দার্জিলিং, 4 জুন: বাংলার রাজনীতিতে লোকসভা ভোটে বিশেষ ভূমিকা নিয়েছে পাহাড় ৷ 2019 লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন রাজু বিস্তা ৷ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ হন ৷ এবারও তাঁর উপরই ভরসা রেখেছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে ৷ অন্যদিকে, কংগ্রেস প্রার্থী হিসাবে এই কেন্দ্র থেকে লড়াই করছেন মুনীশ তামাং ৷ মহাকাল বাবার মন্দিরে পুজো দিয়ে শৈলরানিতে গণনা কেন্দ্রের মুখে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশাবাদী।
পাশাপাশি গোটা দেশেও ভালো ফল করবে আশাবাদী তিনি। অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে বলে জানান তিনি। রাজু বিস্তার সঙ্গে এদিন ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং। তবে পাহাড়ের এই সমীকরণে রং আরও বাড়িয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তিনি এই কেন্দ্রের নির্দল হিসেবে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। বিজেপির বিধায়কের নির্দল প্রার্থী হওয়া রীতিমতো অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে, মত রাজনৈতিক মহলের। তবে দিনের শেষে ভোটগণনার পর এই কেন্দ্রে জনতা কাকে বসাবেন, তা জানা যাবে ৷
উল্লেখ্য়, গত 2019 লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা ৷ এবার তাঁর লক্ষ্য 4 লক্ষ ভোটে জয়ী হওয়ার ৷ বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে ৷ তবে এবার ওই আসনে ত্রিমুখী লড়াই বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