কলকাতা, 17 ফেব্রুয়ারি: বাড়ি ফিরলেন সুকান্ত মজুমদার। 3 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি। হাসপাতাল থেকে বেরনোর সময় তাঁর গাড়ির ওপর পুষ্প বৃষ্টি হয়। দলের তরফ বহু মানুষ ফুল নিয়েও আসেন রাজ্য সভাপতিকে দেখতে। শনিবার হুইল চেয়ার করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন তিনি। তবে হাসপাতাল থেকে বেরিয়ে এলেও তাঁকে বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদের তরফে দেওয়া হয়েছে, বিজেপি সূত্রে খবর।
সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। যাওয়ার সময় তাঁকে আটকে দেয় পুলিশ। তখন বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখান তিনি। তখনই আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান বিজেপি এই নেতা। ওই মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনদিন চিকিৎসাধীন ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারেরকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যরা তাঁকে দেখতে আসেন ৷ হাসপাতালে দলীয় নেতাকে দেখতে হাজির হন বহু বিজেপির কর্মী-সমর্থকরাও। লোকসভার স্পিকার ওম বিড়লা ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতির স্পাইনাল কর্ডে চোট লাগে। প্রথমে খাওয়ার ইচ্ছা ছিল না। মাঝেমধ্যেই বমি হচ্ছিল তাঁর।
এখন অনেকাটাই সুস্থ এবং স্থিতিশীল তিনি। এছাড়াও বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর। রাজ্য সভাপতিকে দু'দিন নিউরো আইসিইউতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাঁকে স্থানান্তরিত করা হয় ডে-কেয়ার বিভাগে। শুক্রবার সারাদিন সেখানেই থাকেন তিনি। আর আজ সকালে সুকান্ত মজুমজারকে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে ৷
আরও পড়ুন: