ETV Bharat / state

হুগলিতে একাধিক স্টেশনে রেল অবরোধ, গায়ের জোরে স্কুল বন্ধ করল বিজেপি - BJP Calls Bangla Bandh

BJP Rail Block in Hooghly: বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা পথে নেমেছেন ৷ এদিন হুগলিতে রেল অবরোধ করল বিজেপি কর্মীরা ৷ বিজেপি কর্মীরা বেসরকারি স্কুলে ঝান্ডা লাগিয়ে স্কুল বন্ধ করে দিলেন ৷

BJP Bandh
বিজেপির রেল রোকো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 7:51 AM IST

Updated : Aug 28, 2024, 8:49 AM IST

হুগলি, 28 অগস্ট: বনধ সর্বাত্মক করতে ভোর থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন ৷ বৃহস্পতিবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ রেল লাইনে বসে পড়ে হুগলি জেলা বিজেপি কর্মীরা ৷ কোনও কোনও বিজেপি কর্মী আবার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশ ওই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় ৷ শুরু হয় রেল চলাচল ৷ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল চলাচল ৷

হুগলিতে বিজেপি কর্মী-সমর্থকদের রেল অবরোধ (ইটিভি ভারত)

হুগলি ছাড়া উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝখানে কলাপাতা ফেলে রেল রোকো করে বিজেপি ৷ হিন্দমোটর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ বনধের সমর্থনে জনগণকে আজ রাস্তায় না বেরনোর আবেদন জানিয়েছে বিজেপি ৷ রেল অবরোধ হয়েছে কোন্নগর স্টেশনে ৷ বিজেপি কর্মী সমর্থকরা অবরোধে নামে।দফায় দফায় এই রেল অবরোধ করা হয় হুগলির বিভিন্ন জায়গায় ৷

বনধের প্রভাব পড়ল উত্তরপাড়া পুরসভার হিন্দমোটর মালিরবাগান এলাকায় একটি বেসরকারি স্কুলে । বিজেপি কর্মীরা স্কুলের ভিতর ঢুকে ঝান্ডা লাগিয়ে স্কুল বন্ধ করার দাবি জানায় ৷ সকালে পড়ুয়ারা স্কুলে এলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ এভাবে স্কুল বন্ধ করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷

অভিভাবকের অভিযোগ, এদিন একাধিক শ্রেণির পরীক্ষা রয়েছে ৷ এই পরিস্থিতিতে এভাবে স্কুল বন্ধ করে দিলে, পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে ৷ ভবিষ্যৎ নষ্ট হবে ৷ এদিকে স্কুলে শিশুরা থাকাকালীন সেই অবস্থায় জোর করে স্কুলের মধ্যে ঢুকে ঝান্ডা লাগিয়ে দেওয়ার দৃশ্য দেখে শিশুরা ভয় পেয়ে যায় ৷ তারা চ্যাঁচামেচি করতে থাকে ৷

লঞ্চ পরিষেবা সকাল থেকে স্বাভাবিক রয়েছে ৷ চুঁচুড়া-নৈহাটি লঞ্চ চলছে অন্যান্য দিনের মতো ৷ রয়েছে পুলিশি পাহারা ৷ নির্বিঘ্নেই পারাপার করছেন যাত্রীরা ৷

মঙ্গলবার নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ তাদের রুখতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, জলকামান চালায় ৷ এর প্রতিবাদে আজ বনধ ডেকেছে বিজেপি ৷

হুগলি, 28 অগস্ট: বনধ সর্বাত্মক করতে ভোর থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন ৷ বৃহস্পতিবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ রেল লাইনে বসে পড়ে হুগলি জেলা বিজেপি কর্মীরা ৷ কোনও কোনও বিজেপি কর্মী আবার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশ ওই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় ৷ শুরু হয় রেল চলাচল ৷ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল চলাচল ৷

হুগলিতে বিজেপি কর্মী-সমর্থকদের রেল অবরোধ (ইটিভি ভারত)

হুগলি ছাড়া উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝখানে কলাপাতা ফেলে রেল রোকো করে বিজেপি ৷ হিন্দমোটর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ বনধের সমর্থনে জনগণকে আজ রাস্তায় না বেরনোর আবেদন জানিয়েছে বিজেপি ৷ রেল অবরোধ হয়েছে কোন্নগর স্টেশনে ৷ বিজেপি কর্মী সমর্থকরা অবরোধে নামে।দফায় দফায় এই রেল অবরোধ করা হয় হুগলির বিভিন্ন জায়গায় ৷

বনধের প্রভাব পড়ল উত্তরপাড়া পুরসভার হিন্দমোটর মালিরবাগান এলাকায় একটি বেসরকারি স্কুলে । বিজেপি কর্মীরা স্কুলের ভিতর ঢুকে ঝান্ডা লাগিয়ে স্কুল বন্ধ করার দাবি জানায় ৷ সকালে পড়ুয়ারা স্কুলে এলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ এভাবে স্কুল বন্ধ করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷

অভিভাবকের অভিযোগ, এদিন একাধিক শ্রেণির পরীক্ষা রয়েছে ৷ এই পরিস্থিতিতে এভাবে স্কুল বন্ধ করে দিলে, পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে ৷ ভবিষ্যৎ নষ্ট হবে ৷ এদিকে স্কুলে শিশুরা থাকাকালীন সেই অবস্থায় জোর করে স্কুলের মধ্যে ঢুকে ঝান্ডা লাগিয়ে দেওয়ার দৃশ্য দেখে শিশুরা ভয় পেয়ে যায় ৷ তারা চ্যাঁচামেচি করতে থাকে ৷

লঞ্চ পরিষেবা সকাল থেকে স্বাভাবিক রয়েছে ৷ চুঁচুড়া-নৈহাটি লঞ্চ চলছে অন্যান্য দিনের মতো ৷ রয়েছে পুলিশি পাহারা ৷ নির্বিঘ্নেই পারাপার করছেন যাত্রীরা ৷

মঙ্গলবার নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ তাদের রুখতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, জলকামান চালায় ৷ এর প্রতিবাদে আজ বনধ ডেকেছে বিজেপি ৷

Last Updated : Aug 28, 2024, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.