ETV Bharat / state

অগ্নিমিত্রার বিরুদ্ধে এফআইআর - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami 2024: পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ তুলল বিজেপি ৷ পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে এগরা থানার আইসি অগ্নিমিত্রাকে থানায় ঢুকতে দেননি বলে অভিযোগ ৷ তাঁকে পালটা হুমকি দেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী ৷

ETV Bharat
এগরায় অগ্নিমিত্রার বিক্ষোভ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 12:32 PM IST

Updated : Apr 18, 2024, 2:22 PM IST

এগরা থানার সামনে মেদিনীপুর লোকসভা প্রার্থী অগ্নিমিত্রার বিক্ষোভ

এগরা, 18 এপ্রিল: থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রা ছিল ৷ সেখানে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরা শহর ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷

এই ঘটনার পর এগরা থানার সামনে রাতভর বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছান ৷ এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ৷ তখন থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই যে, বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷ দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা বলেন,

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জ করতে হয় ৷ ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷

আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সারারাত ধরে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে

এগরা থানার সামনে মেদিনীপুর লোকসভা প্রার্থী অগ্নিমিত্রার বিক্ষোভ

এগরা, 18 এপ্রিল: থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রা ছিল ৷ সেখানে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরা শহর ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷

এই ঘটনার পর এগরা থানার সামনে রাতভর বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছান ৷ এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ৷ তখন থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই যে, বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷ দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা বলেন,

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জ করতে হয় ৷ ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷

আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সারারাত ধরে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
Last Updated : Apr 18, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.