বোলপুর, 17 অক্টোবর: অনুব্রতর পর এবার কাজল শেখকে 'ওয়াই ক্যাটাগরির' নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ এমনটাই খবর বীরভূম প্রশাসন সূত্রে ৷ অর্থাৎ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নিরাপত্তা বাড়ছে । অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷ এবার একই নিরাপত্তা পেতে চলেছেন রাজনৈতিক মহলে তাঁর যুযুধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত কাজল শেখ ৷
বীরভূম জেলার রাজনৈতিক সমীকরণ বা রসায়ন কী ? রাজনৈতিক মহল এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত । বিশেষ করে গরুপাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে দু'বছর পর অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ৷ এমনকী তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা বাড়ছে কাজলেরও। সবমিলিয়ে বীরভূমের শাসক শিবিরের অভ্যন্তরীণ সমীকরণ অন্য মাত্রা পেয়েছে।
জেলা পরিষদের সভাধিপতি হিসেবে একটি পাইলট কার, নীলবাতি গাড়ি ও দেহরক্ষী পান কাজল শেখ । এবার সেই নিরাপত্তা বাড়তে চলেছে ৷ সামনে পিছনে পাইলট কার, দুজনের বেশি সশস্ত্র দেহরক্ষী-সহ বিশেষ নিরাপত্তার বলয় থাকবে সভাধিপতিকে ঘিরে ৷ এমনটাই বীরভূম জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে খবর ৷
প্রসঙ্গত, এদিন মুরারই 1 নং ব্লকে গরুর হাটের মাঠ থেকে বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল । সেখান থেকে এক সঙ্গে চলার বার্তা দিয়েছেন তিনি ৷ অনুব্রত যতদিন তিহারে বন্দি ছিলেন, ততদিন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচন পরিচালনা করতে কোর কমিটি গঠন করেছিল তৃণমূল ৷ সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ ৷ তবে অনুব্রত বীরভূমে ফিরলেও এখনও কোর কমিটি বহাল রয়েছে । এবার অনুব্রতর মতো একই নিরাপত্তা পাচ্ছেন কাজল শেখ ।