কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ সমাবেশ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও সমালোচনা করেন সুকান্ত ৷ তাঁর কটাক্ষ, "এরপর আমরা পিসি-ভাইপোর আলাদা আলাদা 21 জুলাই দেখব ৷"
তৃণমূলের শহিদ সমাবেশের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এখন পিসি-ভাইপোর মধ্যে মনকষাকষি চলছে ৷ অভিষেক তাঁর ঘনিষ্ট মহলে বলছেন, এটা তো বক্সীর 21 জুলাই ৷ এরপর আমরা পিসি-ভাইপোর আলাদা আলাদা 21 জুলাই দেখব !" পাশাপাশি নিট কেলেঙ্কারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷ সুকান্ত বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বিষয়টি গুলিয়ে ফেলছেন। কোথাও প্রমাণিত হয়নি যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক এই নিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। অভিযোগ উঠেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷"
রবিবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে নিট কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক। একুশের মঞ্চ থেকে অভিষেক বলেন, "2022 সালের একুশে জুলাইয়ের পরের দিন এসএসসি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক ৷ দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিন্তু এসএসসি বা টেট কেলেঙ্কারিতে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়, তবে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়ি ইডি রেইড করে তাঁকে গ্রেফতার করবে না ? এই বৈষম্য কেন হবে ?"
এর পালটা বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "আসলে উনি বিষয়টা গুলিয়ে ফেলেছেন। এসএসসির সঙ্গে রাজ্য সরকার যুক্ত ৷ কিন্তু এখানে একটি মাত্র এফআইআর হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়ে কোথাও কোনও রকম প্যাটার্ন রয়েছে কি না, জানার জন্য আইআইটি মাদ্রাজকে দিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা করানো হয়েছে।"
তিনি আরও বলেন, "সোমবার লোকসভায় এই নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানেই এই বিষয়ে সমস্ত তথ্য জানানো হবে। এই কাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন বা যারা দোষী তাদের তদন্ত করে জেলে পাঠানো হবে। উলটোদিকে তৃণমূল সিবিআই-এর বিরোধিতা করে সাধারণ মানুষের টাকা নিয়ে কপিল সিব্বলের মতো আইনজীবী দাঁড় করাচ্ছিল। এই দুটি বিষয়ের মধ্যে মৌলিক একটা ফারাক রয়েছে। সেটা উনি হয়তো বুঝতে পারেননি ৷ না বুঝতে পারলে বিজেপির কাছে আসুন। তাঁকে ভালো করে বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে।"