ETV Bharat / state

'মমতা ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন', মেদিনীপুরের প্রচারে বিস্ফোরক অগ্নিমিত্রা - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: গত রবিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আসানসোলের বিধায়ককে প্রার্থী করছে বিজেপি ৷ এরপরই মঙ্গলবার তিনি পৌঁছন মেদিনীপুরে ৷ প্রচার শুরু করেন কালীপুজো দিয়ে ৷ তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় তোপ দাগেন ৷ এরপরই তিনি বলেন, "দিলীপদার কাজকে ধরে উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাব ৷"

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 9:42 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় তোপ দাগেন অগ্নিমিত্রা

মেদিনীপুর, 26 মার্চ: ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। যদি এক্ষেত্রে বিজেপি একটু পিছিয়ে ৷ বাংলার দ্বিতীয় তালিকা প্রকাশ করতে দেরি করে ফেলেছে বলেই রাজনৈতিক মহলের মত। দ্বিতীয় তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পলের। নাম ঘোষণার পরই মঙ্গলবার মেদিনীপুরে এলেন অগ্নিমিত্রা পল। মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসেন তিনি। মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অগ্নিমিত্রা ৷

সাংবাদিকরা এদিন অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন, ভোটের প্রচারের কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন তিনি ৷ প্রার্থী বলেন, "আমাদের প্রচারই থাকবে সবকা সাথ সবকা কা বিকাশ। মোদিজির উন্নয়নগুলোই আমরা প্রচার করব। আমরা ধর্মের রাজনীতি নয়, ডেভেলপমেন্টের বিকাশ করব, আমরা উন্নয়নের রাজনীতি করব।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "তিনি ভোটের জন্য সংখ্যালঘুদের ইস্তেমাল করে আর বগটুইতে সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেন ৷ আমরা সেই রাজনীতি করি না।"

তাঁর আরও সংযোজন, "দিলীপ দা যে উন্নয়নের কাজ করেছে, তাঁর কাজ ধরে সেই উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাব।" এরপর রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার প্রসঙ্গে তিনি বলেন, "যে পোস্টার ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন ৷ ওগুলো তৃণমূলের কাজ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন ।" তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এও বলেন, "সন্দেশখালিতে রাতের পর রাত, দিনের পর দিন যে মহিলাদের উপর অত্যাচার ঘটেছে সেই ঘটনা দেখতে যাওয়ার সময় হয়নি মুখ্যমন্ত্রীর। রিয়্যালিটি শো করতে যাওয়ার সময় ওনার সময় হয়, মোমো বানানোর সময় হয়, রুটি-লুচি বানাবারও সময় হয় কিন্তু সন্দেশখালি যাবার সময় হয় না মুখ্যমন্ত্রীর। এর জবাব রেখা পাত্র সন্দেশখালি এবং বসিরহাটের মানুষজন দেবেন লোকসভা নির্বাচনে।"

এরপর মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রার্থী আমার কাছে বড় নয়। কারণ আমাদের লড়াই হচ্ছে নীতি, আদর্শের। মোদিজির এবারের স্লোগান, 'ইসবার 400 পার' ৷ সেকথাই আমরা রাখব। পশ্চিমবঙ্গে আমরা 42-এ 42 দেব ৷ প্রসঙ্গত, অগ্নিমিত্রা পল মেদিনীপুরে কর্মী ও নেতৃত্বর সঙ্গে বৈঠক করার পরেই জোরকদমে প্রচারে নেমেছেন ৷"

আরও পড়ুন:

  1. অগ্নিমিত্রার নামে মেদিনীপুরে দেওয়া লিখন শুরু গেরুয়া শিবিরের
  2. জবরদখল ভোট করায় কারা? অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল
  3. 'মারের বদলা মার', বিতর্কিত মন্তব্য মামলার শুনানিতে এসেও বেলাগাম অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় তোপ দাগেন অগ্নিমিত্রা

মেদিনীপুর, 26 মার্চ: ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। যদি এক্ষেত্রে বিজেপি একটু পিছিয়ে ৷ বাংলার দ্বিতীয় তালিকা প্রকাশ করতে দেরি করে ফেলেছে বলেই রাজনৈতিক মহলের মত। দ্বিতীয় তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পলের। নাম ঘোষণার পরই মঙ্গলবার মেদিনীপুরে এলেন অগ্নিমিত্রা পল। মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসেন তিনি। মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অগ্নিমিত্রা ৷

সাংবাদিকরা এদিন অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন, ভোটের প্রচারের কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন তিনি ৷ প্রার্থী বলেন, "আমাদের প্রচারই থাকবে সবকা সাথ সবকা কা বিকাশ। মোদিজির উন্নয়নগুলোই আমরা প্রচার করব। আমরা ধর্মের রাজনীতি নয়, ডেভেলপমেন্টের বিকাশ করব, আমরা উন্নয়নের রাজনীতি করব।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "তিনি ভোটের জন্য সংখ্যালঘুদের ইস্তেমাল করে আর বগটুইতে সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেন ৷ আমরা সেই রাজনীতি করি না।"

তাঁর আরও সংযোজন, "দিলীপ দা যে উন্নয়নের কাজ করেছে, তাঁর কাজ ধরে সেই উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাব।" এরপর রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার প্রসঙ্গে তিনি বলেন, "যে পোস্টার ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন ৷ ওগুলো তৃণমূলের কাজ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন ।" তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এও বলেন, "সন্দেশখালিতে রাতের পর রাত, দিনের পর দিন যে মহিলাদের উপর অত্যাচার ঘটেছে সেই ঘটনা দেখতে যাওয়ার সময় হয়নি মুখ্যমন্ত্রীর। রিয়্যালিটি শো করতে যাওয়ার সময় ওনার সময় হয়, মোমো বানানোর সময় হয়, রুটি-লুচি বানাবারও সময় হয় কিন্তু সন্দেশখালি যাবার সময় হয় না মুখ্যমন্ত্রীর। এর জবাব রেখা পাত্র সন্দেশখালি এবং বসিরহাটের মানুষজন দেবেন লোকসভা নির্বাচনে।"

এরপর মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রার্থী আমার কাছে বড় নয়। কারণ আমাদের লড়াই হচ্ছে নীতি, আদর্শের। মোদিজির এবারের স্লোগান, 'ইসবার 400 পার' ৷ সেকথাই আমরা রাখব। পশ্চিমবঙ্গে আমরা 42-এ 42 দেব ৷ প্রসঙ্গত, অগ্নিমিত্রা পল মেদিনীপুরে কর্মী ও নেতৃত্বর সঙ্গে বৈঠক করার পরেই জোরকদমে প্রচারে নেমেছেন ৷"

আরও পড়ুন:

  1. অগ্নিমিত্রার নামে মেদিনীপুরে দেওয়া লিখন শুরু গেরুয়া শিবিরের
  2. জবরদখল ভোট করায় কারা? অগ্নিমিত্রার লম্বা তালিকা প্রশাসনের কাছে পাঠালেন রাজ্যপাল
  3. 'মারের বদলা মার', বিতর্কিত মন্তব্য মামলার শুনানিতে এসেও বেলাগাম অগ্নিমিত্রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.