ETV Bharat / state

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালি নিয়ে মমতাকে তোপ বিজেপি নেত্রীর - শক্তিবন্ধন যাত্রা

BJP Mahila Morcha: মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের কথা পৌঁছে দিতে রাজ্যে শক্তিবন্ধন যাত্রা করবে বিজেপি ৷ এই যাত্রায় 6 মার্চ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছা়ড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা ও মিছিল হবে বলেও জানানো হয়েছে ৷

BJP Mahila Morcha
বিজেপি মহিলা মোর্চার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 9:03 PM IST

রাজ্যে শক্তিবন্ধন যাত্রা বিজেপি মহিলা মোর্চার

সল্টলেক, 24 ফেব্রুয়ারি: শক্তিবন্ধন যাত্রা অনুষ্ঠানের জন্য 6 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি মিছিলও করবেন । শনিবার এমনটাই জানালেন বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি বনতি শ্রীনিবাসন ৷ বাংলার মহিলা মোর্চার তরফে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা হবে 4 মার্চ ৷ স্কুটার মিছিল হবে 5 মার্চ। এরপর হবে 6 তারিখের মূল কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির। পাশাপাশি, নারী সুরক্ষার প্রশ্নেও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহিলা মোর্চার সভাপতি। সন্দেশখালির ঘটনা তুলে ধরে তাঁর দাবি, মহিলা মুখ্য়মন্ত্রীর রাজ্যেই নারীরা সুরক্ষিত নন।

বনতি শ্রীনিবাসন বলেন, "মহিলা মোর্চা এক মাস ধরে সন্দেশখালির মহিলাদের বিচার চেয়ে রাস্তায় রয়েছে। সন্দেশখালির ঘটনায় রাজ্যের ভূমিকা নক্কারজনক । তবে বাংলায় এমন ঘটনা নতুন নয় । আমি আগেও বাংলার মহিলাদের থেকে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু রাজ্যের তরফে কোনও বিচার মেলেনি। রাজ্য সরকারকে নারীদের সুরক্ষা দিতে হবে।"

জানা গিয়েছে, শক্তিবন্ধন যাত্রার মধ্যে দিয়ে মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের কথা পৌঁছে দেওয়া হবে বাংলার মানুষের কাছে । বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি আরও জানান, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। দিনকে দিন বাংলায় মেয়েদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে । মহিলা মোর্চা-সহ বিজেপি বাংলার সকল মেয়েদের পাশে আছে ও থাকবে। তিনি বলেন, "দল যদি মনে করে এবং বলে আমাকে যেতে আমি নিশ্চয় যাব সন্দেশখালি ৷ মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলব। অভিযোগ শুনব । বাংলায় এতজন মহিলা সাংসদ-বিধায়ক রযেছেন। খোদও মুখ্যমন্ত্রী মহিলা। তারপর নারীরাই সুরক্ষিত নন। এটা লজ্জার বিষয়।"

সন্দেশখালিতে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিদের যেতে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী বা সরকারের কোনও মহিলা প্রতিনিধি এখনও দেখা করেননি ? সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। কাউকে সেখানে যেতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এটা লজ্জার ও দুর্ভাগ্যের বিষয় । তৃণমূল যদি মণিপুর ও হাথরাস বা অন্য কোনও রাজ্যে যেতে চায় বা দল পাঠাতে চায় তাহলে বিজেপি কখনও কাউকে আটকাবে না ।"

শেখ শাহজাহানের এখনও অধরা ৷ সেই বিষয়ে তাঁর বক্তব্য, "শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া বা সন্দেশখালি সম্পর্কে সবটাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের জানা । আমি মহিলা মোর্চার তরফে নিশ্চয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শেখ শাহজাহানের গ্রেফতারির ব্যাপারে দাবি জানাব ।"

আরও পড়ুন:

