ETV Bharat / state

'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর

Jitendra Tiwari slams Shatrughan Sinha: বর্তমানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ আবারও এই কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হচ্ছেন ৷ এদিকে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আসানসোলেরই প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

ETV Bharat
ধরনামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শত্রুঘ্ন সিনহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 1:35 PM IST

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারের প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন য

আসানসোল, 11 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল থেকেই প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা ৷ তবে এর মধ্যে তিনি দল বদলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র বলেন, "2024 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃণমূল বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই ফের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ৷ কিন্তু 15 জানুয়ারি, 2024 তারিখে শত্রুঘ্ন সিনহা একটি টুইট করেছিলেন ৷ তাতে তিনি লিখেছেন, ''ইন্ডিয়া' জোটের দুই যুবনেতা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছে ৷ ভারত জোড়ো যাত্রার 'হিরো' রাহুল গান্ধি ৷ এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ৷' তিনি (শত্রুঘ্ন সিনহা) তৃণমূলের সাংসদ, অথচ তিনি যুব নেতা হিসেবে রাহুল গান্ধির নাম করলেন, তেজস্বী যাদবের নাম করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও লিখলেন না ৷"

জিতেন্দ্র তিওয়ারির দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বড় মুখ, তাও তাঁর নাম শত্রুঘ্ন সিনহা করলেন না ৷ তার কারণ, তিনি জেনে গিয়েছিলেন আসানসোলে তিনি আর জিততে পারবেন না ৷ তখন তাঁর সঙ্গে কংগ্রেস ও আরজেডির আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ তিনি বিহারের কোনও কেন্দ্র থেকে প্রার্থী হবেন ৷ আর তাই কংগ্রেস নেতা ও আরজেডি নেতার নামে সুখ্যাতি শোনা গেল তাঁর মুখে ৷"

এদিকে জানুয়ারিতেই বিহারে এনডিএ শিবিরে ফেরেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ ভেঙে যায় মহাগঠবন্ধন সরকার ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে জিতেন্দ্র বলেন, "তিনি বুঝে গেলেন বিহারে গেলে আর জিততে পারবেন না ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার চলে এলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে সবচেয়ে বেশি সমালোচনা করলেন রাহুল গান্ধির ৷ এদিকে শত্রুঘ্ন সিনহা তাঁকে ইয়ুথ আইকন বলেছিলেন ৷ অথচ তাঁকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হজম করলেন শত্রুঘ্ন সিনহা ৷" জিতেন্দ্র তিওয়ারি শত্রুঘ্ন সিনহাকে কার্যত পালটিবাজ আখ্যা দেন ৷ তাঁর দাবি, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নোংরা রাজনীতি করছেন ৷ আসানসোলবাসী তাঁকে ভোট দেবেন না ৷ এ বিষয়ে অবশ্য শত্রুঘ্ন সিনহা কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

  1. 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক
  2. যাঁরা নীতীশকে গ্রহণ করেছেন তাঁরাই বড় পাল্টুরাম, নাম না করে বিজেপিকে তোপ বিহারীবাবুর
  3. বাংলা ভীত নয়, শত্রুঘ্নর সতর্কবাণীর জবাবে জানালেন মমতা

আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারের প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন য

আসানসোল, 11 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল থেকেই প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা ৷ তবে এর মধ্যে তিনি দল বদলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র বলেন, "2024 সালে যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃণমূল বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই ফের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ৷ কিন্তু 15 জানুয়ারি, 2024 তারিখে শত্রুঘ্ন সিনহা একটি টুইট করেছিলেন ৷ তাতে তিনি লিখেছেন, ''ইন্ডিয়া' জোটের দুই যুবনেতা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছে ৷ ভারত জোড়ো যাত্রার 'হিরো' রাহুল গান্ধি ৷ এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব ৷' তিনি (শত্রুঘ্ন সিনহা) তৃণমূলের সাংসদ, অথচ তিনি যুব নেতা হিসেবে রাহুল গান্ধির নাম করলেন, তেজস্বী যাদবের নাম করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একবারও লিখলেন না ৷"

জিতেন্দ্র তিওয়ারির দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বড় মুখ, তাও তাঁর নাম শত্রুঘ্ন সিনহা করলেন না ৷ তার কারণ, তিনি জেনে গিয়েছিলেন আসানসোলে তিনি আর জিততে পারবেন না ৷ তখন তাঁর সঙ্গে কংগ্রেস ও আরজেডির আলোচনা শুরু হয়ে গিয়েছে ৷ তিনি বিহারের কোনও কেন্দ্র থেকে প্রার্থী হবেন ৷ আর তাই কংগ্রেস নেতা ও আরজেডি নেতার নামে সুখ্যাতি শোনা গেল তাঁর মুখে ৷"

এদিকে জানুয়ারিতেই বিহারে এনডিএ শিবিরে ফেরেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ ভেঙে যায় মহাগঠবন্ধন সরকার ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে জিতেন্দ্র বলেন, "তিনি বুঝে গেলেন বিহারে গেলে আর জিততে পারবেন না ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার চলে এলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে সবচেয়ে বেশি সমালোচনা করলেন রাহুল গান্ধির ৷ এদিকে শত্রুঘ্ন সিনহা তাঁকে ইয়ুথ আইকন বলেছিলেন ৷ অথচ তাঁকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হজম করলেন শত্রুঘ্ন সিনহা ৷" জিতেন্দ্র তিওয়ারি শত্রুঘ্ন সিনহাকে কার্যত পালটিবাজ আখ্যা দেন ৷ তাঁর দাবি, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নোংরা রাজনীতি করছেন ৷ আসানসোলবাসী তাঁকে ভোট দেবেন না ৷ এ বিষয়ে অবশ্য শত্রুঘ্ন সিনহা কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন:

  1. 'বিহারীবাবু'ই আসানসোলে তৃণমূলের প্রার্থী, খুশি 'ম্যাজিক ম্যান' মলয় ঘটক
  2. যাঁরা নীতীশকে গ্রহণ করেছেন তাঁরাই বড় পাল্টুরাম, নাম না করে বিজেপিকে তোপ বিহারীবাবুর
  3. বাংলা ভীত নয়, শত্রুঘ্নর সতর্কবাণীর জবাবে জানালেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.