ETV Bharat / state

ফিরহাদকে বয়কট বিজেপির, প্রতিবাদ অধ্যক্ষের - Firhad Hakim - FIRHAD HAKIM

Firhad Hakim on Union Budget 2024: বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে জানান, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বক্তব্যের ফিরহাদ হাকিমকে বয়কট করল বিজেপি ৷ এরই প্রতিবাদ করেন স্পিকার। তাঁর দাবি, বিধানসভার বাইরে কে কী বলেছেন তার জন্য এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না ।

Firhad Hakim
বাঁ-দিক থেকে ফিরহাদ হাকিম ও শঙ্কর ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 4:42 PM IST

কলকাতা, 25 জুলাই: রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমেরকে 'বয়কট' করল বিজেপি। বিধানসভার বাইরে করা এক মন্তব্যকে হাতিয়ার করে এমন সিদ্ধান্ত নিল রাজ্যের প্রধান বিরোধী দল। আপাতত বিধানসভায় ফিরহাদকে কোনও প্রশ্ন করবেন না দলের বিধায়করা। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার বাইরে কেউ কোনও মন্তব্য করলে তা সভার আলোচ্য বিষয় হতে পারে না।

বৃহস্পতিবার প্রশ্ন-উত্তরপর্বে ফিরহাদের বিভাগের জন্য বিজেপির দুই বিধায়ক বিশাল লামা আর নীলাদ্রী শেখর দানার দুটি প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্ন করার আগেই মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়ে দেন, তাঁরা ফিরহাদ হাকিমের ওই বক্তব্যকে কেন্দ্র করেই একটি দলগত সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি নিয়ে মন্ত্রী ক্ষমা চাইবেন ততক্ষণ তাঁকে বয়কট করা হবে। তাঁকে কোনও প্রশ্ন করা হবে না।

জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিজেপির মুখ্য সচেতক যে প্রসঙ্গের কথা বলছেন, সেটি বিধানসভার বাইরের ঘটনা। বিধানসভার বাইরের ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে কোনও আলোচনা হতে পারে না। তিনি বলেন, "এই বিষয়টি বিধানসভার রেকর্ডে যাবে না।" যদিও এরপরেও তাদের অবস্থানে অনড় থাকে রাজ্য বিজেপি। তাঁরা এদিন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে কোনও প্রশ্ন করেননি। যদিও পরবর্তী সময় শংকর ঘোষ বিধানসভার বাইরেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই নির্দিষ্ট মন্তব্যের কারণেই ফিরহাদ হাকিমকে বয়কট করেছেন।

যদিও বিধানসভার উল্লেখ পর্বের শুরুতেই আজ, বৃহস্পতিবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয় বিধায়করা, শঙ্কর ঘোষ এখানে রয়েছেন ৷ গতকাল অর্থাৎ বুধবার বিধানসভার লবিতে দু'জন বিধায়কের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি অভিযোদ পেয়েছি। উভয়পক্ষই আমাকে অভিযোগ জানিয়েছেন। আমি একথা বলতে পারি এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বিধানসভার বাইরে অনেকেই অনেক কথা বলেন ৷ ভোটের সময় বা অন্যান্য ক্ষেত্রে অনেক কথা হয়। সেসবকে বিধানসভার মধ্যে না আনাই ভালো।"

অধ্যক্ষের আরও সংযোজন, "বাইরের বিষয় নিয়ে আপনারা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের ব্যাপার। এবিষয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে আমি বলব, বিধানসভার বাইরের ঘটনাকে বিধানসভার অভ্যন্তরে না-আনাই ভালো। বুধবারের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। মার্শালের থেকেও রিপোর্ট নিয়েছি। ওই সময় ঘটনাস্থলে বিধানসভার যে কর্মীরা ছিলেন, তাঁদের কাছ থেকেও রিপোর্ট নিয়েছি। মোটের উপর যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত । এরকম কিছুু না হওয়াই ভালো।

কলকাতা, 25 জুলাই: রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমেরকে 'বয়কট' করল বিজেপি। বিধানসভার বাইরে করা এক মন্তব্যকে হাতিয়ার করে এমন সিদ্ধান্ত নিল রাজ্যের প্রধান বিরোধী দল। আপাতত বিধানসভায় ফিরহাদকে কোনও প্রশ্ন করবেন না দলের বিধায়করা। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার বাইরে কেউ কোনও মন্তব্য করলে তা সভার আলোচ্য বিষয় হতে পারে না।

বৃহস্পতিবার প্রশ্ন-উত্তরপর্বে ফিরহাদের বিভাগের জন্য বিজেপির দুই বিধায়ক বিশাল লামা আর নীলাদ্রী শেখর দানার দুটি প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্ন করার আগেই মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানিয়ে দেন, তাঁরা ফিরহাদ হাকিমের ওই বক্তব্যকে কেন্দ্র করেই একটি দলগত সিদ্ধান্ত নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি নিয়ে মন্ত্রী ক্ষমা চাইবেন ততক্ষণ তাঁকে বয়কট করা হবে। তাঁকে কোনও প্রশ্ন করা হবে না।

জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিজেপির মুখ্য সচেতক যে প্রসঙ্গের কথা বলছেন, সেটি বিধানসভার বাইরের ঘটনা। বিধানসভার বাইরের ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে কোনও আলোচনা হতে পারে না। তিনি বলেন, "এই বিষয়টি বিধানসভার রেকর্ডে যাবে না।" যদিও এরপরেও তাদের অবস্থানে অনড় থাকে রাজ্য বিজেপি। তাঁরা এদিন ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে কোনও প্রশ্ন করেননি। যদিও পরবর্তী সময় শংকর ঘোষ বিধানসভার বাইরেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই নির্দিষ্ট মন্তব্যের কারণেই ফিরহাদ হাকিমকে বয়কট করেছেন।

যদিও বিধানসভার উল্লেখ পর্বের শুরুতেই আজ, বৃহস্পতিবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "মাননীয় বিধায়করা, শঙ্কর ঘোষ এখানে রয়েছেন ৷ গতকাল অর্থাৎ বুধবার বিধানসভার লবিতে দু'জন বিধায়কের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি অভিযোদ পেয়েছি। উভয়পক্ষই আমাকে অভিযোগ জানিয়েছেন। আমি একথা বলতে পারি এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বিধানসভার বাইরে অনেকেই অনেক কথা বলেন ৷ ভোটের সময় বা অন্যান্য ক্ষেত্রে অনেক কথা হয়। সেসবকে বিধানসভার মধ্যে না আনাই ভালো।"

অধ্যক্ষের আরও সংযোজন, "বাইরের বিষয় নিয়ে আপনারা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদের ব্যাপার। এবিষয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে আমি বলব, বিধানসভার বাইরের ঘটনাকে বিধানসভার অভ্যন্তরে না-আনাই ভালো। বুধবারের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। মার্শালের থেকেও রিপোর্ট নিয়েছি। ওই সময় ঘটনাস্থলে বিধানসভার যে কর্মীরা ছিলেন, তাঁদের কাছ থেকেও রিপোর্ট নিয়েছি। মোটের উপর যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত । এরকম কিছুু না হওয়াই ভালো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.