ETV Bharat / state

'বেআইনি নির্মাণের জন্য টাকার অফার পেয়েছিলাম', বিশপকাণ্ডে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর - BEHALA OXFORD MISSION - BEHALA OXFORD MISSION

Illegal Construction in Behala Oxford Mission: বিশপ পরিতোষ ক্যানিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের ৷ তাঁর অভিযোগ, বেআইনি নির্মাণের জন্য তাঁকে টাকার প্রস্তাব করেছিলেন বিশপ ক্যানিং ৷

TMC COUNCILLOR SUDIP POLLAY
তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 5:20 PM IST

কলকাতা, 14 জুলাই: "আমাকে বেআইনি নির্মাণের জন্য টাকা অফার করা হয়েছিল ৷" বিশপ পরিতোষ ক্যানিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পোল্লে ৷ তাঁর কথায়, "অক্সফোর্ড মিশনের মাঠ বেহালার ফুসফুস । একসময় সৌরভ গঙ্গোপাধ্যায় খেলতেন এখানে । প্র্যাকটিস করতেন । অনেক বড় বড় ম্যাচ হত । সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই মাঠ । কর্পোরেশনের থেকে বেআইনি কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল কয়েক মাস আগে ৷ এরপরই আমাকে টাকার অফার দেওয়া হয় রফার করার জন্য ৷ যদিও সেই অফার গ্রহণ করিনি ৷"

বিশপের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ পোল্লে (ইটিভি ভারত)

কয়েকদিন আগে বেহালায় চার্চ ও নার্সিং কলেজে ঢুকে হুমকি দেওয়া ও কাজ বন্ধের অভিযোগ ওঠে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনৈতিক মহলে ৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অভিযোগ জানান বিশপ পরিতোষ ক্যানিং ৷ পুলিশি নিরাপত্তার দাবিও জানান তিনি ৷

কিন্তু সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেন সুদীপ ৷ পালটা বিশপের বিরুদ্ধে চার্চে বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর ৷ তিনি জানান, অক্সফোর্ড মিশন চ্যারিটির কাছে এই জমির কোনও কাগজপত্র নেই ৷ এই জমির একটা অংশ 126 নং ওয়ার্ডের অন্তর্গত 53 ডায়মন্ড হারবার রোডের মধ্যে পড়ে ৷ আর একটি অংশ 123 নং ওয়ার্ডের অন্তর্গত 81 নম্বর ডায়মন্ড হারবার রোড এলাকায় রয়েছে ৷ মিশনের মোট 78 বিঘা সম্পত্তি রয়েছে ৷ সুদীপের অভিযোগ, প্ল্যান ছাড়াই সমস্ত নির্মাণ করা হয়েছে ৷

কলকাতা, 14 জুলাই: "আমাকে বেআইনি নির্মাণের জন্য টাকা অফার করা হয়েছিল ৷" বিশপ পরিতোষ ক্যানিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পোল্লে ৷ তাঁর কথায়, "অক্সফোর্ড মিশনের মাঠ বেহালার ফুসফুস । একসময় সৌরভ গঙ্গোপাধ্যায় খেলতেন এখানে । প্র্যাকটিস করতেন । অনেক বড় বড় ম্যাচ হত । সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই মাঠ । কর্পোরেশনের থেকে বেআইনি কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল কয়েক মাস আগে ৷ এরপরই আমাকে টাকার অফার দেওয়া হয় রফার করার জন্য ৷ যদিও সেই অফার গ্রহণ করিনি ৷"

বিশপের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ পোল্লে (ইটিভি ভারত)

কয়েকদিন আগে বেহালায় চার্চ ও নার্সিং কলেজে ঢুকে হুমকি দেওয়া ও কাজ বন্ধের অভিযোগ ওঠে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনৈতিক মহলে ৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অভিযোগ জানান বিশপ পরিতোষ ক্যানিং ৷ পুলিশি নিরাপত্তার দাবিও জানান তিনি ৷

কিন্তু সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেন সুদীপ ৷ পালটা বিশপের বিরুদ্ধে চার্চে বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর ৷ তিনি জানান, অক্সফোর্ড মিশন চ্যারিটির কাছে এই জমির কোনও কাগজপত্র নেই ৷ এই জমির একটা অংশ 126 নং ওয়ার্ডের অন্তর্গত 53 ডায়মন্ড হারবার রোডের মধ্যে পড়ে ৷ আর একটি অংশ 123 নং ওয়ার্ডের অন্তর্গত 81 নম্বর ডায়মন্ড হারবার রোড এলাকায় রয়েছে ৷ মিশনের মোট 78 বিঘা সম্পত্তি রয়েছে ৷ সুদীপের অভিযোগ, প্ল্যান ছাড়াই সমস্ত নির্মাণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.