ETV Bharat / state

মমতার দেওয়া সুরজ ও তনয়ার নামে বদলে গেল আকবর-সীতা - Akbar and Sita Name Change

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 1:29 PM IST

Bengal Safari Park: অবশেষে নতুন নামকরণ হল ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে আনা বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করলেন সুরজ ও তনয়া'য় ৷ জেনে নিন 'আকবরনামা' ও 'সীতা কাহিনী' ৷

Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কে সিংহ (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 1 অগস্ট: বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদলে হল সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানিয়েছেন, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী। আর নামবদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর।

  • ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম বদল নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী বলেন, "ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম নিয়ে সার্কিট বেঞ্চে যে মামলা ছিল, তার নিষ্পত্তি হয়েছে। অভিযোগ ছিল, যে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর নাকি ওই সিংহ দম্পতির নামকরণ করেছে। আমরা প্রমাণ করে দিয়েছি যে, ত্রিপুরার সরকার ও সংশ্লিষ্ট জু অথরিটি ওই সিংহ দম্পতির নামকরণ করেছিল। তাতে আমাদের কোনও ভূমিকা ছিল না। যে মুহূর্তে এ রাজ্যের সরকারের কাছে বিষয়টি অবগত হয়েছে, তখনই কোনও বিতর্কিত নাম যাতে না-থাকে তার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেই মতো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হয় এবং নামকরণও করা হয়।"
  • পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, এই মামলাটি যদি হতে পারে তাহলে তা একমাত্র পিআইএল হিসেবে হতে পারে। কোনও ব্যক্তিগত স্বার্থে হবে না। আমাদের আবেদনকে আদালত মান্যতা দিয়েছে। এইজন্য আদালত জানিয়ে দেয় এই লিটিগেশনের নিষ্পত্তি করা হল। যদি কেউ পিআইএল করতে চায় তবে চিফ জাস্টিসের কাছে সেই ক্ষমতা রয়েছে, সেখানে ওই মামলা রুজু করতে হবে। যেহেতু অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে তাই আর পিআইএল করা যাবে না।"
  • এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "আমরা আগেই জানিয়েছিলাম এতে বিতর্কের কিছু ছিল না। কারণ ওই সিংহদের নাম আমাদের রাখাই ছিল না। ওটা ত্রিপুরা সরকারের দেওয়া। আদালতে তা প্রমাণ হয়েছে। মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নামকরণ করেছেন সুরজ ও তনয়া।"

আকবর ও সীতার বঙ্গে পা-প্রসঙ্গত, 12 ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুয়োলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর আনা হয়। পরিবর্তে বেঙ্গল সাফারি পার্ক থেকে পাঠানো হয় একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

'আকবরনামা'- জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, 2016 সালে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানাতেই আকবরের জন্ম হয়। বাবা দুষ্মন্ত ও মা চিন্ময়ী দম্পতি 2016 সালে সিপাহিজালা চিড়িয়াখানায় তিন শাবকের জন্ম দিয়েছিল। তৎকালীন ত্রিপুরার বনমন্ত্রী সিপিএমের নরেশ জামাতিয়া অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের 70 দশকের সিনেমা অমর, আকবর, অ্যান্টনির উপর ওই তিন শাবকের নামকরণ করেন। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর।

'সীতা কাহিনী'- পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। তার জন্ম 2018 সালে। এখন সীতার বয়স পাঁচ বছর। পরবর্তীতে সীতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আকবরের। 2023 সাল থেকে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে। সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সবথেকে ভালো দম্পতি। সেই অনুমোদন মতো চলতি বছরে 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে সড়কপথে বেঙ্গল সাফারিতে পৌঁছয় ওই সিংহ দম্পতি।

আকবর ও সীতার নাম পরিবর্তন- আকবর ও সীতা সাফারিতে পৌঁছনোর পরই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। এক অরাজনৈতিক সংগঠনের তরফে এরাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। এরপরই মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী। মামলা শুনানির পর জুলাই মাসে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তি হতেই নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়। সেইমতো মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নাম বদলে আকবর ও সীতা থেকে সুরজ ও তনয়া রাখেন।

