শিলিগুড়ি, 3 এপ্রিল: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর বাড়ি থেকে পতপত করে উড়ছে বিজেপির পতাকা ! এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে ৷ বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ তুলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে বাম ও রামের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে, গৌতম দেবের সোশাল মিডিয়া পোস্টকে 'বিকৃত মানসিকতা'র পরিচায়ক বলে নিন্দা করেছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷
এর আগেও গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বামেদের ভোট রামে বা বিজেপিতে যাওয়ার অভিযোগ তুলেছিলেন গৌতম দেব ৷ কারণ, বিগত নির্বাচনগুলিতে তৃণমূলের ভোট শতাংশ একই থাকলেও বামেদের ভোট শতাংশ কমেছে ৷ অন্যদিকে, সমপরিমাণ ভোট বেড়েছে বিজেপির ৷ বিধানসভা নির্বাচনে গৌতম দেব ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়ে0ছিলেন। সেখানে বামেদের ভোট কমেছিল প্রায় 56 হাজার ৷ আর নিজের বিধানসভা কেন্দ্রে গৌতম দেব প্রায় 86 হাজার ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে ৷
অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকা দেখতে পাওয়ার প্রসঙ্গে গৌতম দেব জানান, এর আগেও নির্বাচনগুলিতে দেখা গিয়েছে বামেদের ভোট রামে গিয়েছে ৷ সিপিএম, কংগ্রেস ও বিজেপি, তৃণমূল কংগ্রেসকে রুখতে গোপনে একত্রিত হয়ে মাঠে নেমেছিল। তাও আটকাতে পারেনি ৷ এবার অশোক ভট্টাচার্যের মতো সিপিএম নেতার বাড়িতে বিজেপির পতাকা এটাই প্রমাণ করে তাদের আঁতাত আছে।
যদিও, এই আঁতাতের অভিযোগে সরব হয়েছেন প্রবীণ বামনেতা ৷ পালটা জবাব দিয়েছেন অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "অযথা সবকিছুতে রাজনীতি করছেন গৌতম দেব ৷ আমি দেখা মাত্র পতাকা খুলে দিয়েছি ৷ বিজেপি ও তৃণমূল কংগ্রেস, বিশেষ করে গৌতম দেব বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন ৷ পতাকা কে বা কারা কখন লাগিয়ে গিয়েছে, তা আমার জানা নেই ৷ উলটে রাজ্যে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে নিয়ে এসেছে ৷ বামেদের আমলে তো বিজেপি রাজ্যে ঢুকতেই পারেনি ৷ এসব বাজে কথা বলে কোনও লাভ হবে না ৷" এ বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির ৷ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুন মন্ডল বলেন, "কর্মীরাই হয়তো প্রচারের জন্য লাগিয়েছেন। এতে কোনও রাজনীতির বিষয় নেই।"
আরও পড়ুন: