ETV Bharat / state

যাদবপুরে লোকসভা ভোটের প্রচারে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়

Lok Sabha Elections 2024: বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবাড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে 2024 লোকসভা নির্বাচনের মহারণে নেমে পড়লেন যাদবপুর (পূর্ব) লোকসভা বিজেপীর চিকিৎসক প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 5:12 PM IST

নির্বাচনী প্রচারে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়

যাদবপুর, 4 মার্চ: বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে ৷ সেই তালিকায় দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র আছে ৷ প্রার্থীর নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়লেন যাদবপুর(পূর্ব) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গোপাধ্যায় । সোমবার স্থানীয় গোয়ালবাড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন ৷

গত বছর এই লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন অনুপম হাজরা। এই একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ প্রায় 3 লক্ষ ভোটে জিতে ছিলেন অভিনেত্রী ৷ এবার তৃণমূলের এই আসনটিতে পদ্ম ফোটাতে সময় থাকতে মাঠে নেমে পড়েছেন পেশায় চিকিৎসক বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচন 2024-এ জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী, সেটা কথাতেই স্পষ্ট । নির্বাচনী যুদ্ধের প্রচারে নেমে তিনি জানান, নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত রাজ্য করতে সংকল্প নিয়েছে বিজেপি । তাই বিজেপির প্রতিনিধি হয়ে তিনি যুদ্ধে নেমে পড়েছেন ৷ নির্বাচনী প্রচারে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

এদিন মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে মুখ খোলেন প্রার্থী অনির্বাণ গাঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আরামবাগের রাজনৈতিক জনসভায় এসে প্রধানমন্ত্রী সন্দেশখালির ঘটনার নিন্দা করেছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মহিলাদের সুরক্ষা নিয়ে ৷ শাহজাহান বাহিনীর মহিলাদের উপর অত্যাচারের পর মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শেনা যায়নি ৷ এই সব কিছুকে ইস্যু করেই এবার প্রচারে নেমেছি ৷"

উল্লেখ্য, এখনও পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তার আগেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে নেমে পরলেন অনির্বাণ।

আরও পড়ুন:

  1. আগামী 5 বছর কোন পথে দেশের উন্নতি? ভোটের আগেই বৈঠক সেরে রাখল কেন্দ্রীয় মন্ত্রিসভা
  2. জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি

নির্বাচনী প্রচারে প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়

যাদবপুর, 4 মার্চ: বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে ৷ সেই তালিকায় দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র আছে ৷ প্রার্থীর নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়লেন যাদবপুর(পূর্ব) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গোপাধ্যায় । সোমবার স্থানীয় গোয়ালবাড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন ৷

গত বছর এই লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন অনুপম হাজরা। এই একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ প্রায় 3 লক্ষ ভোটে জিতে ছিলেন অভিনেত্রী ৷ এবার তৃণমূলের এই আসনটিতে পদ্ম ফোটাতে সময় থাকতে মাঠে নেমে পড়েছেন পেশায় চিকিৎসক বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচন 2024-এ জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী, সেটা কথাতেই স্পষ্ট । নির্বাচনী যুদ্ধের প্রচারে নেমে তিনি জানান, নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত রাজ্য করতে সংকল্প নিয়েছে বিজেপি । তাই বিজেপির প্রতিনিধি হয়ে তিনি যুদ্ধে নেমে পড়েছেন ৷ নির্বাচনী প্রচারে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

এদিন মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে মুখ খোলেন প্রার্থী অনির্বাণ গাঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আরামবাগের রাজনৈতিক জনসভায় এসে প্রধানমন্ত্রী সন্দেশখালির ঘটনার নিন্দা করেছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মহিলাদের সুরক্ষা নিয়ে ৷ শাহজাহান বাহিনীর মহিলাদের উপর অত্যাচারের পর মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শেনা যায়নি ৷ এই সব কিছুকে ইস্যু করেই এবার প্রচারে নেমেছি ৷"

উল্লেখ্য, এখনও পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তার আগেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে নেমে পরলেন অনির্বাণ।

আরও পড়ুন:

  1. আগামী 5 বছর কোন পথে দেশের উন্নতি? ভোটের আগেই বৈঠক সেরে রাখল কেন্দ্রীয় মন্ত্রিসভা
  2. জোটকে অক্ষুন্ন রাখার চ্যালেঞ্জের মাঝেই প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.