শিলিগুড়ি, 1 অগস্ট: বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদলে হল সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানিয়েছেন, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী। আর নামবদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর।

  • ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম বদল নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী বলেন, "ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম নিয়ে সার্কিট বেঞ্চে যে মামলা ছিল, তার নিষ্পত্তি হয়েছে। অভিযোগ ছিল, যে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর নাকি ওই সিংহ দম্পতির নামকরণ করেছে। আমরা প্রমাণ করে দিয়েছি যে, ত্রিপুরার সরকার ও সংশ্লিষ্ট জু অথরিটি ওই সিংহ দম্পতির নামকরণ করেছিল। তাতে আমাদের কোনও ভূমিকা ছিল না। যে মুহূর্তে এ রাজ্যের সরকারের কাছে বিষয়টি অবগত হয়েছে, তখনই কোনও বিতর্কিত নাম যাতে না-থাকে তার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেই মতো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হয় এবং নামকরণও করা হয়।"
  • পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, এই মামলাটি যদি হতে পারে তাহলে তা একমাত্র পিআইএল হিসেবে হতে পারে। কোনও ব্যক্তিগত স্বার্থে হবে না। আমাদের আবেদনকে আদালত মান্যতা দিয়েছে। এইজন্য আদালত জানিয়ে দেয় এই লিটিগেশনের নিষ্পত্তি করা হল। যদি কেউ পিআইএল করতে চায় তবে চিফ জাস্টিসের কাছে সেই ক্ষমতা রয়েছে, সেখানে ওই মামলা রুজু করতে হবে। যেহেতু অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে তাই আর পিআইএল করা যাবে না।"
  • এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "আমরা আগেই জানিয়েছিলাম এতে বিতর্কের কিছু ছিল না। কারণ ওই সিংহদের নাম আমাদের রাখাই ছিল না। ওটা ত্রিপুরা সরকারের দেওয়া। আদালতে তা প্রমাণ হয়েছে। মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নামকরণ করেছেন সুরজ ও তনয়া।"

আকবর ও সীতার বঙ্গে পা-প্রসঙ্গত, 12 ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুয়োলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর আনা হয়। পরিবর্তে বেঙ্গল সাফারি পার্ক থেকে পাঠানো হয় একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

'আকবরনামা'- জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, 2016 সালে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানাতেই আকবরের জন্ম হয়। বাবা দুষ্মন্ত ও মা চিন্ময়ী দম্পতি 2016 সালে সিপাহিজালা চিড়িয়াখানায় তিন শাবকের জন্ম দিয়েছিল। তৎকালীন ত্রিপুরার বনমন্ত্রী সিপিএমের নরেশ জামাতিয়া অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের 70 দশকের সিনেমা অমর, আকবর, অ্যান্টনির উপর ওই তিন শাবকের নামকরণ করেন। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর।

'সীতা কাহিনী'- পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। তার জন্ম 2018 সালে। এখন সীতার বয়স পাঁচ বছর। পরবর্তীতে সীতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে আকবরের। 2023 সাল থেকে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের কর্মসূচি গৃহীত হলে ত্রিপুরা থেকে একজোড়া সিংহ আনার অনুমোদন মেলে কেন্দ্রীয় জু অথরিটির তরফে। সব যাচাই করে দেখা যায় প্রাণী বিনিময়ের দিক দিয়ে আকবর ও সীতাই সবথেকে ভালো দম্পতি। সেই অনুমোদন মতো চলতি বছরে 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে সড়কপথে বেঙ্গল সাফারিতে পৌঁছয় ওই সিংহ দম্পতি।

আকবর ও সীতার নাম পরিবর্তন- আকবর ও সীতা সাফারিতে পৌঁছনোর পরই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। এক অরাজনৈতিক সংগঠনের তরফে এরাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলে সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। এরপরই মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী। মামলা শুনানির পর জুলাই মাসে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তি হতেই নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়। সেইমতো মুখ্যমন্ত্রী সিংহ দম্পতির নাম বদলে আকবর ও সীতা থেকে সুরজ ও তনয়া রাখেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.