ঝাড়গ্রাম, 16 এপ্রিল: বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলা ৷ অভিযোগের তির তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে । এই ঘটনায় মঙ্গলবার দুপুরে উত্তেজনা সৃষ্টি হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় । আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি ৷ প্রচারের সময় জমা পনেরো তৃণমূল কর্মী-সমর্থক তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ পদ্মপ্রার্থী প্রণত টুডুর ৷ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷
ঘটনা প্রসঙ্গেই প্রার্থী প্রণত টুডু বলেন, "বেশ কিছু তৃণমূল সমর্থক দলীয় পতাকা নিয়ে গাড়ির সামনে চলে আসেন ৷ আমাকে গাড়ির ভিতর থেকে বাইরে বের করে আনেন । আমাদের পথ আটকায় এবং আমাদের মহিলা মোর্চার কর্মীদের গায়েও হাত তোলেন ৷ লাঠি দিয়ে আমাদের প্রত্যেকটি গাড়িতেও হামলা চালায় ।" হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও বাধা দেয়নি বলে অভিযোগ বিজেপির ।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায় । শুরু হয় হাতাহাতি। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই বিজেপি নেতৃত্বের একাংশ স্থানীয় সাঁকরাইল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলার ঘটনায় তৃণমূলের জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী বলেন "এই রকম তো হওয়ার কথা নয় । দলের স্পষ্ট নির্দেশ আছে আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করব। মানুষের ভোটে আমরা জয়লাভ করব । বিষয়টি আমার জানা নেই কোথাও কোনও ঘটনা ঘটলে খোঁজ নিয়ে দেখবো ৷ যাতে এই ধরনের ঘটনা আমাদের তরফ থেকে না ঘটে তার জন্য যা করার তাই করবো।" বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন " তৃণমূল ভয় পেয়েছে তাই এই সব ঘটনা ওরা ঘটাচ্ছে । সাধারণ মানুষ এর জবার দেবে ।"
আরও পড়ুন: