ETV Bharat / state

মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি, দোল উদযাপনের মাঝেই জনসংযোগে রাজমাতা অমৃতা - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections: কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায়। দলের কর্মীদের সঙ্গে মেতে ওঠেন রঙের উৎসবে ৷ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে খুশি রাজবাড়ির পুত্রবধূ ৷

Etv Bharat
রঙের উৎসবে মেতে খুশি রাজবধূ অমৃতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 6:38 PM IST

দোল উদযাপনে রাজমাতা অমৃতা

কৃষ্ণনগর, 25 মার্চ: সাধারণ থেকে নেতা-মন্ত্রী, বসন্ত উৎসবে মেতে উঠেছেন সকলেই ৷ দলীর কর্মীদের সঙ্গে রং খেলায় মাতলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা রায় ৷ রাজামাতার সৌজন্যেই এই প্রথম কোনও রাজনৈতিক দল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রাঙ্গণে মেতে উঠল আবির খেলায় ৷

কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায় এদিন বলেন, "মানুষের পাশে দাঁড়ানোর একটা জায়গা খুঁজছিলাম, সেই জায়গা পেয়ে গিয়েছি।" এই কেন্দ্রেই শাসক দল তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন মহুয়া মৈত্র ৷ এ বিষয়ে রাজবধূ অমৃতা রায় জানান, বিগত দিনে আমাদের বংশধররা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই। দলের স্ট্র্যাটেজি যাই হোক না কেন, একজন সাধারণ মানুষ হয়েই মানুষের পাশে থাকব। এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে আবির খেলায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস-সহ একাধিক দলীয় নেতৃত্বরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায়-সহ একাধিক তৃণমূল কর্মী। দলনেতার হাত থেকে রানি মা বিজেপির পতাকা তুলে নেন। রবিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা সামনে আসতেই দেখা যায় ভোটের ময়দানে রয়েছেন রানি মা অমৃতা রায়ও ৷

উল্লেখ্য, নাম ঘোষণা পরেই প্রচারে মন দিতে তোড়জোড় শুরু করে দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির 39তম কুলবধূ। রং-তুলি হাতে দেওয়াল লিখনেও সামিল হন তিনি ৷ প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই রানি মা জানিয়েছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রচারের ইস্যু অনেক কিছু আছে, সেগুলোকেই ধীরে ধীরে মানুষের সামনে তুলে ধরবেন ৷ সেই সঙ্গে জয় নিয়ে তিনি যে 100 শতাংশ আশাবাদী, জানান কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায় ।

আরও পড়ুন:

1. দোল যাত্রা উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে ভক্তদের ঢল

2. আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া

3. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়

দোল উদযাপনে রাজমাতা অমৃতা

কৃষ্ণনগর, 25 মার্চ: সাধারণ থেকে নেতা-মন্ত্রী, বসন্ত উৎসবে মেতে উঠেছেন সকলেই ৷ দলীর কর্মীদের সঙ্গে রং খেলায় মাতলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা রায় ৷ রাজামাতার সৌজন্যেই এই প্রথম কোনও রাজনৈতিক দল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রাঙ্গণে মেতে উঠল আবির খেলায় ৷

কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায় এদিন বলেন, "মানুষের পাশে দাঁড়ানোর একটা জায়গা খুঁজছিলাম, সেই জায়গা পেয়ে গিয়েছি।" এই কেন্দ্রেই শাসক দল তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন মহুয়া মৈত্র ৷ এ বিষয়ে রাজবধূ অমৃতা রায় জানান, বিগত দিনে আমাদের বংশধররা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে আমিও মানুষের পাশে দাঁড়াতে চাই। দলের স্ট্র্যাটেজি যাই হোক না কেন, একজন সাধারণ মানুষ হয়েই মানুষের পাশে থাকব। এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে আবির খেলায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস-সহ একাধিক দলীয় নেতৃত্বরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায়-সহ একাধিক তৃণমূল কর্মী। দলনেতার হাত থেকে রানি মা বিজেপির পতাকা তুলে নেন। রবিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা সামনে আসতেই দেখা যায় ভোটের ময়দানে রয়েছেন রানি মা অমৃতা রায়ও ৷

উল্লেখ্য, নাম ঘোষণা পরেই প্রচারে মন দিতে তোড়জোড় শুরু করে দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির 39তম কুলবধূ। রং-তুলি হাতে দেওয়াল লিখনেও সামিল হন তিনি ৷ প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই রানি মা জানিয়েছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রচারের ইস্যু অনেক কিছু আছে, সেগুলোকেই ধীরে ধীরে মানুষের সামনে তুলে ধরবেন ৷ সেই সঙ্গে জয় নিয়ে তিনি যে 100 শতাংশ আশাবাদী, জানান কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায় ।

আরও পড়ুন:

1. দোল যাত্রা উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে ভক্তদের ঢল

2. আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও সিবিআই তদন্ত, কমিশনে মহুয়া

3. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.