কলকাতা, 15 জুন: ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ রাজ্য়ে পরবর্তী হিংসার অনুসন্ধান করতে বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেন সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার সল্টলেকে বিজেপির কোর কমিটির বৈঠক সেরে বেরিয়ে সেই প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷
লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম সল্টলেকের বিজেপি দফতরে বসে কোর কমিটির বৈঠক। যদিও 18 জনের কোর কমিটির সেই বৈঠকে হাজির ছিলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে এদিনের এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিসাবে দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফলের কাটাছেঁড়ার পাশাপাশি আসন্ন চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং আরও একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় ৷
তবে লোকসভা নির্বাচনের পর বিরোধী দলগুলির কপালে ভোট পরবর্তী হিংসা গভীর চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ তাই শনিবারের আলোচনার একটা বড় অংশ জুড়েই ছিল ভোট পরবর্তী হিংসা ৷ বৈঠক সেরে বেরিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান, রবিবারই রাজ্যে আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গঠিত চার সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা।
তিনি আরও জানান, ওইদিন সকাল সাতটায় বিমানবন্দরে নেমে সাংসদরা সোজা যাবেন মহেশ্বরী ভবনে। সেখানে তাঁরা উত্তর কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন। এরপর আগামী সোমবার তাঁরা যাবেন ডায়মন্ডহারবার ও সন্দেশখালি। মঙ্গলবার চার জনের দল যাবে জয়নগর ও মথুরাপুরে। জানা গিয়েছে, তাঁরা কোচবিহারেও যেতে পারেন।
এছাড়াও আসন্ন উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপি এখনও তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এই বিষয় অগ্নিমিত্রা পল জানান, উপনির্বাচনের জন্য চার আসনের জন্যেই তিনজন করে সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠানো হয়েছে। প্রতিটি নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই ঠিক হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও কথা হয়েছে। অন্তত উপনির্বাচনে ঠিকঠাক প্রার্থী দিয়ে যাতে কিছুটা হলেও মার্জিন কম করে মুখ রক্ষা করা যায়, সেই বিষয়টি নিয়ে বিশেষ পর্যালোচনা হয়েছে তাই প্রতিটি আসনে তিনজন করে নাম বাছাই করে পাঠানো হয়েছে কেন্দ্রে।