  1. মার্চের শুরুতে সাতদিনে বাংলায় মোদির তিনটি সভা, আরামবাগ-কৃষ্ণনগর-বারাসতে কর্মসূচি প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে, পরে জামিন
  3. সন্দেশখালি কোনওদিনই নিয়ন্ত্রণে ছিল না, পুলিশকে তোপ দিলীপের

রাজ্যে শক্তিবন্ধন যাত্রা বিজেপি মহিলা মোর্চার

সল্টলেক, 24 ফেব্রুয়ারি: শক্তিবন্ধন যাত্রা অনুষ্ঠানের জন্য 6 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি মিছিলও করবেন । শনিবার এমনটাই জানালেন বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি বনতি শ্রীনিবাসন ৷ বাংলার মহিলা মোর্চার তরফে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা হবে 4 মার্চ ৷ স্কুটার মিছিল হবে 5 মার্চ। এরপর হবে 6 তারিখের মূল কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির। পাশাপাশি, নারী সুরক্ষার প্রশ্নেও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহিলা মোর্চার সভাপতি। সন্দেশখালির ঘটনা তুলে ধরে তাঁর দাবি, মহিলা মুখ্য়মন্ত্রীর রাজ্যেই নারীরা সুরক্ষিত নন।

বনতি শ্রীনিবাসন বলেন, "মহিলা মোর্চা এক মাস ধরে সন্দেশখালির মহিলাদের বিচার চেয়ে রাস্তায় রয়েছে। সন্দেশখালির ঘটনায় রাজ্যের ভূমিকা নক্কারজনক । তবে বাংলায় এমন ঘটনা নতুন নয় । আমি আগেও বাংলার মহিলাদের থেকে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু রাজ্যের তরফে কোনও বিচার মেলেনি। রাজ্য সরকারকে নারীদের সুরক্ষা দিতে হবে।"

জানা গিয়েছে, শক্তিবন্ধন যাত্রার মধ্যে দিয়ে মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের কথা পৌঁছে দেওয়া হবে বাংলার মানুষের কাছে । বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি আরও জানান, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। দিনকে দিন বাংলায় মেয়েদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে । মহিলা মোর্চা-সহ বিজেপি বাংলার সকল মেয়েদের পাশে আছে ও থাকবে। তিনি বলেন, "দল যদি মনে করে এবং বলে আমাকে যেতে আমি নিশ্চয় যাব সন্দেশখালি ৷ মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলব। অভিযোগ শুনব । বাংলায় এতজন মহিলা সাংসদ-বিধায়ক রযেছেন। খোদও মুখ্যমন্ত্রী মহিলা। তারপর নারীরাই সুরক্ষিত নন। এটা লজ্জার বিষয়।"

সন্দেশখালিতে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিদের যেতে না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী বা সরকারের কোনও মহিলা প্রতিনিধি এখনও দেখা করেননি ? সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। কাউকে সেখানে যেতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এটা লজ্জার ও দুর্ভাগ্যের বিষয় । তৃণমূল যদি মণিপুর ও হাথরাস বা অন্য কোনও রাজ্যে যেতে চায় বা দল পাঠাতে চায় তাহলে বিজেপি কখনও কাউকে আটকাবে না ।"

শেখ শাহজাহানের এখনও অধরা ৷ সেই বিষয়ে তাঁর বক্তব্য, "শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া বা সন্দেশখালি সম্পর্কে সবটাই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের জানা । আমি মহিলা মোর্চার তরফে নিশ্চয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শেখ শাহজাহানের গ্রেফতারির ব্যাপারে দাবি জানাব ।"

আরও পড়ুন:

  1. মার্চের শুরুতে সাতদিনে বাংলায় মোদির তিনটি সভা, আরামবাগ-কৃষ্ণনগর-বারাসতে কর্মসূচি প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে, পরে জামিন
  3. সন্দেশখালি কোনওদিনই নিয়ন্ত্রণে ছিল না, পুলিশকে তোপ দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.