ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধামসা-মাদল নিয়ে পথ অবরোধ আদিবাসীদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Tribals Protest RG Kar Doctor Rape and Murder: আরজি করের ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা । এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ৷ জেলা জুড়ে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে আদিবাসী সমাজের প্রতিবাদ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 3:35 PM IST

Updated : Aug 20, 2024, 5:02 PM IST

মেদিনীপুর, 20 অগস্ট: আরজি করের ঘটনায় এবার রাস্তা অবরোধ করে আন্দোলনে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । মঙ্গলবার জেলাজুড়ে এই অবরোধ বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভারত জাকাত মাঝি পারগানা মহলের (ইটিভি ভারত)

এ দিন একদিকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, গড়বেতা, ঘাটাল, দাসপুর, কেশপুর এবং অন্যদিকে পিংলা, সবং, ডেবরা,কেশিয়াড়ি, দাঁতন এবং খড়গপুর-সহ মেদিনীপুরের 15টি বিধানসভার বিভিন্ন প্রান্তে এই অবরোধ ও বিক্ষোভ চলে তাঁদের । বিশেষ করে ঘাটাল এলাকায় ব্যাপক প্রভাব পড়ে আন্দোলনের ।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের দাবি, কলকাতার আরজি করে চিকিৎসক ছাত্রী ও পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলাকে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ সেইসঙ্গে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করর দাবি জানায় তারা । মেদিনীপুর শহরের ধর্মা এলাকা থেকে এ দিনের অবরোধ কর্মসূচি শুরু হয় । ধামসা, মাদল রাস্তায় রেখেই অবরোধে সামিল হয় আদিবাসী সমাজ ৷ মহিলাদের রাস্তায় নেমে অবরোধ করতে দেখা যায় এ দিন ৷ এই অবরোধের ফলে ধর্মা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । রাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ির পর গাড়ি ।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে । এ দিন আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে ব্যাহত হয় যান চলাচল ৷ বাস থেকে প্রাইভেট গাড়ি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে ৷ সকাল থেকে কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে আদিবাসী সংগঠনের । একইভাবে আদিবাসী সংগঠনের ডাকা অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বকুলতলা এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷ যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় যাত্রীদের । 45 মিনিট অবরোধের পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে দাসপুর থানার পুলিশ ।

পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমানেও এ দিন এই অস্যুতে বিক্ষোভ দেখান আদিবাসীরা ৷ কলকাতার আরজি কর ও বর্ধমানে তরুণীকে খুনের ঘটনার প্রতিবাদে পূর্বস্থলী-1 ব্লকের নাদনঘাট মোড়ে পথ অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয় । এসইসঙ্গে বর্ধমানের কালনার গুড়াপ রোড, জামালপুর এলাকাতেও পথ অবরোধ করা হয় মঙ্গলবার । এ দিন আদিবাসীরা তির, ধনুক, লাঠি ও টাঙ্গি নিয়ে বিক্ষোভে সামিল হন ।

Tribals Protest
পূর্বস্থলী-1 ব্লকে আদিবাসীদের পথ অবরোধ (নিজস্ব ছবি)

অন্যদিকে, এই দুই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায়ও পথে নামেন আদিবাসীরা ৷ অবরোধ করা হয় গঙ্গাজলঘাঁটির অমরকানের কাছে 60 নম্বর জাতীয় সড়ক । দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন । অবরোধকারী ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আরজি কর-কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । আর তা না-হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদিবাসীদের তরফে ।

মেদিনীপুর, 20 অগস্ট: আরজি করের ঘটনায় এবার রাস্তা অবরোধ করে আন্দোলনে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল । মঙ্গলবার জেলাজুড়ে এই অবরোধ বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভারত জাকাত মাঝি পারগানা মহলের (ইটিভি ভারত)

এ দিন একদিকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, গড়বেতা, ঘাটাল, দাসপুর, কেশপুর এবং অন্যদিকে পিংলা, সবং, ডেবরা,কেশিয়াড়ি, দাঁতন এবং খড়গপুর-সহ মেদিনীপুরের 15টি বিধানসভার বিভিন্ন প্রান্তে এই অবরোধ ও বিক্ষোভ চলে তাঁদের । বিশেষ করে ঘাটাল এলাকায় ব্যাপক প্রভাব পড়ে আন্দোলনের ।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের দাবি, কলকাতার আরজি করে চিকিৎসক ছাত্রী ও পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলাকে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷ সেইসঙ্গে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করর দাবি জানায় তারা । মেদিনীপুর শহরের ধর্মা এলাকা থেকে এ দিনের অবরোধ কর্মসূচি শুরু হয় । ধামসা, মাদল রাস্তায় রেখেই অবরোধে সামিল হয় আদিবাসী সমাজ ৷ মহিলাদের রাস্তায় নেমে অবরোধ করতে দেখা যায় এ দিন ৷ এই অবরোধের ফলে ধর্মা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । রাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ির পর গাড়ি ।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে । এ দিন আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে ব্যাহত হয় যান চলাচল ৷ বাস থেকে প্রাইভেট গাড়ি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে ৷ সকাল থেকে কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে আদিবাসী সংগঠনের । একইভাবে আদিবাসী সংগঠনের ডাকা অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বকুলতলা এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷ যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় যাত্রীদের । 45 মিনিট অবরোধের পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে দাসপুর থানার পুলিশ ।

পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমানেও এ দিন এই অস্যুতে বিক্ষোভ দেখান আদিবাসীরা ৷ কলকাতার আরজি কর ও বর্ধমানে তরুণীকে খুনের ঘটনার প্রতিবাদে পূর্বস্থলী-1 ব্লকের নাদনঘাট মোড়ে পথ অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয় । এসইসঙ্গে বর্ধমানের কালনার গুড়াপ রোড, জামালপুর এলাকাতেও পথ অবরোধ করা হয় মঙ্গলবার । এ দিন আদিবাসীরা তির, ধনুক, লাঠি ও টাঙ্গি নিয়ে বিক্ষোভে সামিল হন ।

Tribals Protest
পূর্বস্থলী-1 ব্লকে আদিবাসীদের পথ অবরোধ (নিজস্ব ছবি)

অন্যদিকে, এই দুই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায়ও পথে নামেন আদিবাসীরা ৷ অবরোধ করা হয় গঙ্গাজলঘাঁটির অমরকানের কাছে 60 নম্বর জাতীয় সড়ক । দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন । অবরোধকারী ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আরজি কর-কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । আর তা না-হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদিবাসীদের তরফে ।

Last Updated : Aug 20, 2024, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.