বিষ্ণুপুর, 12 মার্চ: সুজাতা মণ্ডলের জেলা পরিষদ ময়নাপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর ৷ তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের উপর অত্যাচারের পালটা এই 'চোখ উপড়ে' নেওয়ার হুঁশিয়ারি দেন বিদায়ী সাংসদ ৷ আর যা নিয়ে তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতার কটাক্ষ, চোখ উপড়ে নেওয়া, গলা টিপে ধরা, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ছাড়া উনি আর কী পারেন !
সোমবার বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে নির্বাচনী প্রচারে যান সৌমিত্র খান ৷ সেখানে বিজেপি কর্মীদের নিয়ে সভা করছিলেন তিনি ৷ সভা থেকে সৌমিত্র সন্দেশখালি প্রসঙ্গ এবং সেখানকার মানুষের পালটা রুখে দাঁড়ানোর কথা বলতে শোনা যায় তাঁকে ৷ সন্দেশখালিকে উদাহরণ হিসেবে তুলে ধরে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করতে বিজেপির কর্মী সমর্থকদের উৎসাহ দেন তিনি ৷
আর এরই মাঝে সৌমিত্রকে বলতে শোনা যায়, "ভয় খাবেন না কেউ ৷ আপনাদের জন্য আমি আমার জীবন লড়িয়ে দেব ৷ 2019 সালে সারা রাজ্যে লড়াই করেছি আমরা ৷ এখন তো আমাদের বিধায়ক, সাংসদ আছে ৷ তৃণমূল যদি কিছু করতে যায়, তা হলে চোখ উপড়ে নেব ৷ সে ক্ষমতা আমি রাখি ৷ এই কথাটা বলে দিয়ে গেলাম ৷ শুধু আপনারা মনের সাহসটা রাখবেন ৷"
যা নিয়ে পালটা বিজেপির প্রতিদ্বন্দ্বীকে নিশানা করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ তিনি বলেন, "চোখ উপড়ে নেওয়া, গলা টিপে ধরা, হাত-পা ভেঙে দেওয়ার হুমকি ছাড়া উনি কী পারেন ? আমি দীর্ঘদিন এইসব অত্যাচার সহ্য করেছি ৷ সেই অত্যাচার সহ্য করতে না পেরে, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম ৷ আর এখন উনি ময়নাপুরে গেছেন ৷ গত 10 বছরে ময়নাপুরের মানুষের কথা মনে পড়েনি ৷ যেহেতু আমি ময়নাপুর থেকে জেলা পরিষদের সদস্য, তাই এখন সেখানকার মানুষের কথা মনে পড়েছে ৷ ভোট এসেছে বলে ৷"
আরও পড়ুন: