেন ।’’